"মজাদার ডিমের শামি কাবাব রেসিপি" ||একবার খেলে বারবার খাবেন|| ১০% লাজুক খ্যাঁক 🦊 এর জন্য

in hive-129948 •  3 years ago 

♨️ আসসালামু-আলাইকুম ♨️



20211117_181330.jpg

"মজাদার ডিমের শামি কাবাব"

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPDmA6r5d8eJvYvh5CgDDHr1WVNikSBVoFez5xz8Tg2Rcs7ezqxZzHWeYeHX2fKBAKXywnWsmNv.png

সবাইকে স্বাগতম 💐

আমি @limon88 🙋‍♂️আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যদের কে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 💞

আজকে আমার সব থেকে পছন্দের একটি নাস্তার রেসিপি আপনাদের সবার সাথে শেয়ার করবো। "মজাদার ডিমের শামি কাবাব রেসিপি" ||একবার খেলে বারবার খাবেন|| খেতে অনেক মজাদার। চলুন তাহলে রেসিপি তৈরি করা যাক!

divider-2461548__480.webp

প্রয়োজনীয় উপকরণ

20211117_072439.jpg

"উপকরণ সমুহ"

উপাদানপরিমাণ
ডিমতিনটি
আলুদুইটি
বেসনহাপ কাপ
পেঁয়াজ কুচিহাপ কাপ
ধনিয়া গুড়াহাপ চা চামচ
ধনিয়া পাতা কুচিসামান্য
মরিচ গুঁড়াহাপ চা চামচ
কাঁচা মরিচ কুচিচারটি
হলুদ গুঁড়াহাপ চা চামচ
জিরা গুঁড়াহাপ চা চামচ
লবণস্বাদমতো
তেলপরিমাণ মতো
তৈরীর প্রক্রিয়া

IMG_20211116_215146-01-01.jpeg

"মজাদার ডিমের শামি কাবাব"

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q97TAoSp8XZ26thGbipR9pikk1SLonoPWirkYwuMVgwBuaxfdtrowpFZ8JWNBW2SMqMWC6K5yCsVqQ.png

তৈরির প্রক্রিয়া চলছে

IMG_20211116_192724.jpg

IMG_20211116_194340.jpg

IMG_20211116_193602.jpg

IMG_20211116_201829.jpg

আমি প্রথমেই দুইটি ডিম আর দুইটি আলু সিদ্ধ করে নিয়েছি। এবারে আমি গেটার দিয়ে গেরেট করে নিলাম। এবারে আমি বেসন গুলোকে একটু তেল দিয়ে ভেজে নিয়েছি।

তৈরির প্রক্রিয়া চলছে

IMG_20211116_202122.jpg

IMG_20211116_202249.jpg

IMG_20211116_202226.jpg

IMG_20211116_202338.jpg

এবারে আমি একটি বড় বাটিতে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি,একটু লবন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি সমস্ত উপকরণ গুলো দিয়ে দিলাম এবারে আমি সব গুলোকে ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নিলাম।

তৈরির প্রক্রিয়া চলছে

IMG_20211116_202442.jpg

IMG_20211116_211956.jpg

IMG_20211116_202312.jpg

IMG_20211116_213317.jpg

আমি অনেক সুন্দর করে মিশিয়ে নিলাম। এবারে আমি হাতের সাহায্যে ডিমের শামি কাবাব বানিয়ে নিলাম। এবারে আমি একটি বাটিতে ডিম ভেঙে নিলাম।

তৈরির প্রক্রিয়া চলছে

IMG_20211116_213443.jpg

IMG_20211116_214200.jpg

IMG_20211116_213547.jpg

IMG_20211116_214734-01.jpeg

এই পর্যায়ে আমি ডিমটিকে ভালো করে মিশিয়ে নিলাম। তার পরে আমি ডিমের শামি কাবাব গুলোকে ডিমের মধ্যে চুবিয়ে নিলাম। এবারে আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম তেল গরম করে ডিমের শামি কাবাব গুলোকে আস্তে আস্তে ভেঁজে নিলাম। ভেঁজে নিয়ে একটি প্লেটে উঠিয়ে নিলাম।

পরিবেশন

IMG_20211116_215146-01-01.jpeg

মজাদার ডিমের শামি কাবাব তৈরি হয়েছে। এবারে আমি পরিবেশন করার জন্য একটি প্লেটে সাজিয়ে নিলাম। মাঝখানে নিলাম টমেটো সস আর শশা।

সেলফি

IMG_20211116_215530-02.jpeg

মজাদার ডিমের শামি কাবাব হাতে নিয়ে সেলফি নিলাম। সত্যিই খেতে অনেক মজাদার। অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করছি অবশ্যই বাসায় তৈরি করে খাবেন অনেক মজাদার খেতে। মজাদার ডিমের শামি কাবাব আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ!

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q97TAoSp8XZ26thGbipR9pikk1SLonoPWirkYwuMVgwBuaxfdtrowpFZ8JWNBW2SMqMWC6K5yCsVqQ.png

বিবরণ:-

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPDmA6r5d8eJvYvh5CgDDHr1WVNikSBVoFez5xz8Tg2Rcs7ezqxZzHWeYeHX2fKBAKXywnWsmNv.png

বিভাগরেসিপি
ডিভাইজভিভো ওয়াই১২এ
বিষয়মজাদার ডিমের শামি কাবাব রেসিপি
লোকেশনবাংলাদেশ 🇧🇩
ফটোগ্রাফার@limon88

divider-2461548__480.webp

🙋‍♂️ আমার পরিচয় 🙋‍♂️

IMG-20210920-WA0000-01.jpeg

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট@limon88। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি।

"অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন"

❤️ আল্লাহ হাফেজ ❤️

standard_Discord_Zip.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মজাদার ডিমের শাহী কাবাব রেসিপিটি আপনি খুবই সুন্দরভাবে তৈরি করেছেন। এই উপস্থাপনটি আমার খুবই ভালো লেগেছে। উপস্থাপন দেখে আমি শিখতে পেরেছি। দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে, তাই আপনার জন্য অনেক শুভকামনা রইল।

অনেক ধন্যবাদ আপনাকে

  ·  3 years ago (edited)

মজাদার ডিমের শামি কাবাব রেসিপি আজ নতুন দেখলাম এবং এটা কখনও আমার খাওয়া হয়নাই ।আপনি দারুন ভাবে রান্না করেছেন। ডিম এবং আলু দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি করেছেন। আমার খুবই ভালো লাগলো।

অবশ্যই বাসায় তৈরি করে খাবেন অনেক সুস্বাদু খেতে ধন্যবাদ আপনাকে

ভাই আপনার শামি কভাবটি আমি কখনো নামও শুনিনি দেখিও নাই এবং কি খাইও নাই। ডিম দিয়ে সাথে আলু দিয়ে এত সুন্দর করে শামি কাবাব বানানো যায় সেটা আমি জানতাম না। আপনি অনেক সুন্দর করে ধাপে ধাপে দেখিয়েছেন আপনার শামি কাবাবের রেসিপি। আমাদের সাথে এত সুন্দর একটা রেসিপি ভাগাভাগি করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে

ভাই আপনার ডিমের শামি কাবাব দেখেই মনে হচ্ছে অনেক সুস্বাদু।আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদেরকে দেখিয়েছেন।আপনাকে অনেক ধন্যবাদ, এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনাকে

কাবাব নাম শুনলে মনে হয় মাংসের কথা। ডিম দিয়ে যে কাবাব তৈরি করা যায় তা আগে আমি জানতাম না। আপনার আজকের রেসিপি দেখে জানতে পারলাম যে ডিম দিয়েও এত সুন্দর শামি কাবাব তৈরি করা যায়। আপনার কাবাব তৈরির প্রতিটি ধাপ দেখে খুব সহজেই শিখে ফেলেছি আমি। একবার বাসায় বানিয়ে খেয়ে দেখব। ধন্যবাদ আপনাকে।

  ·  3 years ago (edited)

আমার রেসিপি দেখে আপনি শিখলেন শুনি অনেক খুশি হলাম। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু

ডিমের শাহী কাবাব রেসিপিটি কখনো খাওয়া হয়নি। তবে আপনার রেসিপির ছবিগুলো দেখে খাওয়ার ইচ্ছা জাগল। প্রতিটি ধাপ এবং রান্না করার পদ্ধতি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

আপনাকেও ধন্যবাদ ভাইয়া

ডিমের শাহী কাবাব অনেক সুস্বাদু এবং মুখরোচক একটি রেসিপি। আপনার রেসিপির ছবিগুলো দেখেই জিভে জল এসে গেল। ধাপে ধাপে খুব সুন্দর হবে রেসিপি বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে।

আপনাকেও ধন্যবাদ

অনেক সুন্দর দেখাচ্ছে আপনার কাবাবের রেসিপি টা। ডিম দিয়ে শামি কাবাব রেসিপি দেখতে মনে হয় অনেক মজা হবে। আমি আগে কখনো এই রেসিপির কথা শুনি নাই। দেখতে তো খুবই সুন্দর দেখাচ্ছে। মনে হয় খেতেও অনেক সুস্বাদু হবে। অনেক সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া এতো সুন্দর একটা কাবাব রিসিপে করে আমাদের সাথে শেয়ার করার জন্য

ধন্যবাদ আপনাকে আপু

ডিমের শামি কাবাব রেসিপি টি আজও আমি খাইনি। তবে আপনার রেসিপিটি তৈরি করার প্রসেস দেখে আমার অনেক ভালো লেগেছে মনে হচ্ছে রেসিপিটি অনেক সুস্বাদু হয়েছে। অনেক সুন্দর এবং গুছিয়ে লিখেছেন। যে কেউ এই ব্লগ টি দেখে রেসিপিটি তৈরি করতে পারবে ইনশাল্লাহ। ভবিষ্যতে আমারও ট্রাই করার ইচ্ছা আছে ধন্যবাদ ভাই কে

ধন্যবাদ আপনাকে

ডিমের শামি কাবাব এই প্রথম দেখলাম।দেখে দারুণ লাগলো। খেতেও অসাধারণ হয়েছে তা দেখেই বুঝা যাচ্ছে।এবং প্রস্তুত প্রণালি টাও একটু ভিন্ন। ডিমের শামি কাবাব তো খুব সুন্দর তৈরি করেছেন ভাই। এবং ধন্যবাদ এত সুন্দর একটি ইউনিক জিনিস আমাদের সাথে শেয়ার করার জন্য।বাড়িতে একদিন চেষ্টা করব ভাবছি।

অবশ্যই ভাই বাসায় তৈরি করেন একদিন খেতে অনেক সুস্বাদু অনেক সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে

ডিমের শামি কাবাব এই প্রথম দেখলাম।খুব মজাদার লেগেছে আমার কাছে। আর এর আগে আমি সবসময় চিকেনের শামি কাবাব ই দেখেছি তবে এই প্রথম ডিমের দেখলাম।ভালো লেগেছে খুব।

আপনার মুল্যবান মতামতের জন্য ধন্যবাদ আপু আপনার জন্য শুভকামনা রইলো

বাহ ভাইয়া যা বানিয়েছেন। দেখে বুঝা যাচ্ছে এটা খেতে অনেক মজার হবে। আমার খুব খেতে ইচ্ছে কিরছে। কোন এক দিন ট্রাই করে দেখবো।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়ায়া এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

অবশ্যই একদিন তৈরি করে খাবেন অনেক ধন্যবাদ আপনাকে

অও,খুবই লোভনীয় ও আকর্ষণীয় হয়েছে কাবাব রেসিপিটি।এটিকে আমরা কোপ্তা বা বড়া বলি।দারুণ দেখতে লাগছে,খেতে ও মনে হচ্ছে বেশ মজার।ধন্যবাদ ভাইয়া।

ধন্যবাদ দিদি

এটা আমি খাইছি কিন্তু এটার নাম ডিমের শামি কাবাব সেটা আমি জানতাম না ।আজ আপনার পোষ্টের মাধ্যমে আমি সেটা জানতে পারলাম। এই শামি কাবাব অনেক সুস্বাদু আমার অনেক ভালো লাগে ।আপনি প্রতিদিন ইউনিক কিছু করার চেষ্টা করেন এজন্য আপনার পোস্ট গুলো আমার খুব ভালো লাগে ।অনেক সুন্দর ভাবে আপনি শামি কাবাব বানানোর প্রক্রিয়া আমাদের সামনে উপস্থাপন করেছেন ।যে কেউ খুব সহজেই বানাতে পারবে ।

অনেক ধন্যবাদ আপনাকে আপু ভালো থাকুন

বাহ নামটা বেশ অসাধারন ভাইয়া ডিমের শামি কাবাব। আপনার প্রত্যেকটি রেসিপি আমার খুব ভালো লাগে। এবারের টাও তার থেকে ব্যতিক্রম হয়নি। সত্যি বলতে ভাইয়া আপনার কাছ থেকে অনেক রেসিপি শিখেছি আমি। এ কাবাবের রেসিপি টা আপনি ধাপ গুলো অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। দেখে মনে হচ্ছে সহজে আমিও বানিয়ে ফেলতে পারব ডিমের শামি কাবাব। অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য। আর আমি আবার আপনার নতুন সুস্বাদু রেসিপির অপেক্ষায় রইলাম।

অবশ্যই আপু আবারও আপনাদের মাঝে নতুন রেসিপি নিয়ে হাজির হবো। অনেক সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে

আপনার ডিমের শামি কাবাব টি দেখেই বোঝা যাচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। রেসিপিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। ডিম দিয়ে বানানো যেকোনো জিনিসই আমার কাছে খুবই ভালো লাগে। আর এটাতো ডিমের শামি কাবাব ভালো না হয়েতো যাবেই না ।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপনাকে আপু ভালো থাকুন সবসময়

ভাইয়া আপনার ডিমের শামি কাবাব রেসিপিটি সত্যি খুব অসাধারণ হয়েছে। তবে আম এর আগে কখনো এই নাম শুনিনি আজকে প্রথম শুনলাম এবং দেখলাম। দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন যা দেখে সবাই খুব সহজে এটি তৈরি করতে পারবে। আমি আপনার রেসিপি দেখে শিখে নিয়েছি অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখব। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনাকেও ধন্যবাদ আপু

You have been upvoted by @abuahmad, a Country Representative of Bangladesh. We are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the quality contents on steemit.


I invite you to join #club5050 if you haven’t joined yet


Follow @steemitblog for all the latest update and
Keep creating qualityful contents on Steemit!

Steem On

লিমন ভাই অসাধারণ হয়েছে ডিমের শামি কাবাবের রেসিপি। । অনেক ধৈর্য্য এবং কষ্ট করে আপনি এই রেসিপিটা বানিয়েছেন অনেক ভালো লেগেছে।, আপনি এত কিছু পারেন ভাবির তো কোনো কষ্টই হবেনা, জানি না বিয়ে করছেন কিনা হাহাহাহহা

শুভকামনা প্রিয় ভাই।

অনেক সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় ভাই