DIY- Origami dog 🐕 "রঙ্গিন কাগজ দিয়ে অরজিনাল কুকুর তৈরী" 🐕||"১০% প্রিয় লাজুক খ্যাঁক" 🦊 ||

in hive-129948 •  3 years ago  (edited)

♨️ সৃজনশীলতাই শক্তি ♨️


IMG_20211129_210717-01-01.jpeg
🐕 "রঙ্গিন কাগজ দিয়ে অরজিনাল কুকুর" 🐕

ভালো লাগে নতুন কিছু তৈরি করতে এবং শিখতে

আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম 💐
আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যদের কে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।

আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো-DIY- 🐕 "রঙ্গিন কাগজ দিয়ে অরজিনাল কুকুর 🐕 তৈরী" কিভাবে করবেন। আমি তা আপনাদের সবার সাথে শেয়ার করবো।


↘️ চলুন শুরু করা যাক ↙️


✂️ "প্রয়োজনীয় উপকরণ" ✂️

IMG_20211129_195131.jpg

রঙিন কাগজ

এস্কেল

কাঁচি ✂️
পেন্সিল ✏️

সাইন পেন

আঠা

🐕 "তৈরীর প্রক্রিয়া" 🐕

IMG_20211129_211147-01.jpeg

🐕 "অরজিনাল কুকুর তৈরি করে হাতে নিয়ে সেলফি" 🐕

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q97TAoSp8XZ26thGbipR9pikk1SLonoPWirkYwuMVgwBuaxfdtrowpFZ8JWNBW2SMqMWC6K5yCsVqQ.png

🐕 "তৈরীর প্রক্রিয়া চলছে" 🐕

IMG_20211129_194913.jpg

IMG_20211129_195347.jpg

IMG_20211129_195443.jpg

আমি প্রথমেই রঙ্গিন কাগজ দিয়ে অরজিনাল কুকুর তৈরি করার জন্য ২০ সে.মি রঙ্গিন কাগজ কেটে নিলাম। এবারে আমি কোনাকুনি ভাবে ভাঁজ করে নিলাম। এবারে আমি মাঝখানে থেকে অপর পাশে ছোট ভাঁজ করে নিলাম। তার পরে আমি উপরের দিকে ভাঁজ করে নিলাম এবার আমি ভাঁজ খুলে নিলাম। উপরের ছোট ভাঁজ নিচের দিকে করে নিলাম।

ekg-2753761__480 (1).webp

🐕 "তৈরীর প্রক্রিয়া চলছে" 🐕

IMG_20211129_195729.jpg

IMG_20211129_195809.jpg

IMG_20211129_200723.jpg

এবারে আমি কাগজটি কে ঘুরিয়ে নিলাম। এই পর্যায়ে আমি নিচের অংশে ছোট করে ভাঁজ করে নিলাম আবার ও ছোট ভাঁজ করে নিলাম। এখন আমি কাগজটি কে ঘুরিয়ে নিলাম এবার আমি সাইন পেন দিয়ে চতুর্দিকে দাগ দিয়ে দিলাম।

ekg-2753761__480 (1).webp

🐕 "তৈরীর প্রক্রিয়া চলছে" 🐕

IMG_20211129_201311.jpg

IMG_20211129_201621.jpg

IMG_20211129_202851.jpg

এবারে আমি আবার ও ২০সে.মি রঙ্গিন কাগজ কেটে নিলাম। কোনাকুনি ভাবে ভাঁজ করে নিলাম এবারে মাঝের অংশ নিচে থেকে উপরে ভাঁজ করে নিলাম। এবারে আমি কাগজের দুই পাশে ভাঁজ করে নিলাম। দুই দিকে ছোট করে ভাঁজ করে নিলাম এবারে আমি ছোট ভাঁজ ভিতরে ঢুকিয়ে দিলাম। এখন আমি চতুর্দিকে সাইন পেন দিয়ে দাগ দিয়ে দিলাম।

ekg-2753761__480 (1).webp

🐕 "তৈরীর প্রক্রিয়া চলছে" 🐕

IMG_20211129_204501.jpg

IMG_20211129_205656.jpg

20211129_222149-01.jpeg

এবারে আমি চোখ বানিয়ে নিলাম। তাঁর পরে আমি নাক 👃 বানিয়ে নিলাম। এই পর্যায়ে আমি জিহবা বানিয়ে নিলাম ছোট রঙ্গিন কাগজ দিয়ে। এবারে আমি নাকের পাশে সাইন পেন দিয়ে ফোঁটা ফোঁটা দাগ দিয়ে দিলাম। এবারে আমি দুইটাকে এক সাথে লাগিয়ে দিবো।

ekg-2753761__480 (1).webp

🐕 "তৈরীর প্রক্রিয়া চলছে" 🐕

IMG_20211129_210717-01-01.jpeg

এবারে আমি আঠা দিয়ে ভালো করে দুইটাকে লাগিয়ে দিলাম। তৈরী হয়ে গেলো রঙ্গিন কাগজ দিয়ে অরজিনাল কুকুর ।

ekg-2753761__480 (1).webp

🐕 "হাতে নিয়ে সেলফি" 🐕

IMG_20211129_211147-01.jpeg

আমি রঙ্গিন কাগজ দিয়ে অরজিনাল কুকুর তৈরি করে ফেললাম। এবারে আমি হাতে নিয়ে সেলফি নিলাম। আমার তৈরী রঙ্গিন কাগজ দিয়ে অরজিনাল কুকুর 🐕 আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম।

dog-6387529__480.webp.png

ছবির বিবরণ
বিভাগডাই প্রজেক্ট
ডিভাইজভিভো ওয়াই১২এ
বিষয়রঙ্গিন কাগজ দিয়ে অরজিনাল কুকুর
লোকেশনবাংলাদেশ 🇧🇩
কারিগরী@limon88

divider-2461548__480.webp

আমার পরিচয়

IMG-20210920-WA0000-01.jpeg

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট@limon88। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি।

"অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন"

standard_Discord_Zip.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাইয়া সত্যিই অসাধারণ হয়েছে অনেক বেশি কিউট হয়েছে আপনার হাতের তৈরি করা কাগজের কুকুরটি। আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে কুকুরের জিব্বা। দেখে মনে হচ্ছে আইসক্রিম খেয়ে ছবি তুলেছে। সুন্দর হয়েছে ভাইয়া আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল।

অনেক ধন্যবাদ আপনাকে আপু আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন

ওয়াও ভাইয়া আপনার রঙিন কাগজ দিয়ে কুকুর তৈরি চমৎকার হয়েছে। আমি শুরুতে ভেবেছিলাম যে এটি কুকুরের আর্ট। পরে ভিতরে ঢুকে বিস্তারিত পরে জানতে পারলাম যে এটি আপনি কাগজ দিয়ে তৈরি করেছেন। আসলেই খুব সুন্দর হয়েছে যার ফলে এটা বোঝা যাচ্ছে না যে কাগজের তৈরি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কাগজের তৈরি কুকুর আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে আপু আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন

রঙিন কাগজের তৈরি কুকুর যেমন সুন্দর হয়েছে তেমনি আপনার পোস্টের মার্ক ডাউন ও অসাধারণ লেগেছে। আপনি প্রতিটি ধাপের কাগজের ভাঁজ গুলো আমাদের সাথে শেয়ার করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল।

আপনার সুচিন্তিত মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন

তোমার কাজটি আসলে সৃজনশীল কাজের মধ্যে পরে। রঙিন কাগজ দিয়ে আসলেই অনেক কিছু করা সম্ভব। কুকুরটি দেখতে ভালোই হয়েছে। চালিয়ে যাও।
শুভ কামনা রইল।

ঠিক বলেছেন স্যার রঙ্গিন কাগজ দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে উৎসাহ দেওয়ার জন্য আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন সবসময়

ওয়াও অসাধারন আর কিউট লাগছে দেখতে আপনার বানানো কুকুর টি ধাপ গুলোও বেশ চমৎকার ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো।

ধন্যবাদ আপনাকে ভাইয়া

অনেক সুন্দর একটি জিনিস তৈরি করেছেন ভাইয়া। কুকুরের চোখ গুলো দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। কুকুরটি দেখে মনে হচ্ছে যেন কুকুরটি খুব খুশিতে জিহবা বের করে তাকিয়ে আছে। খুব সুন্দর করে ধাপ গুলো আমাদের সাথে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।

অনেক ধন্যবাদ আপনাকে আপু আপনার জন্য শুভকামনা রইলো

রঙিন কাগজ দিয়ে কুকুর তৈরি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। কুকুরটি দেখে মনে হচ্ছে একদম বাস্তবের কুকুরছানা। আপনি অনেক দক্ষতার সাথে এই কুকুরটি তৈরি করেছেন। প্রতিটি ধাপের উপস্থাপনা এবং বর্ণনা অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

আপনাকেও ধন্যবাদ ভাইয়া ❤️

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি কুকুর তৈরি করেছেন।আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ। আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

আপনাকেও ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন সবসময়

দারুন তৈরী করেছেন তো কুকুর টি । কাগজ দিয়ে এত সুন্দর কুকুর তৈরী করা যায় তা তো মাথায় আসেনি কখনও। আপনার সৃজনশীলতা দারুন। তবে অরিজিনাল শব্দ টি আসলে কেন ব্যবহার করেছেন ঠিক বোধগম্য হল না। অরিজিনাল শব্দের অর্থ তো (আসল)। যাই হোক সুন্দর হয়েছে । ধন্যবাদ ।

দেখতে অরজিনাল কুকুর এর মতো তাই ধন্যবাদ আপনাকে

সত্যি বলতে ভাইয়া আপনার কাজ দেখে মুগ্ধ হলাম। আপনি সবসময় সৃজনশীলতার উদ্ভব ঘটানোর চেষ্টা করেন। রঙিন কাগজ দিয়ে দারুন দারুন কিছু অরিগামি তৈরি করেন। আজকে আপনি আমাদের মাঝে এমন রঙিন কাগজ দিয়ে অরজিনাল কুকুর তৈরি করেছেন। আসলে কুকুরটি অনেক ভালো লেগেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার হাতের কাছে অনেক ভালো।

অনেক ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া

জাস্ট অসাধারণ ভাই। একদম ইউনিক। মাত্র রঙিন কাগজ ব্যবহার করে তৈরি করেছেন অসাধারণ কুকুর ্্। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে।
প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীলতার প্রকাশ ঘটুক এই কামনা করি সবসময়

ধন্যবাদ আপনাকে ভাইয়া

বাহ ভাইয়া সত্যিই অনবদ্য হয়েছে আপনার আজকের পোস্ট। বুদ্ধিমত্তা ও দক্ষতার সাথে রঙিন কাগজ ব্যবহার সুন্দর করে কুকুর তৈরি করেছেন। সত্যিই এটা অনেক সুন্দর দেখাচ্ছে দেখতে। অসাধারণ। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

ধন্যবাদ আপনাকে ভাইয়া

অসাধারণ! ভাই। কাগজ দিয়ে দেখছি খুব সহজে কুকুর বানিয়ে ফেলেছেন। দেখতে অবশ্য বাচ্চা কুকুরের মতো লাগছে। আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাকে ধন্যবাদ দিতে চাই এমন একটি ডিআই আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনাকে ভাইয়া

কুকুরের মুখটা দেখে মনে হচ্ছে যেন আমার দিকে তাকিয়ে আছে। সত্যি কথা অনেক সুন্দর দেখাচ্ছে। সত্যিকারে দেখে মনে হচ্ছে যেন অরজিনাল 🐶🐶 কুকুর বানিয়ে ফেলেছেন যেন। আমার সত্যি দেখে খুব ভালো লেগেছে। রঙিন কাগজ দিয়ে এত সুন্দরভাবে বানিয়েছেন আপনাকে না দেখলে বুঝতে পারতাম। এক কথায় অসাধারণ হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রয়েছে

অনেক ধন্যবাদ আপনাকে আপু ভালো থাকুন

ভাইয়া এটা দেখতে আমার কাছে কুকুরের বাচ্চার মতো লেগেছে। আর আপনি বরাবর আমাদের সামনে খুবই সুন্দর সুন্দর সৃজনশীল জিনিস নিয়ে হাজির হন। খুব ভাল লেগেছে যে এইটা একটা আর্ট না, এটি একটি কুকুর কাগজ দিয়ে বানানো হয়েছে। সত্যি অসাধারণ হয়েছ।

অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া শুভেচ্ছা রইলো ভালো থাকুন

অস্থির।
কাগজ দিয়ে যে এত সুন্দর কুকুর বানানো যায় তা আগে জানতাম না ভাই। আপনি বেশ সুন্দরভাবে প্রত্যেকটি ধাপ উপস্থাপন করেছেন। এটি আমার অনেক ভালো লেগেছে। প্রতিনিয়ত আপনি খুব সুন্দর সুন্দর প্রজেক্ট আমাদের সামনে উপস্থাপন করেছেন। আপনার জন্য রইল প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন

আপনি রঙিন পেপার দিয়ে অনেক সুন্দর চিত্র অঙ্কন করেছেন। তা দেখে আমার মনে খুবই প্রশান্তি প্রকাশ করতেছি। তাই আপনাকে আমার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ধন্যবাদ আপনাকে ভাইয়া।

অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক সুন্দর ভাবে অরিজিনাল একটি কুকুর তৈরি করেছেন ভাইয়া। আপনি বরাবরই আমাদের মাঝে রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর সুন্দর পোস্ট করে থাকেন। আপনার ডাই পোস্টগুলো অসম্ভব সুন্দর হয়, আপনি অনেক সময় নিয়ে ধৈর্য সহকারে এই পোস্টগুলো করে থাকেন। আসলে আপনার মধ্যে অনেক প্রতিভা বিদ্যমান, যেটা আপনার পোস্ট গুলো দেখলেই বোঝা যায়। আপনার প্রতি পোস্ট আমার কাছে অসম্ভব সুন্দর লাগে। আপনি আজকে যে পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন সেটিও দেখে বোঝা যাচ্ছে অনেক সময় নিয়ে ধৈর্য সহকারে আপনি কাজটি সম্পন্ন করেছেন। এত সুন্দর একটি রঙিন কুকুরের চিত্র আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য🎊🎊

আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো

রঙিন কাগজ দিয়ে কুকুর তৈরি অনেক সুন্দর হয়েছে। আসলে দক্ষ মানুষদের আইডিয়াই ব্যতিক্রম। আপনার প্রতিটি পোস্ট ব্যতিক্রম এবং ইউনিক।এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

আপনার মুল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ আপু আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন

তোমার সৃজনশীলতার তুলনা হয় না ভাইয়া ,, কাগজ সত্যি একটি অরজিনাল কুকুর 🐕 তৈরি করেছো । খুব ভালো লাগলো। তোমার এই কুকুর তৈরির প্রতিটি স্টেপ দেখে দেখে এখন , আমরাও খুব সহজে এই কুকুর টি তৈরি করতে পারবো।।। ধন্যবাদ ভাইয়া।।

ধন্যবাদ আপনাকে ভাইয়া

আপনার ক্রিয়েটিভিটি দেখে আমি সত্যিই মুগ্ধ ভাই, কি বলবো রঙিন কাগজ দিয়ে যে এরকম কুকুর বানানো সম্ভব এটা আসলে এই প্রথম দেখলাম আমি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাই। এমন মজার মজার আপনি আরো কিছু নিয়ে আসবেন পরবর্তীতে এটার অপেক্ষায় রইলাম।

ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো

রঙিন কাগজ দিয়ে কুকুর তৈরি অতি চমৎকার হয়েছে। আপনি দারুন একটি সৃজনশীল মূলক কাজ করেছেন। আপনার পোষ্টের বর্ণনা এবং ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

অনেক ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইলো