বুক রিভিউ//@limon17 //১৮-০১-২০২২

in hive-129948 •  3 years ago 

আমার বাংলা ব্লগের সম্মানিত সদস্যবৃন্দ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।
আসসালামু'আলাইকুম
আমি @limon17
আজ ১৮ জানুয়ারি ২০২২ মঙ্গলবার।
আজকে আমি আপনাদের সাথে একটা বুক রিভিউ শেয়ার করতে চাই। বইটির নাম হলো:

  • A passage to the English language.
  • লেখক: এস এম জাকির হোসেন
  • রোহেল পাবলিকেশন্স,ঢাকা
  • ক্যাটাগরি: ইংরেজি গ্রামার ও ল্যাঙ্গুয়েজ।
  • মূল্য: ৩৪৭ টাকা

IMG_20220118_105905.jpg

বইটিতে আলোচ্য বিষয়।

বইটির নাম দেখে হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন বইটির আলোচ্য বিষয় কি হতে পারে। ইংরেজি গ্রামার সম্পর্কে চমৎকার একটি বই। অন্য সব বইয়ের তুলনায় এটি একটু ভিন্ন কারণ এখানে ইংরেজি গ্রামার শেখার পাশাপাশি আরও ব্যবস্থা আছে ইংরেজি ল্যাংগুয়েজ শেখার।
তাই এই বইটির মধ্যে ইংরেজি গ্রামার শেখার সকল বিষয়গুলো আলোচনা করা হয়েছে এবং তার পাশাপাশি ল্যাঙ্গুয়েজ শেখার জন্য সুন্দর ব্যবস্থা আছে।

IMG_20220118_111647.jpg

IMG_20220118_111638.jpg

কোন ধরনের ছাত্ররা এটি পড়তে পারবে?

কোন বই দেখলে সাধারণভাবে আমাদের মাথায় একটি প্রশ্ন আসে সেটি হলো, বইটি কোন ক্লাসের জন্য প্রযোজ্য? বা কোন ধরনের ছাত্ররা বইটি পড়তে পারবে?
আজকে যে বইটি সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করছি এই বইটিতে ব্যবহার করা হয়েছে অত্যন্ত সহজ সরল এবং সাবলীল ভাষা। যা কিনা প্রত্যেক ছাত্রের জন্য পড়া অনেক সহজ। তাই আমি মনে করি মাধ্যমিক লেভেলের শুরু থেকেই অর্থাৎ ষষ্ঠ শ্রেণি থেকেই একজন ছাত্র এই বইটি পড়তে পারবে।

বইটি কেন গুরুত্বপূর্ণ?

অন্যসব গ্রামার বই থাকতে এই বইটি কেন গুরুত্বপূর্ণ এটি একটি সাধারণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে আমি বলব: বর্তমানে সারাবিশ্বে ইংরেজি ভাষার গুরুত্ব কতটুকু? নিশ্চয় অনেক বেশি।
তাই আমাদের ইংরেজি ভাষা জানা প্রয়োজন। যেটা এই বইয়ে খুব সুন্দর ভাবে দেওয়া আছে। ব্যবস্থা আছে ইংরেজি গ্রামার শেখার পাশাপাশি ইংরেজি ভাষা শেখার। তাই এই বইটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

বইটি কোথায় পেতে পারি?

আমাদের আশেপাশেই হয়তো অনেক বইয়ের দোকান রয়েছে। এই বইটি যেহেতু খুবই পরিচিত এবং গুরুত্বপূর্ণ একটি বই। তাই যে কোনো বইয়ের দোকানেই আমরা এটি পেতে পারি।

বইটি পড়ে আমার ভালোলাগা বা খারাপ লাগা।

ইতোপূর্বে আমি অনেক ইংরেজি গ্রামারের বই পাঠ করেছি, যে বইগুলো মোটামুটি ভাল ছিল কিন্তু আজকে যে বইটা আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ভিন্নধর্মী বই। এই বইতে খুবই সুন্দর ভাবে সব কিছু বিষয় বোঝানো হয়েছে যা আমার কাছে ভালোই লেগেছে।
আপনারা চাইলে পড়ে দেখতে পারেন বইটি।
ধন্যবাদ সবাইকে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!