২২জৈষ্ঠ্য , ১৪৩০ বঙ্গাব্দ
০৫জুন ২০২৩ খ্রিস্টাব্দ
১৬জিলক্বদ, ১৪৪৪ হিজরী
সোমবার ❤️❤️
গ্রীষ্মকাল।
আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি
আশা করছি সবাই ভালো আছেন। কে কতটা ভালো আছি সেটা আসলে আমরা বুঝতেই পারছি। যে পরিমাণ তাপমাত্রা বেড়েছে মনে হচ্ছে আকাশ থেকে যেন আগুন ঝরছে।। খাল বিল শুকুয়ে চৌচির হয়ে গিয়েছে।। মাঠের ফসল গুলো নষ্ট হচ্ছে পানির অভাবে। মাটি পুড়ে মনে হচ্ছে তামা হয়ে যাবে। গরমের তাপমাত্রা যতটা তার চেয়ে ঠিক লোডশেডিং এর আসা যাওয়াটা অনেক গুণ বেশি। গরম হচ্ছে যদি বিদ্যুৎ টা ঠিকমতো আমরা পেতাম তাহলে, হয়তো গরমের এতটা তীব্র প্রখর বুঝতে পারতাম একটু হলেও কম। যাহোক সবমিলিয়ে বাংলাদেশের জনগণ ভালো নেই। শুধু অভিনয়টা করে যাচ্ছে মুখে মুখে সবাই অনেক ভালো আছে।। দিন রাতে ২৪ ঘন্টা সবমিলিয়ে সাড়ে তিন ঘন্টা বিদ্যুৎ থাকে। যারা গ্রামে আছে তারা মোটামুটি একটু হলেও শহর থেকে শান্তিতে আছে। ইচ্ছে করলেই সবুজ গাছপালার মাঝে কিছু সময় বিশ্রাম নিতে পারছে। আর যারা শহরে রয়েছে তাদের অবস্থা তো লাজুক। ইট পাথর আর চার দেয়ালের মাঝে বন্দী থেকে গরমের ভাবটা ঠিকই বুঝতে পারছে।। যাহোক যখন চারিদিকে আলোচনা হচ্ছে বিদ্যুৎ বিদ্যুৎ আর বিদ্যুৎ নিয়ে। আমিও ঠিক সেই মুহূর্তেই বিদ্যুৎ নিয়ে একটি কবিতা লিখে ফেললাম।। চেষ্টা করেছি কবিতার মাঝে সঠিক বাস্তবতাটা তুলে ধরার জন্য।। জানিনা কতটা ভালো হয়েছে।। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।।*
বিদ্যুৎ বিভ্রাট
বিদ্যুৎ নিয়ে আলোচনায়,
দেশের জনগণে,
লুকোচুরি যে খেলছে বিদ্যুৎ
শান্তি নেইতো কোথাও।
ভিষণ গরম ঝড়ছে এখন
বিদ্যুৎ নাহি দেশে,
কেমন ভাবে জনগণে
দেশের খবর দেখে।
বিদ্যুৎ লোডশেডিং এ পড়া লেখায়
হচ্ছে যে বেশ ক্ষতি,
এমন ভাবে লোডশেডিং হলে,
থমকে যাবে জীবনের গতি।
বিদ্যুৎ বিভ্রাট চরম আকার
রুপ নিয়েছেন তবে,
আঁধার দেশে জ্বলবে আলো,
আসবে সে দিন কবে।
দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস
ফেলবে বিদ্যুৎ পেলে,
বিদ্যুৎ বিভ্রাট দূর হোক
হাসুক জনগণে।
বিদ্যুৎ চাই, বিদ্যুৎ চাই শ্লোগান চলছে
দেশের সবার মুখে মুখে,
বিদ্যুৎ বিহীন সবার জীবন
কাটছে যে খুব দুখে।
বিদ্যুৎ ছাড়া থাকা যায় না!!!
ইট পাথরের ঘরে,
বিদ্যুৎ বিভ্রাট সমস্যা আজ,
যেন সকল পদে পদে।
গ্রামের লোক আছে বেশ,
গাছ তলাতে বসে,
আড্ডা হচ্ছে সবাই মিলে,
আম কাঁঠালের স্বাদে।
মাঝে মাঝে গোসল
হচ্ছে পদ্মা নদীর বাঁকে
বয়স্করা শৈশব খুজে,
হুকা,তামাক টেনে।
বিদ্যুৎ খাতে দুনীতির কথা বলছে জনগণে,
কর্তারা সব মুখ ফিরিয়ে বলছে ঠিক আছে,
সত্যটা বলতে গেলেই,
সে দেশদ্রোহী হবে!!!!!!!!
ডিভাইসঃ Redmi Note 5
>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
VOTE @bangla.witness as witness
OR
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ
দেশের জনগণে,
লুকোচুরি যে খেলছে বিদ্যুৎ
শান্তি নেইতো কোথাও।
ভিষণ গরম ঝড়ছে এখন
বিদ্যুৎ নাহি দেশে,
কেমন ভাবে জনগণে
দেশের খবর দেখে।
বিদ্যুৎ লোডশেডিং এ পড়া লেখায়
হচ্ছে যে বেশ ক্ষতি,
এমন ভাবে লোডশেডিং হলে,
থমকে যাবে জীবনের গতি।
বিদ্যুৎ বিভ্রাট চরম আকার
রুপ নিয়েছেন তবে,
আঁধার দেশে জ্বলবে আলো,
আসবে সে দিন কবে।
দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস
ফেলবে বিদ্যুৎ পেলে,
বিদ্যুৎ বিভ্রাট দূর হোক
হাসুক জনগণে।
বিদ্যুৎ চাই, বিদ্যুৎ চাই শ্লোগান চলছে
দেশের সবার মুখে মুখে,
বিদ্যুৎ বিহীন সবার জীবন
কাটছে যে খুব দুখে।
বিদ্যুৎ ছাড়া থাকা যায় না!!!
ইট পাথরের ঘরে,
বিদ্যুৎ বিভ্রাট সমস্যা আজ,
যেন সকল পদে পদে।
গ্রামের লোক আছে বেশ,
গাছ তলাতে বসে,
আড্ডা হচ্ছে সবাই মিলে,
আম কাঁঠালের স্বাদে।
মাঝে মাঝে গোসল
হচ্ছে পদ্মা নদীর বাঁকে
বয়স্করা শৈশব খুজে,
হুকা,তামাক টেনে।
বিদ্যুৎ খাতে দুনীতির কথা বলছে জনগণে,
কর্তারা সব মুখ ফিরিয়ে বলছে ঠিক আছে,
সত্যটা বলতে গেলেই,
সে দেশদ্রোহী হবে!!!!!!!!
ডিভাইসঃ Redmi Note 5
VOTE @bangla.witness as witness OR
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিদ্যুৎ বিভ্রাট কবিতাটি পড়ে ভালো লাগলো। যে গরম পরেছে সবার খুব বাজে অবস্থা।
কবিতার লাইন গুলো সুন্দর মিলেয়েছেন। চমৎকার একটি পোস্ট উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিকই বলেছেন ভাইয়া এই গরমে সবারই খুব বাজে অবস্থা ফেস করতে হচ্ছে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আমি ঠিকই বলেছেন ভাই পড়ালেখার যেমন ক্ষতি হচ্ছে। তেমনি খেটে খাওয়া মানুষের জীবন অনেক সংকীর্ণর মধ্যে। কারণ তারা খাটাখাটনি করে রাতে একটু ঘুমাতে পারতেছে না বিদ্যুৎ বিভ্রান্তির জন্য। অনেক সুন্দর একটি পোস্ট করেছেন অসংখ্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে সারাদিন পরিশ্রমের পরে যদি রাতের ঘুমটা ভালো না হয় তাহলে কিন্তু পরের দিনটা ভাল কাটবে না।।
দেখা যাক কতদিন পরে এই বিদ্যুতের সমস্যা থেকে আমরা সমাধান পাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর একটি কবিতা পোস্ট করছেন ভাই। লেখাপড়ার যেমন ক্ষতি হচ্ছে তার থেকে বেশি ক্ষতি হচ্ছে খেটে খাওয়া মানুষের জীবন এর ঝুঁকি। সারাদিন অনেক পরিশ্রম করে তারা রাতে একটু ঘুমাতে পারছে না বিদ্যুৎ বিভ্রান্তের কারণে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া। বর্তমান সময়ে বিদ্যুৎ বিভ্রাটের কারণে জনজীবনে নেমে এসেছে দুর্বিষহ দুর্ভোগ। বিদ্যুৎ বিভ্রাট উপর লেখা আপনার কবিতাটি পড়ে আবার খুবই ভালো লেগেছে। এটা সত্য যে, লোডশেডিং এর কারণে মেধাবী ছাত্র-ছাত্রীদের লেখাপড়া করাটা খুবই কঠিন হয়ে গেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিদ্যুৎ নিয়ে আসলে আমাদের দুর্ভোগের শেষ নেই দিনটা যেমন তেমন পার হয় কিন্তু রাতের ঘুমটা হারাম হয়ে যায় গরমে।।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit