১৪বৈশাখ , ১৪৩০ বঙ্গাব্দ
২৭এপ্রিল , ২০২৩ খ্রিস্টাব্দ
০৪শাওয়াল, ১৪৪৪ হিজরী
বৃহস্পতিবার।
গ্রীষ্মকাল।
আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি
প্রত্যেক ক্রিয়ারই একটি সমানও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। অভিমানে যেমন ভালোবাসা বাড়ে, আবার অভিমান যখন বেশি হয়ে যায় তখন আবার ভালবাসা কমতেও থাকে, হয়তো একসময় ভালবাসাটা হারিয়ে যায় আর অভিমানটা জিতে যায়, ভালোবাসা এরকমই কাউকে হাসাই আবার কাউকে কাঁদায়। কেউবা ভালোবেসে সফলতার চূড়ায় পৌঁছে গেছে কেউ বা ভালোবেসে নিঃশেষ হয়ে পথে পথে ঘোরে। যাহোক আজ আমার কবিতার বিষয় অভিমানী। আমার কবিতার মাঝে দুটি মনের অভিমানী ভালোবাসার কিছু চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।
অভিমানী
কত প্রহর চলে গেল দেখিনি তোমার বদন,
কত প্রহর পার হলো যাইনি তোমার পাড়া,
কত বচন জমে আছে ভাঙামনে,
পাখিদের মতো হয়ে আছি আমিও ছন্নছাড়া।
কত নিশি পার হলো একা,
হয়না তোমায় স্বপ্নেও দেখা,
কত নিশি আমায় ঘিরে থাকে শূন্যতা,
অভিমানী ঝড়ে আজ ঝরে যায় সব ভুল,
তোমার আমার মাঝে আজ ভীষন নীরবতা!
কতদিন হয়ে গেল হাঁটিনি একসাথে,
কতদিন হয়ে গেল দু'হাত রাখিনি ঐ হাতে,
আমাদের ভাঙে স্বপ্ন, মন হৃদয়,
এখন বিকেলে আর দাঁড়াই না পুকুর ঘাটে।
কত নিশি হয়ে গেল হয়নি রাতের নিদ্রা ,
কতদিন রং তুলিতে আঁকিনি তোমার হাসি,
ভালো থেকো প্রিয় তুমি,
জানি না কবে আবার হাঁটবো পাশাপাশি।
ভালো থেকো প্রিয় মানুষ,
ভালো কাটুক সময়,
একদিন তুমি ডাকবে আমায়,
থাকবে না কোন সাড়া।
ডিভাইসঃ Redmi Note 5
>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
VOTE @bangla.witness as witness
OR
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ
কত প্রহর পার হলো যাইনি তোমার পাড়া,
কত বচন জমে আছে ভাঙামনে,
পাখিদের মতো হয়ে আছি আমিও ছন্নছাড়া।
কত নিশি পার হলো একা,
হয়না তোমায় স্বপ্নেও দেখা,
কত নিশি আমায় ঘিরে থাকে শূন্যতা,
অভিমানী ঝড়ে আজ ঝরে যায় সব ভুল,
তোমার আমার মাঝে আজ ভীষন নীরবতা!
কতদিন হয়ে গেল হাঁটিনি একসাথে,
কতদিন হয়ে গেল দু'হাত রাখিনি ঐ হাতে,
আমাদের ভাঙে স্বপ্ন, মন হৃদয়,
এখন বিকেলে আর দাঁড়াই না পুকুর ঘাটে।
কত নিশি হয়ে গেল হয়নি রাতের নিদ্রা ,
কতদিন রং তুলিতে আঁকিনি তোমার হাসি,
ভালো থেকো প্রিয় তুমি,
জানি না কবে আবার হাঁটবো পাশাপাশি।
ভালো থেকো প্রিয় মানুষ,
ভালো কাটুক সময়,
একদিন তুমি ডাকবে আমায়,
থাকবে না কোন সাড়া।
ডিভাইসঃ Redmi Note 5
VOTE @bangla.witness as witness OR
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দুটি মনের অভিমানে ভালোবাসার কিছু চিত্র আপনি আপনার এই কবিতাটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন দেখে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। আসলে আপনার কবিতাটির মাধ্যমে এই বিষয়টি কিন্তু খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। আপনি কবিতাটির প্রত্যেকটা লাইন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। জাস্ট অসাধারণ ছিল বলতে গেলে আপনার আজকের কবিতা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার লেখা কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ধন্যবাদ আপনাকে সুন্দর এবং উৎসাহমূলক মন্তব্য করে সাথে থাকার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই সুন্দর কবিতা লিখেছেন আপনি। আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো। আসলে ভালোবাসার মানুষটিকে না পাওয়ার আকাঙ্ক্ষা হৃদয়ের মাঝে শূন্যতা সৃষ্টি করে। আপনার লেখা কবিতার প্রতিটি ছন্দ বেশ অসাধারণ ছিলো। প্রিয় মানুষটিকে কাছে না পেলেও তার সবসময় মঙ্গল করাটাই উত্তম। নিশ্চয় একদিন আপনার প্রিয় মানুষটি আপনাকে খুঁজে নিবে। এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অভিমানের পাল্লাকাটা আসলে দিন দিন ভার হয়ে যায় এক সময় দেখা যায় দুজন দুজনাকে ছাড়াই ভালো সে বিষয়টি কবিতাটির মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেন।খুব ভাল লাগে কবিতাগুলো। কবিতার লাইনগুলো প্রিয় মানুষটিকে নিয়ে খুব সুন্দর ভাবে লিখলেন।কিছুটা অভিমান ছিল।প্রিয় মানুষটিকে দেখার আকুলতা।ধন্যবাদ ভাইয়া সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি প্রতিনিয়ত আমার লেখা কবিতা গুলো পড়েন এবং সুন্দর সুন্দর মন্তব্য করেন সত্যিই অনেক ভালো লাগে এবং অনেক ভালো লাগে।
আপনাদের উৎসাহমূলক মন্তব্যের প্রতিদান দেওয়ার চেষ্টা করে যাচ্ছি প্রতিটি কবিতা লেখার মাধ্যম ধন্যবাদ।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লেখাটা পড়তে পড়তে অনেক কথাই মনে আসছিল। জানেন তো ভাই এই অভিমান জিনিসটা বড্ড খারাপ। মনের কথা খুলে না বললে চাপা একটা ক্ষোভ জমে থাকে, আর এই ব্যাপারটা ভালো কোন সমাধান দেয় না কখনোই। শুধু দূরত্ব টাই বাড়িয়ে দেয়। কখনো বা গল্পের শেষ হয়ে যায় এই অভিমান দিয়েই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিকই বলেছেন ভাইয়া অভিমানটা সবসময় দূরত্বই বাড়িয়ে দেয় আর চাপা কষ্টগুলো দিন দিন আরো পড়তে থাকে।।
এ কথাটা আমি আমার নিজের জীবন থেকেই বুঝেছি গল্পের শেষটা হয়েছে অভিমানে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নিজের জীবন থেকে অভিজ্ঞতা না হলে তো এত সুন্দর লেখা যেত না ভাই, সেটা তো আমিও বুঝতে পেরেছি খুব ভালোভাবেই। 😊
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
😥😥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit