DIY- 🐯 "রঙ্গিন কাগজ দিয়ে বাঘ তৈরী" 🐯 // ১০% প্রিয় লাজুক খ্যাঁক 🦊 এর জন্য

in hive-129948 •  3 years ago 

♨️ আসসালামু-আলাইকুম ♨️



20211118_064659.jpg

🐅 রঙ্গিন কাগজের বাঘ 🐅


♨️ সৃজনশীলতাই শক্তি ♨️

ভালো লাগে নতুন কিছু শিখতে লিখতে!

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো 🐯 "রঙ্গিন কাগজ দিয়ে বাঘ তৈরী" 🐯 আশাকরি আমার বাঘ তৈরী করা দেখে আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক!

tiger-6387887__340.webp

প্রয়োজনীয় উপকরণ

IMG_20211117_200654.jpg

  • রঙ্গিন কাগজ
  • কাঁচি ✂️
  • পেন্সিল ✏️
  • সাইন পেন
  • আঠা
🐯 তৈরির প্রক্রিয়া 🐯

IMG_20211117_222323-01.jpeg

🐅 রঙ্গিন কাগজের বাঘ হাতে নিয়ে সেলফি 🐅

animal-4487438__480 (1).webp

🐯 তৈরির প্রক্রিয়া চলছে 🐯

IMG_20211117_201253.jpg

IMG_20211117_201524.jpg

IMG_20211117_202045.jpg

আমি প্রথমে দুই কালারের কাগজ নিয়েছি এবার আমি চিকন করে কেটে নিলাম। এবারে আমি আঠা দিয়ে দুই মাথায় লাগিয়ে দিলাম। এবারে আমি আস্তে আস্তে ভাঁজ করে নিলাম। ভাজ করে নেওয়া হয়েছে।

animal-4487438__480 (1).webp

🐯 তৈরির প্রক্রিয়া চলছে 🐯

IMG_20211117_202423.jpg

IMG_20211117_203304.jpg

IMG_20211117_205325.jpg

এবারে আমি আর একটি কাগজ নিয়েছি এবার আমি পেন্সিল দিয়ে দিয়ে কাঁচি দিয়ে কেটে নিয়েছি। তার পরে আমি সাইন পেন দিয়ে বাঘের শরীরের কালো দাগ দিয়ে দিলাম।

animal-4487438__480 (1).webp

🐯 তৈরির প্রক্রিয়া চলছে 🐯

IMG_20211117_211450.jpg

IMG_20211117_205555.jpg

IMG_20211117_212150.jpg

এবারে আমি মোটা কাগজের সাথে আঠা দিয়ে ভালো করে লাগিয়ে দিলাম। এবারে আমি প্রথমেই ভাঁজ করে রাখা কাগজটি নিয়ে বাঘের বানিয়ে রাখা পায়ের সাথে লাগিয়ে দিলাম। এবারে দাড় করিয়ে ছবি তুললাম।

animal-4487438__480 (1).webp

🐯 তৈরির প্রক্রিয়া চলছে 🐯

IMG_20211117_213308.jpg

IMG_20211117_214754.jpg

IMG_20211117_215217.jpg

এবারে আমি আর একটি ছোট কাগজ নিয়েছি এবারে আমি বাঘের মুখের অংশ কেটে নিলাম। কান মুখ আর চোখ নাক বানিয়ে নিলাম। এবারে পাশে দিয়ে সাইন পেন দিয়ে দাগ দিয়ে দিলাম।

animal-4487438__480 (1).webp

🐯 বাঘ তৈরী করা হয়েছে 🐯

IMG_20211117_221514-01.jpeg

এবারে আমি বাঘের মুখ লাগিয়ে দিলাম। তৈরি হয়ে গেলো রঙ্গিন কাগজের 🐯 বাঘ। বাঘ মামা কে দেখে ভালো লাগলো। এবারে আমি বাঘ মামাকে দাঁড় করিয়ে ছবি তুললাম।

🐯 সেলফি 🐯

IMG_20211117_222323-01.jpeg

🐅 রঙ্গিন কাগজের বাঘ হাতে নিয়ে সেলফি 🐅


আমার 🐯 "রঙ্গিন কাগজ দিয়ে বাঘ তৈরী" 🐯 হয়ে গেছে। আমি এবার মাঘ মামার সাথে সেলফি নিলাম। বাঘ মামা তো অনেক খুশি দেখেই বোঝা যাচ্ছে। আমার তৈরি 🐯 "রঙ্গিন কাগজ দিয়ে বাঘ" 🐯 আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ


chalk-out-3090394__480.webp

🐯 বিবরণ 🐯
বিভাগDIY Projects
ডিভাইজভিভো ওয়াই১২এ
বিষয়রঙ্গিন কাগজ দিয়ে বাঘ তৈরী
লোকেশনবাংলাদেশ 🇧🇩
কারিগরী@limon88

divider-2461548__480.webp

🙋‍♂️ আমার পরিচয় 🙋‍♂️

IMG-20210920-WA0000-01.jpeg

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট@limon88। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি।

"অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন"

