পথ মন্জুরী।

in hive-129948 •  last year 

আমাদের চলার রাস্তায় শুধুই প্রতিযোগিতা, কে কার আগে দ্রুত চলতে পারে। সবারই তাড়া অতি অল্প সময়ে গন্তব্যে পৌছানো। তাই আমাদের নিরন্তর ছুটে চলা।এই চলার পথের দুই পাশে ্কি আছে কিছুই আমাদের খেয়ালে থাকে না। এই চলার পথের পাশে তার সমস্ত সৌন্দর্য নিয়ে কেউ যে আমাদের দৃষ্টি আকর্ষণ করে তা আমরা খেয়ালও করিনা।
1698175400-bac3eaa9e41b12edd0c0c28ff0af3e0c.jpeg
ছবি সংগ্রহঃকালের কন্ঠ ২৫ অক্টোবর ২০২৩।
আমি পথ মন্জুরী
ফুটেছি আঁধার রাতে।
দেবতা চাহেনা মোরে
অভিমানে ঝরে পড়ি।
হাঁ কাজী নজরুল ইসলামের সেইবিখ্যাত গান।
prothomalo_import_media_2019_03_28_969c7b4a9efedc7773199e6d594c94a1-5c9c3f4155957.jpg
ছবি সংগ্রহঃপ্রথম আলো ২৮মার্চ ২০১৯।
পথের পাশে অযত্ন অবহেলায় ফুটে থাকা ফুলের কথাই বলছি।একটু দাঁড়ান তারপর দেখুন কি অপরুপ সৌন্দর্য নিয়ে ঠিক আপনার দিকে তাকিয়ে আছে। তার এই সাজুগুজু সবাই আপনার জন্য। কতো শতো রং কতো শতো বাহার সব আয়োজন আপনারই জন্য।

prothomalo_import_media_2016_04_07_9859f2eb93cb6484783fcc769345344a-01.jpg
ছবি সংগ্রহঃপ্রথম আলো ৭এপ্রিল২০১৬।
কোনোটি সাদা, শুভ্র সাদা, কোনোটি লাল,বেগুনি, সাদা বেগুনি, লাল হলুদ, বেগুনি হলুদ, শুধু রং আর রং।একবার যদি আপনার নজরকে তাদের দিকে ফেরাতে পারে তবে প্রমের বাহুডোরে বেঁধে ফলবে। আর বাঁধবেই না বা কেন? প্রেমের পিপাসা কার না থাকে, ধনীর দুলালী থেকে গরিবের মেয়ে সবারই।

prothomalo_import_media_2019_03_03_f7489aa46b7ffd7edde2bd2df81d04dd-5c7b6b9acb303.jpg
ছবি সংগ্রহঃ২৮মার্চ, ২০১৯।
এই ফুলগুলো কোনো দিনই কারোর শোবার ঘর বা বসার ঘরের ফুলদানিতে শোভা পায় না।পথের পাশে জন্মে আবার সবার অগোচরে পথের পাশেই হারিয়ে যায়।কেউ কখনো তার খবর রাখেনা।মান্না দের সেই গানের মতো -
"কখন কোথায় কবে কোন তারা ঝরে গেল
আকাশ কি মনে রাখে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি কমিউনিটি রুলস ভঙ্গ করেছেন। আপনি নিজের ফটো অথবা কঁপিরাইট ফ্রী ফটো ছাড়া আপনার পোষ্টের মধ্যে ব্যবহার করতে পারবেন না।

কমিউনিটির নিয়মাবলী :
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493

ছবি: এহসান-উদ-দৌলা