DIY ড্রয়িং🎨🖌️// সূর্যাস্তের দৃশ্য অংকন //@limon17//১০ জানুয়ারি ২০২২//লাজুক খেকের জন্য থাকছে ১০%

in hive-129948 •  3 years ago 
  • আমার বাংলা ব্লগের সম্মানিত সদস্যবৃন্দ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।
    আমি @limon17 আজ ১০ জানুয়ারি ২০২২, আজকে আমি আপনাদের সাথে সূর্যাস্তের দৃশ্য অংকন শেয়ার করতে চাই।

সূর্যাস্তের সম্পূর্ণ দৃশ্যটি ⬇️

IMG_20220110_123217.jpg

IMG_20220110_122804.jpg

প্রয়োজনীয় উপকরণ:

  • পেন্সিল ✏️
  • জেল পেন 🖌️
  • স্কেল
  • রাবার
  • ইরেজার
  • কম্পাস
  • রং পেন্সিল 🎨
  • ড্রয়িং পেপার 📜

ধাপ:১

IMG_20220106_145151.jpg

  • প্রথমে কম্পাস এবং পেন্সিল দিয়ে বৃত্ত অঙ্কন করেছি এবং মাঝখান দিয়ে রেখা টেনেছি।

ধাপ:২

IMG_20220106_145116.jpg

  • তারপরে সূর্য এবং দীপ অংকন করেছি।

ধাপ:৩

IMG_20220106_145430.jpg

  • এবার দ্বীপ এবং আকাশে রং করা হয়েছে।

ধাপ:৪

IMG_20220106_145408.jpg

  • দ্বীপের উপরে নারিকেল গাছ এঁকেছি।

ধাপ:৫

IMG_20220108_111631.jpg

  • ড্রইং এর সৌন্দর্য বৃদ্ধির জন্য দুপাশে রেখা টেনেছি।

ধাপ:৬

IMG_20220108_113111.jpg

  • এবার সেই রেখার উপর পাতা এঁকেছি।

শেষ ধাপ:

IMG_20220110_123217.jpg

  • এবার পাতা সহ অন্যান্য জায়গায় রং করেছি। নিজের সিগনেচার দিয়েছি। তারপরে নিজের সাথে ছবি তুলেছি।

IMG_20220110_122914.jpg

আশা করি আজকের ড্রইংটি আপনাদের কাছে ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুব সুন্দর ড্রইংটি করেছেন। প্রকৃতির সৌন্দর্য অনেক সুন্দর করে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

ছবিটি প্রাণবন্ত হয়েছে। বৃত্তের ভেতরে আকাঁর কৌশল টা দারুণ, রঙের ব্যবহার চমৎকার। শুভকামনা আপনার জন্য।

ছবিটি অনেক সুন্দর হয়েছে। আঁকানো ছবিটি মনে হচ্ছে সত্যি প্রাকৃতিক দৃশ্য। আপনার জন্য রইলো শুভকামনা।

আপনি খুব সুন্দর ভাবে সূর্যের চিত্রাংকন করেছেন। আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আর্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য। এবং আপনার জন্য শুভকামনা রইল।

সূর্যাস্তের দৃশ্য অংকন টি আমার কাছে খুবই ভালো লেগেছে। খুব সুন্দর করে আপনি অঙ্কন টি করেছেন ।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে বর্ণনা সহকারে আমাদের সামনে তুলে ধরেছেন ।যেটি আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

রং পেন্সিল দিয়ে যে দৃশ্যটা এত সুন্দর ফুটে উঠবে এটা আমি ভাবতেও পারিনি । খুব সুন্দর হয়েছে ছবিটা আঁকা। আর সব শেষে আমার বাংলা ব্লগের লোগো টা সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। শুভেচ্ছা রইল।

গোল বৃত্তের মধ্যে রং পেন্সিল দিয়ে অনেক সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য অংকন করেছেন। সত্যিই দৃশ্যটা অনেক আকর্ষণীয় দেখাচ্ছে। শুধুমাত্র গুলোর মধ্যে রং করাটা অনেক কঠিন হয়ে যায়। আপনিতো গোল বৃত্তের মধ্যে প্রাকৃতিক দৃশ্য অংকন করে ফেলেছেন। সত্যিই অংকটা করতে অনেক সময় লেগে গিয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল যাতে আরো সুন্দর কিছু ছবি অংকন আমাদেরকে উপহার দিতে পারেন।

সূর্যাস্তের দৃশ্য অংকন খুব সুন্দর দেখাচ্ছে।।
সত্যি প্রশংসার দাবিদার।।
একদম নজরকারা।।
ধাপগুলি সুন্দর করে উপস্থাপন করেছেন।।