❤️ আল্লাহ হাফেজ ❤️

standard_Discord_Zip.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রঙ্গিন কাগজ দিয়ে বাঘ তৈরি করেছেন। অসাধারণ চিন্তাধারা। এত সুন্দর ভাবে প্রতিটি ধাপ আপনি পরিবেশন করেছেন। আমার খুবই ভালো লেগেছে। আপনার তৈরি করার প্রক্রিয়াটি অনেক ভালো এবং অনেক সুন্দর ছিল। আপনার জন্য শুভকামনা রইল। আমার অনেক ভালো লেগেছে।

ধন্যবাদ আপনাকে ভাইয়া

ভাইয়া আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে বাঘ তৈরী করছেন।বাঘটি দেখতে সেই সুন্দর লাগছে।যা দেখে আমি মুগ্ধ ।রঙিন কাগজ দিয়ে বাঘ তৈরি করার সাথে সাথে উপস্থাপনা বেশ চমৎকার হয়েছে।এতে সুন্দর পো্স্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকে ভাইয়া

  ·  3 years ago (edited)

অনেক সুন্দর আপনার কাজ, আগেও আপনার পোস্ট দেখেছি আপনি আসলেই দারুন আর্ট করেন,হাতের কাজও সুন্দর। এই যে বাঘ বানিয়েছেন এমন ক্রিয়েটিভিটি আসলেই অনেক ভালো লাগে। শুভকামনা রইলো ভাই আপনার জন্য।

ধন্যবাদ আপনাকে ভাইয়া

রঙিন কাগজ দিয়ে আপনি হুবুহ বাঘ তৈরি করেছেন। অনেক অনেক শুভেচ্ছা রইলো। আপনার diy পোস্ট টি অনেক সুন্দর হয়েছে ।ভালোবাসা রইলো আপনি কাজের উপর

ধন্যবাদ আপনাকে

রঙিন কাগজের তৈরি বাগ অনেক সুন্দর লাগছে। বাঘটি কিভাবে তৈরি করেছেন সেটা ধাপে ধাপে আমাদের দেখিয়েছেন ‌‌। সুন্দর পোষ্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকে

বাহ ভাইয়া বাহ আপনার প্রতিভার প্রশংসা করতেই অনেক। আপনার বানানো সব কিছুই আমার কাছে ভিষণ ভালো লাগে। অনেক সুন্দর বাঘ বানিয়েছেন। আমার কাছে দারুণ লেগেছে।
আপনার জন্য শুভ কামনা রইলো প্রিয় ভাই।

ধন্যবাদ আপনাকে ভাইয়া

রঙিন কাগজ দিয়ে তুমি খুব সুন্দর বাঘ 🐯 তৈরি করছো। দেখতে হুবহু বাঘের মতো হয়েছে। অনেক অনেক শুভকামনা রইল তোমার জন্য ♥️

আপনার মুল্যবান মতামতের জন্য ধন্যবাদ স্যার আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন সবসময় এই কামনাই করি

অসাধারণ হয়েছে ভাইয়া। অনেক সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে বাঘ 🐅 তৈরি করেছেন। আপনি সব সময় খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করেন কাগজ দিয়ে। আজকের কাজটিও অনেক বেশি ভালো হয়েছে। প্রতিটি ধাপ আমাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যাতে করে বুঝতে কারো অসুবিধা হবে না। রঙিন কাগজ দিয়ে এত সুন্দর একটি বাঘ তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকে আপু

রঙিন কাগজ দিয়ে বাঘ তৈরি অনেক সুন্দর হয়েছে। আর আপনার আইডিয়া গুলো অনেক সুন্দর। সব সময় ব্যতিক্রম কিছু করার চেষ্টা করেন আমার এটা অনেক ভালো লাগে।

ধন্যবাদ আপনাকে আপু

বাহ! দারুন হয়েছে ভাইয়া। রঙিন কাগজ দিয়ে আপনি দারুন একটি বাঘ তৈরি করেছেন। আমার খুবই ভালো লেগেছে ভাইয়া। উপস্থাপনাও দারুন ছিল। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপনাকে আপু

আপনি প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর ডাই তৈরি করেন ভাই। আপনার ডাইগুলো আসলেই অসাধারণ হয়। আজকের বাঘের ডাইটি এত সুন্দর হয়েছে যে বলে বোঝাতে পারবো না।

ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর পোস্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

ধন্যবাদ আপনাকে ভাইয়া

রঙ্গিন কাগজ দিয়ে খুবই সুন্দর বাঘ তৈরি করেছেন, দেখে আমার খুবই ভালো লাগলো। আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপনাকে

অনেক সুন্দর একটি ডাই বানিয়েছেন ভাই! বাঘটি দেখতে অসাধারণ হয়েছে। দেখিয়েন আবার বাঘ যেনো জ্যান্ত না হয়ে যায়। হাহা,

আপনার জন্যে শুভকামনা রইলো ভাই

ধন্যবাদ আপনাকে ভাইয়া

ওয়াও ভাইয়া অসাধারন। আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে ভাইয়া। আপনি আপনার কাজের প্রতি খুবই যত্নশীল। রঙিন কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর আমাদের জাতীয় পশু বাঘ তৈরি করেছেন। অনেক অনেক ভালোবাসা নেবেন। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইলো