"পেঁপের মজাদার ও পুষ্টিকর সেমাই রেসিপি" ||১০% প্রিয় লাজুক খ্যাঁক 🦊 এর জন্য||

in hive-129948 •  3 years ago 
"আসসালামু-আলাইকুম"

20211126_181326.jpg


"পেঁপের মজাদার ও পুষ্টিকর সেমাই"

আপনারা হয়তো অনেকেই আজকের ব্লগের টাইটেল শুনেই অবাক হবেন। পেঁপের মজাদার ও পুষ্টিকর সেমাই রেসিপি কিভাবে? আজকে আমি পেঁপে দিয়ে মজাদার ও পুষ্টিকর সেমাই রেসিপি আপনাদের সবার সাথে শেয়ার করবো। সত্যিই বলছি এভাবেই পেঁপে দিয়ে সেমাই তৈরি করে খাবেন অনেক সুস্বাদু খেতে। অনেকেই হয়তো এই পুষ্টিকর পেঁপের সেমাই খাননি। তাই আমি শুরু থেকে শেষ পর্যন্ত পেঁপের মজাদার ও পুষ্টিকর সেমাই রেসিপিটি সুন্দর করে উপস্থাপনা করার চেষ্টা করবো। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।


↘️ চলুন শুরু করা যাক ↙️


"প্রয়োজনীয় উপকরণ"

CollageMaker_20211126_182841119.jpg

উপাদানপরিমাণ
পেঁপে৫০০ গ্রাম
দুধ৩০০ গ্রাম
চিনিএক কাপ
ঘিদুই চা চামচ
কিচমিচ২৫গ্রাম
কাজুবাদামছয়টি
তেজপাতাতিনটি
এলাচচারটি
লবনসামান্য
"সেমাই তৈরির প্রক্রিয়া"

IMG_20211126_151733-01.jpeg

"পেঁপের মজাদার ও পুষ্টিকর সেমাই"

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q97TAoSp8XZ26thGbipR9pikk1SLonoPWirkYwuMVgwBuaxfdtrowpFZ8JWNBW2SMqMWC6K5yCsVqQ.png

"সেমাই তৈরির প্রক্রিয়া চলছে"

IMG_20211126_123203.jpg

IMG_20211126_124115.jpg

IMG_20211126_141833.jpg

আমি প্রথমেই পেঁপে নিয়েছি এবারে আমি পেঁপেটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। তার পরে আমি পেঁপে টাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি পেঁপে টাকে কেটে নিলাম। এবারে আমি পেঁপে টাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম।

"সেমাই তৈরির প্রক্রিয়া চলছে"

IMG_20211126_142844.jpg

IMG_20211126_143429.jpg

IMG_20211126_143703.jpg

এবারে আমি চুলায় বাতিলে পানি বসিয়ে দিলাম। এবারে পানি ফুটে উঠলে গ্রেট করে রাখা পেঁপে গুলো দিয়ে দিলাম। এবারে তিন থেকে চার মিনিট নেড়ে চেড়ে সিদ্ধ করে নিলাম। এবারে একটি ছাঁকনির সাহায্যে পানি ছাড়িয়ে নিয়েছি।

"সেমাই তৈরির প্রক্রিয়া চলছে"

IMG_20211126_144146.jpg

IMG_20211126_144308.jpg

IMG_20211126_144402.jpg

এবারে আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম এবারে দুই চা চামচ ঘি দিয়ে দিলাম। তাঁর পরে তেজপাতা এলাচ দিয়ে নেড়েচেড়ে দিলাম। এবারে আমি পানি ঝড়িয়ে রাখা পেঁপে গুলো দিয়ে দুই থেকে তিন মিনিট ভেজে নিবো।

"সেমাই তৈরির প্রক্রিয়া চলছে"

IMG_20211126_144735.jpg

IMG_20211126_144900.jpg

IMG_20211126_144907.jpg

এবারে পেঁপে গুলো ভেঁজে নেওয়া পরে একটি বাটিতে নিয়েছি। এই পর্যায়ে আমি চুলায় দুধের পাতিল বসিয়ে দিলাম। এবারে আমি দুধ গুলোকে ঘনো করে নিবো। তার পরে আমি চিনি দিয়ে দিলাম।

"সেমাই তৈরির প্রক্রিয়া চলছে"

IMG_20211126_145230.jpg

IMG_20211126_145254.jpg

IMG_20211126_145312.jpg

চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। একটু পরে আমি ভেঁজে রাখা পেঁপে গুলো দিয়ে দিলাম। এবারে আমি দুধের সাথে পেঁপে গুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আমি রান্না শেষ করবো।

"পরিবেশন"

IMG_20211126_151750-01.jpeg

IMG_20211126_151721-01.jpeg

IMG_20211126_151733-01.jpeg

এবারে আমি পেঁপের মজাদার ও পুষ্টিকর সেমাই তৈরি করে একটি বাটিতে নিয়েছি। এবারে আমি পেঁপের মজাদার ও পুষ্টিকর সেমাই এর উপরে আমি কাজুবাদাম আর কিচমিচ দিয়ে দিলাম।

"পেঁপে সেমাই হাতে নিয়ে সেলফি "

IMG_20211126_155825-01.jpeg

পেঁপের মজাদার ও পুষ্টিকর সেমাই একটি বাটিতে নিয়েছি এবারে আমি হাতে নিয়ে সেলফি নিলাম। পেঁপের মজাদার ও পুষ্টিকর সেমাই খেয়ে আমি প্রেমে পরে গেলাম এর স্বাদ মুখে লেগে থাকার মতো। আর অবশ্যই আপনারা সবাই বাসায় তৈরি করে খাবেন অনেক সুস্বাদু আর পুষ্টিকর সেমাই। পেঁপের মজাদার ও পুষ্টিকর সেমাই আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম। ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।

ছবির বিবরণ
বিভাগরেসিপি
ডিভাইজভিভো ওয়াই১২এ
বিষয়পেঁপের মজাদার ও পুষ্টিকর সেমাই রেসিপি
লোকেশনবাংলাদেশ 🇧🇩
রেসিপি@limon88

divider-2461548__480.webp

আমার পরিচয়

IMG-20210920-WA0000-01.jpeg

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট@limon88। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি।

"অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন"

standard_Discord_Zip.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

পেঁপে দিয়ে আপনি অনেক সুন্দরভাবে সেমাই রান্না করেছেন। পেঁপে দিয়ে যে সেমাই রান্না করা যায় সেটা আসলে আমি জানতাম না। আমি কখনো খাইনি,কেমন লাগে সেটাও জানি না, তবে আপনার রেসিপি টা দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। সেইসাথে অনেক লোভনীয় বটে, আপনার রেসিপি টা দেখে আমার জিভে জল এসে গেল, খুবই সুন্দর ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। আমাদের সবার মাঝে এত সুন্দর একটি মজাদার রেসিপি আমাদের সবার মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বরাবরই ইউনিক ইউনিক রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করে থাকেন। এটা আমার খুবই ভালো লাগে শুভকামনা রইল আপনার জন্য

অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো

পেঁপের সেমাই নাম শুনে অবাক হয়ে গেছি। রেসিপিটি আসলেই অনেক ইউনিক রেসিপি। এই রেসিপির নাম এই প্রথম শুনলাম। দেখে তো মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। খুব সুন্দর করে ধাপ গুলো উপস্থাপন করেছেন আমাদের সাথে। ধন্যবাদ আপনাকে এত ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ আপনাকে

আপনি আজকে দারুন একটি রেসিপি নিয়ে আমাদের মাঝে হাজির হলে। আসলে সেমাই খেতে আমার অনেক ভালো লাগে তাও যদি হয় পেঁপের মজাদার ও পুষ্টিকর সেমাই রেসিপি এককথায় অসাধারণ ছিল। আপনি আমাদের মাঝে আজকে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। আমি পেঁপের সেমাই কোন দিন খাই নাই। আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন।আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া। দারুন ছিল এক কথায় চমৎকার

ধন্যবাদ আপনাকে

পেঁপের মজাদার ও পুষ্টিকর সেমাই রেসিপিটি দেখে অনেক সুস্বাদু মনে, হচ্ছে তাই বারবার খেতে ইচ্ছে করছে। আপনি খুবই সুন্দরভাবে রেসিপিটি তৈরি করেছেন এবং অনেক দক্ষতার সাথে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনা দেখে আমি শিখতে পেয়েছি। আপনার জন্য শুভকামনা রইল।

আগে কখনো শুনি নাই আই রেসিপি। তবে দেখে ভালই মনে হচ্ছে। ভাইয়া আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। সুভ কামনা রইল ভাইয়া।

ধন্যবাদ আপনাকে

নিঃসন্দেহ অসাধারন এবং ইউনিক একটি রেসিপি। এভাবে পেঁপে দিয়ে সেমাই রান্না সত্যি অসাধারন ভাই। আপনার সেমাই দেখেই খেতে ইচ্ছে করলো। খুব মজা হয়েছে মনে হচ্ছে। এরকম একটা রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

অনেক ধন্যবাদ আপনাকে

ইউনিক একটি রেসিপি ছিল লিমন 💕
দিন দিন খুব ভালো উন্নতি করছো।
তোমার কাজে আমি খুশি চালিয়ে যাও।
ভালো কাজ সবসময়ই ভালো মূল্য দেয় ❣️

অনেক ধন্যবাদ স্যার দোয়া করবেন। ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি

এমনি সাধারণ সেমাই আমার খুবই পছন্দের। তবে পেঁপে দিয়ে যে সেমাই তৈরি করা যায় এটা আজ দেখলাম। এবং এটা দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেছি। দেখতে তো বেশ লাগছে। আশাকরছি খেতেও খুব সুস্বাদু হয়েছে।

রেসিপি টা বেশ ভালো ছিল। এবং আপনার পোস্টের উপস্থাপনা টাও অনেক ভালো হয়েছে। ধন্যবাদ ভাই আমাদের সাথে শেয়ার করার জন্য।।।

অবশ্যই বাসায় তৈরি করে খাবেন অনেক সুস্বাদু খেতে ধন্যবাদ আপনাকে ভাইয়া

জি ভাইয়া একদম ঠিক ধরেছেন আমিতো নাম শুনে খুবই অবাক হয়েছি। পেঁপের সেমাই এটি আবার কেমন? কখনো নামও শুনিনি খাওয়া তো দূরের কথা। কিন্তু আপনার পুরো রেসিপিটি দেখে মনে হল যে এটি একটি ইউনিক রেসিপি এবং খেতে খুবই সুস্বাদু হয়েছে। দেখেই আমার খেতে ইচ্ছে করছে। আপনার রেসিপি দেখে একবার বানানোর চেষ্টা করতে হবে। ধন্যবাদ আপনাকে।

আপনাকেও ধন্যবাদ আপু আপনার জন্য শুভকামনা রইলো

  ·  3 years ago (edited)

আমিতো খাওয়া দূরে থাক কখনো নাম শুনি নি পেপের সেমাই। রেসিপি টা দেখে একবার এ দুধ সেমাই এর মতো ফুটে উঠেছে। দেখেই একেবারে লোভ লাগছে। রেসিপি টা অনেক সুন্দর ভাবে পরিবেশন করেছেন। আজকের এত সুন্দর একটি ইউনিক রেসিপি আমার খুবই ভালো লাগলো।

একদিন বাসায় তৈরি করে খাবেন অনেক সুস্বাদু খেতে ধন্যবাদ আপনাকে আপু

পেঁপে দিয়ে তৈরি অনেক কিছুই খেয়েছি আমি কিন্তু পেঁপে দিয়ে তৈরি সেমাই রেসিপি এই সর্বপ্রথম আপনার কাছ থেকে দেখলাম তবে আপনি যেভাবে ফটোগুলো তুলে উপস্থাপন করেছেন মনে হচ্ছে আপনার সেমাই খেতে খুবই মজাদার এবং সুস্বাদু হবে

আমিও পরবর্তীতে আপনার মতো করে তৈরি করে খাওয়ার চেষ্টা করব আপনার এই ইউনিক সেমাই রান্নার রেসিপি আমার কাছে খুবই ভালো লেগেছে

অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া

কাঁচা পেঁপে দিয়ে যে সেমাই তৈরি করা যায় তা আজ প্রথম দেখলাম। আপনি দেখছি প্রতিনিয়ত দারুন দারুন নতুন নতুন রেসিপি আমাদের সাথে শেয়ার করছেন। তবে দেখে বোঝা যাচ্ছে খেতে ভালই হয়েছে। কিন্তু এই রেসিপিটি আমার কাছে একদম নতুন। একদম ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

অনেক ধন্যবাদ আপনাকে আপু ভালো থাকুন

  ·  3 years ago (edited)

আগে কখনো খাইনি এ সেমাই,বলতে পারেন একেবারে প্রথম শুনলাম।মনে হচ্ছে খুবই মজা হয়েছিল। দেখে জিভে জল চলে আসলো। উপস্থাপনা আরো বেশি ভালো ছিলো।দেখে শিখে নিয়েছি।ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া

অনেক ধন্যবাদ আপনাকে আপু

পেঁপের মজাদার সেমাই এই রেসিপির কথা আমি আগে কখনো শুনিনি। এই প্রথম আপনার রেসিপি টা দেখলাম ভাইয়া। সত্যি খুব সুন্দর ছিল। আর খুবই ইউনিক ছিল। খেতেও মনে হয় সুস্বাদু ছিল তাই না ভাইয়া। আমি আপনার রেসিপিটা দেখে বাড়িতে বানানোর চেষ্টা করব। আমার কাছে খুব সত্যি খুবই ভালো লেগেছে । অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা রইল

আপনাকে ধন্যবাদ আপু ভালো থাকুন

এটা আসলে বিশ্বাস করার মতো নয়। একদম ইউনিক ভাই। পেঁপে দিয়ে যে সেমাই তৈরি করা যায় এটা সত্যি আশ্চর্যজনক একটি বিষয়।

তবে এই রেসিপিটা অনেক অনেক স্বাস্থ্যসম্মত। অসাধারণ পুষ্টিগুণ এর মাত্রা যুক্ত করা হয়েছে এখানে যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী।

একদম ইউনিক রেসিপি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। যা আমাদের ক্রিয়েটিভ চিন্তা ধারা গুলোকে আরো উন্নত করবে

ধন্যবাদ আপনাকে ভাইয়া আশাকরি পাশেই থাকবেন ভালো থাকুন

এই ধরনের রেসিপি আগে কখনো খাওয়া হয়নি ।আপনার সেমাই রান্নার রেসিপি আমার কাছে ইউনিক মনে হয়েছে। পেঁপের সাথে সেমাই রান্নার দৃশ্য আমি আগে কখনো দেখিনি। আমার কাছে খুবই ভালো লেগেছে দেখে তো মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে ।এত সুন্দর একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকে

অনেক সুন্দর রেসিপি আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। এটা খুবই ইউনিক একটি রেসিপি। আমার নিজের কাছেই অনেক নতুন লাগছে এর আগে কখনো পেঁপের সেমাই খেয়ে দেখা হয়নি। দেখে খেতে ইচ্ছে করছে। খেতে যে দারুণ হবে এতে কোন সন্দেহ নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

ধন্যবাদ আপনাকে ভাইয়া

পেঁপে সেমাই রেসিপি একদম ইউনিক আমি কখনোই দেখিনি।পেঁপের সেমাই রেসিপি নাম শুনি নাই এবং করিও নাই আপনি এত সুন্দর ভাবে সব কিছু স্থাপনা করেন আপনার প্রতিটি কাজ আমাদের মুগ্ধ করে। আপনি সবসময় ইউনিক কিছু নিয়ে কাজ করতে ভালবাসেন। সেটা আপনার কাজে মাধ্যমে প্রকাশ পায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

অনেক সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে আপু আপনার জন্য শুভকামনা রইলো

ভাইয়া আমার কাছে একদম ইউনিক লেগেছে রেসিপি। পেঁপে দিয়ে সেমাই রেসিপি তৈরী করেছেন ।দেখে বোঝা যাচ্ছে অনেক টেস্টি হবে। ভাইয়া তো পাকাপাকি রেসিপি ম্যাকার হয়ে গেছেন। শুভ কামনা রইলো ।

ধন্যবাদ আপনাকে ভাইয়া

লিমন ভাই পেপে দিয়ে যে এত সুন্দর সেমাই রান্না করা যায় আমি জানতাম না। ভাইয়া আপনি আসলে সুন্দর রান্না করেন আমার সত্যি ভালো লাগে, আপনার জন্য শুভকামনা রইল এবং ভালোবাসা রইলো।

ধন্যবাদ আপনাকে ভাইয়া

ওয়াও ভাইয়া জাস্ট অসাধারণ একটি রেসিপি তৈরি করেছেন। এটি সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি। প্রথম শুনলাম পেঁপে দিয়ে সেমাই তৈরি। দেখে মনে হচ্ছে সত্যিই খুব সুস্বাদু হয়েছে। আপনার রেসিপি দেখে আমার জিভে জল চলে আসলো ভাইয়া খুবই খেতে ইচ্ছে করছে। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। আপনার পোষ্টটি দেখে আমি রেসিপিটি শিখে নিয়েছি অবশ্য আমি বাসায় একদিন ট্রাই করে দেখব। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপনাকে আপু

দারুন ভাই, আপনি বার বার এমন ইউনিক কিছু নিয়ে আসেন বলেই খুব ভাল লাগে আপনাকে। পেঁপের এই পুস্টিকর সেমাই খুব মজার আমি জানি,কারন আমার প্রায়ই খাওয়া হয়। এমন সুন্দর কিছু নিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

আপনাকেও ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো

বাহ ভাইয়া অনেক সুন্দর একটা রেসিপি শেয়ার করেছেন আপনি পেঁপের তৈরি মজাদার সেমাই রেসিপি। এর আগে কখনো শুনিনি আর খাইনিও। সত্যি ভাইয়া অনেক ভালো লাগলো। আপনার এই রেসিপি দেখে দেখে দেখে শিখে নিলাম কিভাবে তৈরি করতে হয়। ধন্যবাদ ভাই আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনাকে

বাহ! যতোটা কঠিন ভেবেছিলাম তার থেকে অনেকটাই সহজ। আমিও বানাতে পারবো দেখছি। খুব সুন্দর হয়েছে 🤗

অনেক ধন্যবাদ আপনাকে দাদা আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন