পদ্মায় চলমান কিছু নৌকা পরিচিতি (beneficiary 10% @shy-fox)

in hive-129948 •  3 years ago  (edited)

আজ২৫ই ভাদ্র-১৪২৮বঙ্গাব্দ

বৃহস্পতি বার -শরৎকাল।


আসসালামু ওয়ালাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।


IMG_8312.JPG

উপরের ছবিতে আপনি দেখাতে পাচ্ছেন একটি ইঞ্জিন চালিত নৌকা।বিশ শতকের শেষে নব্বইয়ের দশকের দিকে বাংলাদেশের নৌকায় ইঞ্জিন লাগানো শুরু হয় বলে গ্রামের মুরব্বিদের কাছ থেকে জানতে পারি।এর ফলে নৌকা যান্ত্রিক নৌ-যানে রূপ নেয়।পানি সেচে ব্যবহৃত শ্যালো ইঞ্জিন দিয়ে স্থানীয় ভাবে এসব নৌকা চালানো হয় বলে একে ইঞ্জিন চালিত নৌকা বলে।নৌকার পিছনের দিকে নিদিষ্ট মাপে ছিদ্র করে টোন পাইপ এর মাধ্যমে নৌকার মাঝে বসানো ইঞ্জিন এর সাথে রানার কাপলিং করা থাকে রানারের মাথায় তিন পাখা যুক্ত পাখা লাগানো থাকে। যার মাধ্যমে ইঞ্জিন চালিতহলে পাখার মাধ্যমে নৌকা চলে।


IMG_20210909_182047.jpg

IMG_20210907_055537.jpg

নৌকা বাংলাদেশে এতটাই জীবন ঘনিষ্ঠ যে,এই নৌকাকে ঘিরে অনেক মজার মজার খেলা হয়। নৌকাবাইচ এখনো একটি জনপ্রিয় খেলা।যা এখনো আমাদের গ্রামে বর্ষাকালে সাধারণত এ খেলার আয়োজন করা হয়। বাইচের নৌকা লম্বায় ৫০-৫৫হাত পর্যন্ত হয়। প্রতিযোগিতার সময় আকার ভেদে ৪০-৪৫ জন পর্যন্ত বাচে নৌকায় থাকতে পারে। এসব বাইচের নৌকার আবার নাম দেয়া হয় বাহারি রকমের। যেমন:সোনারতরী,শাপলা,মায়েরদোয়া,পঙ্খিরাজ,হীরামনি,লালন শাহ প্রভৃতি।আমাদের গ্রামের নৌকার নাম লালন শাহ।আমাদের কুষ্টিয়ার বাউল সম্রাট লালন শাহ এর নামে নাম করন।


FB_IMG_16230600577885927.jpg

কুষ্টিয়া অঞ্চলের ঐতিহ্যবাহী নৌকা ছিল ছই যুক্ত নৌকা।এই অঞ্চলে ব্যবসা-বাণিজ্যের জন্য সেই প্রাচীনকাল থেকে এই নৌকা ব্যবহৃত হয়ে আসছে বলে লোকের মুখে শোনা যায়। এই নৌকাগুলো আকারে মাঝারি হয়, যা দৈর্ঘ্যে২০-২৫ হয়ে পর্যন্ত হয়ে থাকে।এই নৌকার মাঝে ছই থাকে নৌকার তলা সাধারণত একটু বড় হয়।সামনের দিকে দুই জন দাড় বায় আর পিছন দিকে একজন মাঝি থাকে।


IMG_7773.JPG

তালগাছের কাণ্ড কুঁড়ে এক ধরনের নৌকা বানানো হতো আমাদের দেশে প্রাচিন কাল থেকেই।একে তালের নৌকা বা ডোঙ্গা বলে লোকে জানতো। ডোঙ্গা বেশ টেকসই। কিন্তু বিস্তার এতই কম যে, এতে খুব বেশি মানুষ বা মালামাল বহন করা যায় না। একটু এমন তেমন হলেই ডোঙ্গা ডুবে যাওয়ার সম্ভাবনাও থাকে। তাল গাছের কাণ্ড সহজে পঁচে না বলে ডোঙ্গা বেশ কয়েক বছর ব্যবহার করা যায়।কিন্তু প্রযুক্তির কল্যানে এখন আর এই সব নৌকা দেখা যায় না।


IMG_7816.JPG

আমাদের দেশের সবচেয়ে পরিচিত নৌকা হচ্ছে ডিঙ্গি। নদীর তীর বা হাওড়-বাঁওড়ে যারা বাস করে, তারা নদী পারাপার, মাছ ধরা ও অন্যান্য কাজে এই নৌকাটি ব্যবহার করে।আমরা এখনো প্রায় বিকালে ডিঙি নৌকায় করে নদীতে ঘুরতে যাই। আকারে ছোট বলে এই নৌকাটি চালাতে একজন মাঝিই যথেষ্ট। মাঝে মাঝে এতেও পাল লাগানো হয়। এখনো গ্রাম-গঞ্জে ডিঙ্গি’র দেখা মেলে।আমাদের গ্রামের অধিকাংশ ডিঙ্গি নৌকা।

পদ্মার তীরেতে বসবাস আমার,
মুগ্ধ আমি রূপ দেখে তার।
এর তীরেই আছে কত শত স্মৃতি।
রাতে জোনাকিরা দেয় জ্যোতি;
মনে হয়, যেন স্বর্গের ছায়া!
কি অপরূপ তার মায়া! "
কবি তালহা আজিজ

W3W link:https://w3w.co/healthcare.ferrying.publics

Device:redmi

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আলোকচিত্র প্রদর্শনী বেশ ভালোই হয়েছে।
শুভকামনা অবিরাম।

ধন্যবাদ

পদ্মায় চলোমান নৌকার অনেক সুন্দর কয়েকটি আলোকচিত্রী ছবি তুলেছেন,এবং নিচে তার অনেক সুন্দর ভাবে বর্ণনা দিয়েছেন,আপনার উপস্থাপনা খুবই সুন্দর

ধন্যবাদ

বিভিন্ন ধরনের নৌকার পরিচিতি আমাদের মাঝে তুলে ধরেছেন ভাই।খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।সেই সাথে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি যুক্ত করেছেন।প্রতিটা ফটোগ্রাফি যেন কথা বলছে।

কুষ্টিয়া অঞ্চলের ঐতিহ্যবাহী নৌকা ছিল ছই যুক্ত নৌকা।

ছই যুক্ত নৌকা অনেক কমই দেখা যায় এখন।আমাদের যমুনা নদীতে অনেক ধরনের নৌকা দেখা যায়।আপনাদের কষ্টিয়ার পদ্মা নদীতে ডিঙি নৌকার প্রচলন আছে কিন্তু আমাদের এদিকে ডিঙি নৌকা খুবই কম আমার চোখে খুব একটা পরে না।

অনেক সুন্দর লিখেছেন ভাই।শুভ কামনা রইলো।

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

You have been upvoted by @sm-shagor A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,

For general information about what is happening on Steem follow @steemitblog.