Diy(এসো নিজে করি)|| রঙিন কাগজ দিয়ে একটি ফুল তৈরি||১০% বেনিফিসিয়ারী @shy-fox

in hive-129948 •  3 years ago  (edited)

আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করছি সকলে আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভাল আছি।


20220122_175439.jpg


আজ আমি আপনাদের সাথে রঙিন কাগজ দিয়ে একটি ফুল তৈরী শেয়ার করতে যাচ্ছি। আশা করছি ফুল টি আপনাদের ভালোই লাগবে। ফুল টি তৈরির প্রক্রিয়া টি বেশ সাধারণ ও সহজ।চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।



উপকরণ



  • রঙিন কাগজ ( আট রঙের )
  • গ্লু।
  • স্টেপলার।


প্রস্তুত প্রণালী:-



ধাপ ১

IMG_0103.jpeg

প্রথমে কাগজগুলো নিয়েছি এবং লম্বা লম্বা করে কেটে নিয়েছি।


ধাপ ২

IMG_0104.jpeg

এবার একটি কাগজের উপর দিয়ে অন্যান্য কাগজ গুলো সমান করে রেখে দিয়েছি।


ধাপ ৩

IMG_0105.jpeg

আরো ছোট ছোট আকৃতির কয়েকটি কাগজ কেটে নিয়েছি।


ধাপ ৪

IMG_0106.jpeg

এবার কাগজগুলো মাঝ বরাবর হতে ভাজ করে নেই।


ধাপ ৫

IMG_0107.jpeg

এখন স্টেপলার দিয়ে মাঝখানে পিন লাগিয়ে দিয়েছি যেন কাগজ গুলো সরে না যায়।


ধাপ ৬

IMG_0108.jpeg

এবার ছোট কাগজগুলো আঠা দিয়ে লাগিয়ে দেই এবং গোল করে ফুলের মতো আকৃতি দিয়ে দেই।


ধাপ ৭

IMG_0109.jpeg

এভাবে একে একে কাগজ গুলো লাগিয়ে নিতে হবে।


ধাপ ৮

IMG_0110.jpeg

একপাশ লাগানো শেষে অপর পাশেও এখন কাগজ গুলো লাগিয়ে দিয়ে দেয়ার পালা।


ধাপ ৯

IMG_0111.jpeg

ফুলটি প্রস্তুত।


IMG_0113.jpeg

ফুলটি অতি সাধারণ এবং একদম সহজ বানাতে।


আশা করছি আমার তৈরী ফুলটি আপনাদের ভাল লেগেছে। সময় নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শীঘ্রই আবার দেখা হবে। সকলে সুস্থ এবং নিরাপদে থাকবেন।

ডিভাইসiphone xs max

logo.gif
@labib2000

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি রঙ্গিন কাগজ দিয়ে খুবই চমৎকার একটি ফুল তৈরি করেছেন। এই ফুলটির ডিজাইন টা আমার কাছে অনেক চমৎকার লেগেছে । আসলেই ভাই আপনি চমৎকারভাবে ফুল তৈরি করতে পারেন। ধন্যবাদ ভাই আপনার প্রতিভা আমাদের মধ্যে প্রকাশ করার জন্য । আপনার জন্য শুভকামনা রইল।

অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

রঙিন কাগজ ব্যবহার করে সুন্দর একটি ফুল তৈরি করেছেন। আমার অনেক ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো ভাইয়া


IMG_20220106_113311.png

ধন্যবাদ ভাই এত সুন্দর করে মন্তব্যটি করার জন্য।

আসলেই আপনার তৈরি করা ফুল টা আমার কাছে খুবই ভালো লেগেছে। এরকম ফুলগুলো রঙিন কাগজ দিয়ে তৈরি করলে দেখতে খুবই আকর্ষণীয় দেখায়। মনে আপনার তৈরি করা এই ফুলটা জাস্ট অসাধারণ দেখাচ্ছে। সত্যি আপনি অনেক সুন্দর একটা ফুল তৈরি করলেন রঙিন কাগজ দিয়ে।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য। শুভকামনা রইল আপনার জন্যও।

রঙিন কাগজ দিয়ে আপনি যে ফুলটি তৈরি করেছেন সেটি তৈরি করা অনেক সহজ হলেও আমার কাছে দেখতে খুবই ভালো লেগেছে এবং এটা তৈরি করার যে ধাপগুলো সেগুলো আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাই।

ফুলটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। শুভেচ্ছা রইল ভাই আপনার জন্য।

অনেক কালারফুল একটি ফুল তৈরি করেছেন ভাইয়া রঙিন কাগজ দিয়ে। তৈরীর প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। আমিও এরকম একটি ফুল তৈরি করার চিন্তা করেছিলাম, আপনি আমার আগেই তৈরি করে ফেলেছেন😁😁। সুন্দর হয়েছে ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য।

তাই নাকি ভাই। আপনিও বানিয়ে ফেলেন তাহলে একটা। আর মতামত করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।