পদ্মা ভ্রমণ এবং ফটোগ্রাফি 🌫️📸

in hive-129948 •  2 years ago 

০৫মাঘ , ১৪২৯ বঙ্গাব্দ

২১জানুয়ারী , ২০২৩ খ্রিস্টাব্দ
২৬জমাদিউল সানি, , ১৪৪৪ হিজরী
শনিবার।
শীতকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


1674220867522.jpg

আমার বাংলা ব্লক পরিবারের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন। চলছে মাঘ মাস কেমন যেন একটা ছেদারে প্রকৃতির শীত পড়ছে। এর মানে আমি বলতে চাচ্ছি সকাল বিকেল ঠান্ডা মাঝ বেলাতে প্রকৃতিটা খুব সুন্দর রোদময়। এই মাসের শীতের বৈশিষ্ট্যটাই এরকম। যাহোক আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সাপ্তাহিক একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে। আপনারা হয়তো অনেকেই জানেন যে ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লাগে। বলতে পারেন ফটোগ্রাফি আমার নেশা ফটোগ্রাফি আমার পেশা। আজ আপনাদের মাঝে তেমনি একটি ভ্রমণ কাহিনী এবং কিছু ফটোগ্রাফি উপস্থাপন করতে যাচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর কথা নয় তাহলে চলুন এবার শুরু করা যাক।


📸

IMG_20230120_191323.jpg

লোকেশন:

আমাদের অঞ্চলের সবাই এখন ভ্রমণের জায়গা বলতে বুঝে পদ্মার পার। পদ্মার আশেপাশে থাকা ছোট নদী পদ্মার চর। এর মানে হলো পদ্মা নদীর পানি কমে গেছে বিশাল বড়চর পড়েছে। ওই চরে ফলানো হয়েছে সরিষা। যতদূর আপনার নজর যাবে ততদূর হলুদ ফুলে মোড়ানো পরিবেশ। আর ছোট নদীতে অতিথি পাখিদের মেলা জেলেদের ভাটিয়ালি সুরের গান আর বিভিন্ন রকমের মাছের খেলা। সব মিলিয়ে বিকেলের সময়টা এলে সবাই যেন যেতে থাকে পদ্মা নদীর আশপাশ ঘিরে কিছু একটা সুন্দর মুহূর্ত সময় পার করার জন্য। উপরের ছবিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ছোট নদীর এক কোনায় কানাবকের মাছ ধরার মুহূর্ত।


📸📸

IMG_20230120_191433.jpg

লোকেশন:

ছোট নদীতে এখন পানি একদমই কম এর মানে তার ওপর দিয়ে পায়ে হেঁটে পার হওয়া যায়। পানির নিচে বালি থাকার কারণে পায়ে কাদামাটি লাগেনা। যেহেতু বের হয়েছিলাম ফটোগ্রাফি করার জন্য এজন্য তো ক্যামেরা সব সময় হাতের মধ্যেই ছিল। যখন ছোট নদী পার হছিলাম হঠাৎ করেই সামনের দিকে তাকাতে দেখি একটি ফিঙে পাখি খুব দ্রুত গতিতে উড়ে চলছে। আমিও সুযোগ বুঝে তাকে ক্যামেরায় বন্দি করে ফেললাম ।দৃশ্যটি কিন্তু দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে।


📸

IMG_20230120_191521.jpg

লোকেশন:

যেহেতু ছোট নদীতে পানি এখন কম আর কিছুদিন পরে একদমই শুকিয়ে যাবে যার জন্য নৌকা গুলো যেখানে বাধা ছিল ঠিক সেখানেই রয়েছে। নৌকার মালিকের একটু খোঁজও নেই যে সেই নৌকাগুলো আবার পানিতে সরিয়ে বাঁধবে। এমনটি চিন্তা-ভাবনা করতে করতেই জানতে পারলাম যে নৌকা মেরামত করা হবে পরবর্তী জোয়ার আসার আগে এজন্য এখানে রাখা হয়েছে। নদীর পাড়ের মানুষের জীবিকা নির্বাহের জন্য এই নৌকা একমাত্র অবলম্বন।


📸

IMG_20230120_191356.jpg

লোকেশন:

ছোট নদী পার হয়ে উঠতেই সামনের দিকে তাকিয়েই দেখতে পায় সবুজ ফসল তার ওপাশে সরিষা ফুটে রয়েছে রাশি রাশি। এমন সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দি না করে আর উপায় খুঁজে পেলাম না। ছোট নদী পার হতেই হারিয়ে গেলাম এক অপরূপ সৌন্দর্য মন্ডিত জায়গার মধ্যে। যেখানে চারিপাশে শুধু সরিষার ক্ষেত আর সরিষার খেয়ে। মাঝে মাঝে দেখলাম দু-একজন কৃষক কাজ করছে খেতে আর গান গাইছে। বিকেলবেলা এই চড়ে মানুষের ঢল পড়ে একটি কারণেই তা হল প্রকৃতির মধ্যে হারিয়ে গিয়ে সতেজ অক্সিজেন গ্রহণ করা।


📸

IMG_20230120_191654.jpg

লোকেশন:

এখন আপনাদের মাঝে তুলে ধরেছি এক অদ্ভুত ফটোগ্রাফি। দৃশ্যটি দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে কিন্তু যার জন্য এটি ক্যামেরাবন্দি করেছিলাম সেটিকেই আটকাতে পারেনি ফ্রেমের মধ্যে। আপনারা ফটোতে লক্ষ্য করলে একটি ঘাসের টুকরা দেখতে পাবেন ওই ঘাসের উপরে একটি রঙিন প্রজাপতি বসেছিল। মূলত আমি ওটাকে ক্যামেরাবন্দি করার জন্যই ফটোটি তুলেছিলাম কিন্তু ওইটি উড়ে যাওয়ার ফলে ফটোটি এমন হয়েছে। তবুও দৃশ্যটি দেখতে আমার কাছে অনেক ভালো লাগছে তাই আপনাদের মাঝে তুলে ধরলাম।


📸

IMG_20230120_191715.jpg

লোকেশন:

দু'পাশে সবুজ ফসল মাছ দিয়ে পথ। পথ ধরে হাঁটতে হাঁটতে একটি সময় চলে আসলাম আমরা পদ্মার পাড়ে। পদ্মার পাড়ে এসেই সতেজ নিঃশ্বাস বসে পড়লাম ঘাসের উপরে। প্রায় তিন কিলো পথ হেঁটে এসেছি একটু রেস্টের প্রয়োজন রয়েছে। পদ্মার পাড়ে এসে যেন নদীর মতোই মনটা উদার হয়ে যাচ্ছে। ইচ্ছা করছে গলা ছেড়ে গান ধরি। ইচ্ছা আছে কিন্তু গান ই তো পারি না। তবে আমার বন্ধু ছিল ও মোটামুটি দু একটা গান বলতে পারে ওখানে বসে দুজনে কিছুটা সময় অতিবাহিত করলাম গানের মাধ্যমে। কি অপরূপ সৌন্দর্য কি অপরূপ মায়া এ যেন এক স্বপ্নপুরীর ছায়া। আপনিও যদি কখনো এমন পদ্মার পাড়ে কিছুটা সময় অতিবাহিত করেন বিকেলে তাহলে দেখবেন নদীর মতই বিশালতা হয়ে গেছে আপনার মন উদারতায় ভরে গিয়েছে আপনার অন্তর।


📸

IMG_20230120_191631.jpg

লোকেশন:

ভ্রমণ করতে যাব আর সাথে কিছু খাবার খাওয়া হবে না সেটা তো আসলে হয় না ।শীতের সময় কি খাবার বা এখন খেতে পারি। দুজনে খাওয়ার জন্য তাই তো কিছু মটরশুটি নিয়ে গিয়েছিলাম আসলে মটরশুঁটি খাইতে আমার কাছে খুবই ভালো লাগে। দুজনে পদ্মার পাড়ে বসে কিছুটা সময় এই মটরশুঁটি খেয়েছি। মনে পড়ে গেল ছোটবেলার সেই কথা মটরশুটি থেকে তুলে এনে আগুন দিয়ে পুড়িয়ে খাওয়ার কত স্মৃতি।


📸

IMG_20230120_191741.jpg

লোকেশন:

*এরই মধ্যে দেখতে দেখতে সন্ধ্যা ঘুমিয়ে এলো পশ্চিম আকাশ হয়ে গেল রক্তিম আভায় রঙিন। রক্তবর্ণ ধারণ করেছে সূর্যটা আর কিছু সময়ের মধ্যেই হয়তো লুকিয়ে যাবে মেঘের দেশে। আসলে নদীর পাড়ে বসে এমন দৃশ্যটা দেখতে পারা সত্যিই অনেক মজার ব্যাপার। আমি তো পদ্মা নদীর পাড়ে গেলে এমন সময়ের অপেক্ষায় থাকি।। নদীর পাশেই বসে ছিলাম তখনি দেখি এরকম রক্তিম আভায় রঙিন আকাশ তখনই একটি দৃশ্য ক্যামেরাবন্দি করেছি। ফটোটি দেখে মনে হচ্ছে যেন বোনের ওপাশে আগুন লেগেছে। এতটাই রক্তিম ছিল আকাশ কেননা গতকালকের আবহাওয়াটা কোন মেঘলা ছিল না। যাহোক এই ছিল আমার কিছু ফটোগ্রাফি এবং ভ্রমণ কাহিনী নিয়ে কথা ।আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


