শয়তানের খেল
শয়তান সবসময় তার শয়তানি কাজ করেই বেড়ায়। আল্লাহ তো মানুষকে জানিয়ে দিয়েছেন যে, শয়তান তাদের প্রকাশ্য দুশমন। প্রত্যেক মানুষের এ বিষয়ে সচেতন থাকা জরুরি। শয়তান মানুষকে ভালো কাজের পরিবর্তে মন্দ কাজে লিপ্ত করে, আর যদি এতে ব্যর্থ হয়, তবে সে চেষ্টা করে বেশি ভালো কাজের বদলে কম ভালো কাজ করাতে।
এক রাতে, এশার নামাজের আগে প্রচণ্ড ঝড়-বৃষ্টি হওয়ায় পথ-ঘাট পিচ্ছিল হয়ে গিয়েছিল। এক নিয়মিত নামাজী, যিনি হাতে হারিকেন নিয়ে মসজিদে যাচ্ছিলেন, হঠাৎ শয়তান তাকে ধাক্কা দিয়ে কাদায় ফেলে দিল এবং তার হারিকেনটি ভেঙে দিল। ফলে তিনি জামাতে নামাজ পড়তে না পারার আশঙ্কায় বাড়িতে ফিরে যান।
কিন্তু আল্লাহ তার এই নামাজ-প্রীতি এতই পছন্দ করলেন যে, তাঁর পূর্বে করা অনেক বড় গুনাহ মাফ করে দিলেন। শয়তান এই ঘটনা জানার পর খুব দুঃখিত হলো। এবার সে নামাজীকে আবার মসজিদের দিকে যাওয়ার সময়, নামাজীর রূপ ধরে এসে তাকে আলো দেখাতে লাগল।
নামাজী অবাক হয়ে জানতে চাইলে শয়তান জানালো, "আমি আগের বার আপনাকে কাদায় ফেলে দিয়েছিলাম যাতে আপনি জামাতে নামাজ পড়তে না পারেন। কিন্তু এবার আপনি আবার নামাজ পড়তে যাচ্ছেন, তাই আমি আপনাকে সাহায্য করছি। কারণ, আপনি যদি আবার জামাতে নামাজ পড়েন, আল্লাহ আপনাকে আরো বড় গুনাহ মাফ করবেন, এবং আমার প্রচেষ্টার ফল নষ্ট হয়ে যাবে।"
শয়তান নিজের রাস্তায় চলে গেল, আর এইভাবে তার শয়তানি কাজের নমুনা ফুটে উঠল।