আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা ৮||ইলিশ মাছ ভুনা রেসিপি||১০% @shy-fox এর জন্য

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করছি সকলে আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমিও মোটামুটি ভাল আছি আলহামদুলিল্লাহ।


আমরা বাঙালি রা মাছে ভাতে বাঙালি। ইলিশ আমাদের জাতীয় মাছ। ইলিশ মাছ মোটামুটি কার না পছন্দ। ইলিশ মাছ যেমন ছোট বড় সবাই খেতে পছন্দ করে তেমনি এর পুষ্টিগুণ ও অনেক। বর্তমানে মানুষ ইলিশ মাছ দিয়ে বিভিন্ন রকম ইউনিক ধরণের রেসিপি তৈরি করে থাকে। তবে আমি আজ বাঙালির অতি চেনা ও সাধারণ একটি ইলিশ মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। রেসিপিটি হচ্ছে ইলিশ মাছ ভুনা রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক।

20211027_022541.jpg


উপকরণ:-

ইলিশ মাছ৫০০ গ্রাম
হলুদের গুঁড়া২ চা চামচ
লবণপরিমাণ মত
মরিচের গুঁড়া২ চা চামচ
পেঁয়াজ ও মরিচকুচিপরিমাণ মত
পেঁয়াজ বাটা২ টেবিল চামচ
তেল৩ টেবিল চামচ
পানিপরিমাণ মত
জিরার গুঁড়া২ চা চামচ

প্রস্তুতপর্ণালী:-

ধাপ ১

IMG_20211026_190029.jpg

প্রথমে মাছটি কেটে নিয়ে পানি দিয়ে ধুয়ে পরিস্কার করে নেই এবং সামান্য হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নেই।



ধাপ ২

IMG_20211026_190043.jpg

চুলায় ৩ টেবিল চামচ তেল দিয়ে তেল গরম করে নিই।



ধাপ ৩

IMG_20211026_190127.jpg

এবার গরম তেলে মাছগুলো দিয়ে ৫ মিনিটের মত ভেজে নিতে হবে এপিঠ ওপিঠ ভাল করে ঘুরিয়ে।



ধাপ ৪

IMG_20211026_190421.jpg

৫ মিনিট ভেজে নেয়ার পর মাছগুলো উঠিয়ে নিতে হবে।



ধাপ ৫

IMG_20211026_190429.jpg

এখন পেঁয়াজ কুচি ও মরিচ কুচি গুলো তেলে দিয়ে ভেজে নিতে হবে।



ধাপ ৬

IMG_20211026_190757.jpg

কিছুক্ষন ভাজার পর এখন হলুদের গুঁড়া,মরিচের গুঁড়া,লবণ ও পেঁয়াজ বাটা দেবার পালা।



ধাপ ৭

IMG_20211026_190844.jpg


IMG_20211026_190801.jpg

দুটি পাত্রে পরিমাণ মত করে হলুদ,মরিচের গুঁড়া,লবণ ও পেঁয়াজ বাটা নিয়ে রাখি চুলায় দেয়ার জন্য।



ধাপ ৮

IMG_20211026_190932.jpg

এবার ভাল করে নেড়ে নেড়ে মিশ্রণ টি মিশাই।



ধাপ ৯

IMG_20211026_191008.jpg

এবার মাছগুলো দিয়ে দিতে হবে।



ধাপ ১০

IMG_20211026_191056.jpg

এখন ২ চা চামচ জিরার গুঁড়া দিতে হবে।



ধাপ ১১

IMG_20211026_191025.jpg

এখন পরিমাণ মত পানি দিয়ে ঢেকে সময় নিয়ে রান্না করতে হবে। রান্না হয়ে গেলে পরিবেশন করতে হবে।



IMG_20211026_192320.jpg
পরিবেশন এর পর।


এভাবেই অতি সহজেই বাঙালির অতি চেনা ও পরিচিত ইলিশ মাছ ভুনা রেসিপি তৈরি করে ফেলা সম্ভব।

আশা করছি আমার রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে। আজ এখানেই শেষ করছি। শীঘ্রই আবার হবে দেখা। সবাই সুস্থ ও নিরাপদে থাকবেন। ধন্যবাদ।

ডিভাইসস্যামসাং এ৭০

logo.gif
সময় নিয়ে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।
@labib2000

20211003_112202.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ইলিশ মাছ দেখলেই স্বাদের কথা মনে পড়ে জিহবায় জল চলে আসে।ইলিশ মাছের ভুনা রেসিপি অসম্ভব সুন্দর ছিল। আমার কাছে ভালো লেগেছে আপনার রেসিপি। শুভকামনা আপনার জন্য ভাই।

ধন্যবাদ আপনাকে ভাই মতামত করার জন্য

প্রতিযোগিতায় শুধু ইলিশ আর ইলিশ। সুন্দর সুন্দর ইলিশ রেসিপি গুলো আমার শান্তি কেড়ে নিচ্ছে উফ্ যদি একটু টেস্ট করতে পারতাম। রেসিপি দেখে ইলিশের ঘ্রাণ পাচ্ছি 😋

ধন্যবাদ আপনাকে

ভাই আপনিও অংশগ্রহণ করে ফেললেন।আর এদিকে আমরা ইলিশ ই খুজে পাচ্ছি না।যাইহোক আপনার জন্য অগ্রিম শুভেচ্ছা অনেক সুন্দর ভাবে রেসিপিটি করেছেন।শুভ কামনা রইলো।

ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য। যেহেতু এক সপ্তাহ সময় বাড়ানো হয়েছে আশা করছি ইলিশ খুঁজে পাবেন। শুভকামনা রইল আপনার জন্য।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ। ইলিশ পছন্দ করে এরকম মানুষ পাওয়া কঠিন। ইলিশ ভুনা রেসিপি টা খুব ভালো তৈরি করেছেন। ইলিশ আমারও খুব পছন্দের একটি মাছ। রেসিপি টা ভালো ছিল।

অনেক ধন্যবাদ আপনাকে মতামত করার জন্য

চারিদিকে শুধু ইলিশ আর ইলিশ ভাজা সবার ইলিশ রেসিপি এত সুন্দর হয়েছে। আপনি এত সুন্দর ভাবে ইলিশ মাছ ভুনা রেসিপি তৈরি করেছেন। প্রতিটি ধাপ এত সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন দেখার মত ছিল ভাইয়া। অনেক ভাল ছিল আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য

আপনার রেসিপিটা দেখতে খুবই ভালো লাগছে। খেতেও মনে হয় অনেক সুস্বাদু হয়েছে। শুভ কামনা রইল আপনার জন্য।

অনেক ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য।

ইলিশ মাছ খেতে আমি পছন্দ করি। ইলিশ মাছের রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই মজাদার হয়েছে। ইলিশ মাছ ভুনার রং দেখেই বুঝা যাচ্ছে খেতে খুবই মজাদার হয়েছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

আপনাকেও ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য

আপনার রেসিপিটা দেখতে খুবই ভালো লাগতেছে খেতেও মনে হয় অনেক সুস্বাদু হবে। শুভকামনা রইল আপনার জন্য

ধন্যবাদ ভাই মতামত করার জন্য

বাহ অনেক সুন্দর একটি রেসিপি নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভাই। দেখেই বোঝা যাচ্ছে অনেক সুন্দর ভাবে রান্নাটি করেছেন। অনেক লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্যে ধন্যবাদ

ধন্যবাদ আপনাকে

খুবই সুন্দর করে আপনি আপনার ইলিশ ভুনা রেসিপি টি তুলে ধরেছেন। যা আমার কাছে খুব ভালো লেগেছে। শুভকামনা আপনার জন্য♥♥

অনেক ধন্যবাদ আপনার মন্তব্য করার জন্য

ইলিশ মাছের ভুনা রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হয়েছে। আমার অনেক ভালো লেগেছে, আমি ইলিশ খুবই পছন্দ করি। ইংলিশ দিয়ে যেকোনো রেসিপি আমার খুবই ভালো লাগে। তাই আপনার এই রেসিপিটি খেতে আমার খুব ইচ্ছা করছে। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ ভাই সুন্দর মতামত করার জন্য

ভালো লাগলো আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেখে। খুব সুন্দর হয়েছে পোস্টটি আর আমি মনে করি এই রেসিপিটি সবারই অনেক পছন্দ। আর আমার তো পছন্দই পছন্দ। খুব সুন্দর হয়েছে আপনার ছবি তোলা গুলো, রেসিপিটি খুব সাজিয়ে লিখেছেন, সবকিছু মিলিয়ে অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ।

ধন্যবাদ আপু মূল্যবান মন্তব্য করার জন্য।

ভাইয়া, অসাধারণ সুন্দর হয়েছে আপনার ইলিশ মাছের রেসিপি টা। প্রতিটি ধাপের বর্ণনাগুলো খুবই সুন্দর লেগেছে আমার। ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। সব মিলিয়ে ভালো হয়েছে আপনার রেসিপিটা। ধন্যবাদ আপনাকে।

ইলিশের রেসিপি সুন্দরবনের হয়েছে লাবিব ভাই।

শুভকামনা রইলো আপনার জন্য।