ডিভাইসঃ Canon 600d



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

image.png

পদ্মা পাড়ে আপনার ভ্রমণ কাহিনী আর ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো ভাইয়া ৷ অনেক সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন পদ্মা নদীর চরে ৷ আসলে নদীর পাড়ে ঘুরতে আমারও অনেক বেশি ভালো লাগে ৷ আপনাদের কাটানো সুন্দর মুহূর্ত এবং ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

একদম ঠিক বলেছেন ভাইয়া নদীর পাড় ভ্রমণ করতে সত্যিই অনেক ভালো লাগে তাই তো আমি সময় পেলেই বন্ধু অথবা সহকারীদের সাথে বের হয়ে যায় এই সুন্দর জায়গা ভ্রমণ করতে এবং সুন্দর সময় উপভোগ করতে।

চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন ভাইয়া। দুজনে মিলে সুন্দর তো দেখছি ছোলা বুট ভাজি খেয়েছেন। এগুলো তো মটরশুটি নয় 🤔। যাই হোক ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো। সর্বশেষ সূর্যাস্তের ফটোগ্রাফি টা একদম প্রফেশনাল ফটোগ্রাফারদের মত করে ক্যাপচার করেছেন। ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল।

ফটোগ্রাফি গুলা আপনার কাছে ভাল লেগেছে জেনে খুবই খুশি হলাম বিশেষ করে সূর্যাস্তের ফটোগ্রাফি। এই ফটোগ্রাফিটি আমারও মন ছুয়ে গেছে।।
ছোলা বুট খেয়েছি ঠিক আছে কিন্তু এটা ভেজে যখন প্যাকেটিং করে বিক্রি করা হয় তখন আমাদের দিকে এটাকে মোটরশুটি বলে

আপনার সবগুলো ফটোগ্রাফিই খুব অসাধারণ। দেখতে খুব সুন্দর লাগছে। আমার ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। আর আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে আমি একেবারে মুগ্ধ হয়ে গেলাম। যাইহোক, আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে।এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক শুভেচ্ছা ও শুভকামনা ।

ফটোগ্রাফি করতে এবং ফটোগ্রাফি পোস্ট পর্যবেক্ষণ করতে বরাবরই আমার অনেক ভালো লাগে আমি প্রতিনিয়তই সপ্তাহে দুই একটি করে ফটোগ্রাফি পোস্ট করার চেষ্টা করি। আমার ফটোগ্রাফি পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ধন্যবাদ আপনাকে।।

আপনি তো খুব চমৎকার চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনি সপ্তাহে একদিন ফটোগ্রাফি করেন শুনে খুব ভালো লাগলো। এবং ফটোগ্রাফি আপনার এক ধরনের নেশা হয়ে গেছে। আমিও ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। তবে আপনি পদ্মা ভ্রমণ করতে গিয়ে অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন। তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগলো সন্ধ্যা বেলার ফটোগ্রাফিটি বেশ অসাধারণ ছিল। আর আপনার ফটোগ্রাফি সত্যিই অসাধারণ।

আসলে সুন্দর দৃশ্য দেখে ক্যামেরাবন্দি না করে আর কিছুতেই থাকতে পারিনা।
আমার ফটোগ্রাফি গুলা আপনার কাছে ভালো লেগেছে জানতে পেরে খুবই খুশি হলাম ধন্যবাদ আপনাকে সুস্থ থাকবেন ভালো থাকবেন।।

প্রকৃতির মাঝে থেকে সংগ্রহ করা ফটোগ্রাফি গুলো এমনিতেই অনেক সুন্দর ভাবে ফুটে ওঠে। আপনার ফটোগ্রাফি গুলো বেশ ভালো লেগেছে ভাইয়া। সবগুলো ফটোগ্রাফির মধ্যে পশ্চিম আকাশের রঙিন দৃশ্যটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। সুন্দর ফটোগ্রাফি পর্ব শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আসলে পশ্চিম আকাশে রোগ টিম আভায় আলোকিত ফটোগ্রাফিটি আমারও অনেক ভালো লেগেছিল। আর সব থেকে বড় কথা হলো এমন দৃশ্য আমি বাস্তবে দেখে এসেছি এজন্য মনটা একদম ভুলে গিয়েছিলাম।

মন যেন হারিয়ে ফেলেছি পদ্মা নদীর পারে তাইতো আমি ফিরে যাই পদ্মা নদীর ধারে।

পদ্মা নদীর কথা শুনলেই যেন মনের মধ্যে অন্যরকম শিহরণ জেগে ওঠে। জেগে ওঠে পূর্ব প্রেমের স্মৃতি। বিশেষ কিছু বলার ভাষা আর নেই বুঝে নিতে হবে মনের অনুভূতি।