নাটক রিভিউ:- রোমান্টিক নাটক হাঁসি।

in hive-129948 •  last year 
নাটক রিভিউ:- রোমান্টিক নাটক হাঁসি।
নাটক প্রেমিকদের কে স্বাগতম
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"

Screenshot_2023-11-17-13-02-21-87_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

"ছবিটি ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া"

শুভ সকাল 🌅

প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। নাটক রিভিউ:- রোমান্টিক নাটক হাঁসি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।

নাটকটির কিছু তথ্য:-

Screenshot_2023-11-17-13-03-29-83_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

নাটক:-হাঁসি।
পরিচালক:-মারুফ হোসাইন সজীব।
অভিনয়ে:-খায়রুল বাসার, সাদিয়া আয়মান, মিলি বাসার, সাখাওয়াত সোহান আর ও অনেকেই।
প্রযোজক:-এমডি কামরুজ্জামান।
সম্পাদনা:-সাইফ রাসেল।
প্রযোজনা:-কেএস ফিল্মস।
ধরন:-সামাজিক ও শিক্ষা মূলক।
ভাষা:-বাংলা
দেশ :-বাংলাদেশ।
দৈর্ঘ্য:-৪৪ মিনিট।
মুক্তিপায়:-২৬-১০-২৩
নাটকটির সংক্ষিপ্ত কাহিনী:-

Screenshot_2023-11-17-13-06-33-78_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2023-11-17-13-12-59-99_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

সাদিয়া গ্রাম থেকে এসেছে ঢাকা শহরে কিছু চিনে না। একটা পার্কের মধ্যে বসে ছিলো। হঠাৎ করে খায়রুল বাসার এখানে আসে। সে প্রতিদিন অফিসে যাওয়ার আগে কিছুক্ষণ এখানে বসে তার পরে অফিসে যায়। সে সাদিয়াকে ওখানে থেকে উঠিয়ে দেয়। এর পরে সাদিয়া দাড়িয়ে থাকে। আবারো খায়রুল বাসার তাকে ডাক দিয়ে এখানে বসতে বলে। এর পরে তাদের দুজনের মধ্যে কথা হয়। এর পরে সাদিয়ার খিদে পায় এজন্য এবার তারা সেখানে থেকে উঠে যায়।

Screenshot_2023-11-17-13-18-59-23_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2023-11-17-13-21-28-26_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

এর পরে একটা দোকানে গিয়ে তারা দুজন মিলে নাস্তা করে। এবার খায়রুল বাসার সাদিয়াকে রেখে অফিস এর উদ্দেশ্যে রওনা দেয়। অর্ধেক রাস্তায় যাওয়ার পর তার কাছে ভালো লাগে না। সে আবারো ফিরে আসে। এর পরে এসে দেখে সাদিয়া সেখানে আছে। এর পরে সে সাদিয়াকে নিয়ে তার বাসায় আসে। এর পরে বাসায় সব কিছু বুঝিয়ে দিয়ে সে সাদিয়াকে রেখে অফিস এ চলে যায়। অফিস থেকে আসার পর দুজন মিলে ঘুরতে বের হয়।

Screenshot_2023-11-17-13-30-13-15_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2023-11-17-13-27-53-27_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

সাদিয়া বাইরের খাবার পছন্দ করে না। সে জন্য তারা দুজন মিলে বাজারে গিয়ে সাদিয়ার পছন্দ মতো বাজার করে নিয়ে আসে। এর পরে তারা বাসায় রান্না করা খাবার খায়। খায়রুল বাসার এর বন্ধু সাদিয়ার নামে খারাপ কিছু বললে খায়রুল বাসার ভীষণ রাগ করে। তার পরে অফিস শেষে বাসায় ফিরে আসে। তাদের দুজনের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়। এবার সাদিয়াকে রেখে খায়রুল বাসার তার বন্ধুর বাসায় যায়।

Screenshot_2023-11-17-13-36-41-41_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2023-11-17-13-40-35-56_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

রাতের বেলায় খায়রুল বাসার এর মা আসে। তখন দারোয়ান এর কাছে থেকে শুনতে পারে খায়রুল বাসার বাসায় একটা মেয়ে নিয়ে এসেছে। মনে মনে ভীষণ রেগে যায়। তার পরে বাসায় গিয়ে মেয়েটিকে মারধোর করে এবং মেয়েটিকে বাসায় থেকে বের করে দেয়। এর পরের দিন তার মা একটা গল্প সাজায় এবং খায়রুল বাসার কে বোঝাতে চায় যে মেয়েটি খারাপ ছিলো। সে বাসার সব কিছু নিয়ে পালিয়ে গেছে। খায়রুল বাসার বিশ্বাস করে না। প্রায় এক বছর পরে সাদিয়া এবং খায়রুল বাসার এর দেখে হয় সেই পার্কের ভিতরে।

Screenshot_2023-11-17-13-41-05-85_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2023-11-17-13-45-53-72_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

এর পরে সাদিয়া খায়রুল বাসার কে দেখে উঠে যায়। তার পরে দুজনের মধ্যে দেখা এবং কথা হয়। যদিও সাদিয়া বলতে চায় নি সেদিনের কথা। তবে খায়রুল বাসার জানতে চাইলে সব কিছু তাকে বলে। এর পরে খায়রুল বাসার আর সাদিয়াকে হারাতে দেয় না। এর পরে দুজন দুজনকে জড়িয়ে ধরে। আর নাটকটি এখানেই শেষ হয়।

ব্যাক্তিগত মতামত:-

বর্তমান সময়ে খায়রুল বাসারের অভিনয় গুলো ভীষণ ভালো লাগে। এদের দুজনের জুটি বেঁধে অনেক নাটক দেখেছি। দু'জনের অভিনয় আমার কাছে ভীষণ ভালো লাগে। নাটকটির গল্প ছিলো অসাধারন। ভালো লাগার মতো একটি নাটক। নাটকটিতে প্রথমের দিকে ভীষণ ভালো লাগে। তবে আবার মাঝখানে গিয়ে ভীষণ খারাপ লাগে। আমি তো ভাবতে ছিলাম। মনে হয় তাদের দুজনের আর মিল হবে না। নাটকটির শেষে গিয়ে দুজন এর মধ্যে দেখা হয়। এবার তাদের মধ্যে কথা হয়। এবং দুজন দুজনকে ভীষণ ভালোবাসে কেউ কাউকে ছাড়তে চায়নি অপেক্ষা করেছিলো। এর পরে দুজনে মধ্যে মিল হয়ে যায়। শেষে এসে আমার নাটকটি দেখে ভীষণ ভালো লাগে। আশাকরি আপনারা যদি নাটকটি দেখেন আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। এই ছিলো আমার আজকের আয়োজন। নাটক রিভিউ দেখে আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশাকরি আপনারা সকলকেই পাশে থাকবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম।

ব্যাক্তিগত রেটিং:-১০%৯.৫%

"ছবি গুলোর স্ক্রিনশট এখানে থেকে নেয়া"

"ভিডিও লিংক ইউটিউব"

ছবির বিবরণ
বিভাগনাটক রিভিউ।
ডিভাইজrealme 9
বিষয়রোমান্টিক নাটক হাঁসি।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
রিভিউ@limon88

1_20231114_185938_0000.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞

divider-2461548__480.webp

আমার পরিচয়
IMG-20230802-WA0014.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।

[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

💞 আল্লাহ হাফেজ 💞

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

খুবই সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি। এই নাটকটি আমি কিছুদিন আগেই দেখে নিয়েছি। আর এই নাটকের মধ্যে শেষের দিকে তাদের আবার ওই জায়গাতেই দেখা হয় যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। অসাধারন ছিল নাটকটি।

জি ভাই অনেক সুন্দর একটি নাটক ধন্যবাদ আপনাকে।

এ সময়ের প্রধান দুই চরিত্র খায়রুল বাশার ও সাদিয়া আইমান। তাদের প্রতিটা নাটক আমার কাছে বেশ ভালো লাগে। হাসি নাটকটি আমি দেখেছি। খুবই সুন্দর একটি নাটক। যদিও খায়রুল বাসার একটু ইনোসেন্ট ছিল পুরো নাটকটায়। তবে দারুন একটা অভিনয় করেছে।

Posted using SteemPro Mobile

একদমই ঠিক বলেছেন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

চমৎকার একটি নাটক রিভিউ আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন, সাদিয়া আইমান এবং খায়রুল বাশারের নাটক বরাবরই আমার অনেক বেশি ভালো লাগে এই নাটকটা আমি কয়েকদিন আগে দেখেছি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তবে এই নাটকের শেষ পর্যায়ে গিয়ে তেমন একটা বুঝতে পারিনি কিসের মধ্যে কি হয়ে গেল বুঝে ওঠা মুশকিল ছিল। আপনি দারুন ভাবে আমাদের মাঝে নাটকটার রিভিউ তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

খায়রুল বাশার এবং সাদিয়া আয়মানের নাটক আমার খুবই ভালো লাগে। এই জুটিটা আমার খুবই পছন্দের জুটি। তারা দুজনে তাদের প্রত্যেকটা নাটকে অনেক সুন্দর অভিনয় করে। হাসি নাটকটাতেও তারা দুইজন খুব সুন্দর অভিনয় করেছে। এই নাটকটার রিভিউ বেশ কয়েকবার পড়া হয়েছে, যার কারণে নাটকটাও দেখেছিলাম। আর আজকে নতুন করে আপনার পোস্টের মাধ্যমেও নাটকটার রিভিউ পোস্ট পড়তে পেরে ভালো লাগলো।

নাটকের নাম হাসি ভীষণ সুন্দর নাটকের রিভিউ আপনি দিলেন। আসলে এই ধরনের নাটকের রিভিউ গুলো দিলে রিভিউ পড়লে বুঝা যায় পুরো নাটকের কাহিনী গুলো। বাংলা নাটক গুলো আমার দেখতে খুবই ভালো লাগে। সময় সুযোগ হলে দেখার চেষ্টা করি। আপনার রুমান্টিক নাটক হাসির রিভিউ দেখে ভীষণ ভালো লেগেছে।

আপু আপনার কাছে যে ভালো লেগেছে এতেই আমি খুশি। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

হাসি নাটকটি আমি দেখেছিলাম কিছুদিন আগে। নাটকের গল্পটি আমার কাছে ভালো লেগেছিল। শেষের দৃশ্যটাও দারুণ ছিল। আপনি সুন্দর করে গল্পটা শেয়ার করলেন

বাহ্ দারুণ একটা নাটকের রিভিউ শেয়ার করেছেন ভাই। হাসি নাটকটি দেখছি। খুবই সুন্দর একটা নাটক ভাই। আজকে আবারো সেই নাটকের রিভিউ পড়ে ভালো লাগলো। আপনি চমৎকার ভাবে রিভিউ উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

হাসি নাটকটি আজকে আমি দেখেছিলাম। নাটকটি আমার কাছে খুব ভালো লেগেছে। আমিও নাটকে রিভিউ দিতে চেয়েছিলাম। সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি। নাটকের শেষে দৃশ্যটি আমার কাছে বেশ ভালো লেগেছে । যদিও মাঝখানে মনটা একটু খারাপ লেগেছে । ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য।