কনকনে শীতের রাতে মিষ্টি ভোজ (beneficiary 10% @shy-fox)

in hive-129948 •  3 years ago 

০৩পৌষ, ১৪২৮ বঙ্গাব্দ

১৮ডিসেম্বর , ২০২১ খ্রিস্টাব্দ
১৯ জমাদিউল আউয়াল, , ১৪৪৩ হিজরী
শনিবার।
শীতকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


1639744034648.jpg

মিষ্টি খেতে কে না পছন্দ করে। আমার তো খুব লোভ হয় বার বার মিষ্টি খাওয়ার জন্য। আর যদি সাথে সহপাঠীরা থাকে তা হলে তো আর কথাই নাই।আপনাদের সাথে আজ শেয়ার করব বন্ধু রা মিলে মিষ্টি খাওয়ার মজা ও আনন্দ। আমি আজ যে মিষ্টির ছবি গুলো আপনাদের সাথে শেয়ার করব, সবাই কম বেশি এই মিষ্ট গুলোর সাথে পরিচিত। তাই মিষ্টির কোন বণনা দেবার প্রয়োজন মনে করছি না।


❤️❤️

IMG_20211217_165418.jpg

বিশেষ কোন দিনে অথবা ইউনিভার্সিটির ছুটির মাঝে যখন আমরা সবাই গ্রামের বাড়ীতে একসাথে হই অনেক মজা করি। পদ্মা নদীতে গোসল করা মাছ ধারা নদীর পাড়ে পিকনিক করা হা ডুডু খেলা, ফটোগ্রাফি করা ইত্যাদি। আমরা একসাথে যে কয়জন বন্ধু মিলে ঘোরাঘুরি করি, তারা সবাই বাল্য কালের বন্ধু।তাই শত ব্যস্ততার মাঝেও কেউ কাউকে ভুলে থাকতে পারি না।

@ns-porosh
@eh-shohag
@md-raju


বট ফল

IMG_20211217_180817.jpg

এখনো ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে আসি তখন, সারাদিন যে যেখানেই থাকি বিকেল হলেই বাইক নিয়ে ছুটে চলে আসি আমাদের আড্ডাখানা। কলেজ মোড়ে


সেপাই রোল

IMG_20211217_180746.jpg

সবাই উপস্থিত হওয়ার পরে আমরা যেকোন একটা বিষয়ের উপর সিদ্ধান্ত নিয়ে ঘুরতে যাব নাকি আজকে এখানে কোন কিছু খাওয়া-দাওয়া করব। অথবা কোন বন্ধুর বাড়িতে পিকনিক করবো।


ক্ষির পুরী, ছানার সন্দেশ

IMG_20211217_180723.jpg

IMG_20211217_180649.jpg

গতকালকে যখন আমরা সবাই একসাথে হই তখন আমরা পরিকল্পনা করি আমাদের বাসা থেকে 12 কিলোমিটার দূরে কুমারখালীতে নেহারি এবং মিষ্টি পাওয়া যায়। এই নিহারী এবং মিষ্টি ওখানকার ঐতিহ্য। অনেক জায়গা থেকেই লোকজন আছে ওখানকার বিখ্যাত মিষ্টি এবং নেহারি খাওয়ার জন্য।


ইলিশ পেটি,ছানার চমচম

IMG_20211217_175315.jpg

IMG_20211217_175229.jpg

আমরা মাঝেমধ্যে এখানে যাই নিহারী এবং মিষ্টি খাওয়ার জন্য। তো তারই সূত্র ধরে আমরা পাঁচজন বাইক নিয়ে ছুটে চললাম মিষ্টি এবং নেহারি খাওয়ার জন্য। কারণ ওখানকার মিষ্টি যে একবার খাবে সহজে ভুলতে পারবে না।


রস কদম,স্পেশাল চমচম

IMG_20211217_175209.jpg

IMG_20211217_175024.jpg


এই কনকনে শীতের মধ্যে আঁটোসাঁটো শীতের পোশাক গায়ে দিয়ে বাইক নিয়ে ছুটে চললাম মিষ্টি খাওয়ার জন্য। প্রথমে আমরা নেহারি এবং পরে মিষ্টির দোকানে যায় বেশ কয়েক রকমের মিষ্টি অল্প অল্প করে খাই।

কাটারি ভোগ

IMG_20211217_175057.jpg

***আমরা যখন একসাথে থাকি সবাই মিলে অনেক মজা করি। এবং সুন্দর সময় অতিবাহিত করি। তো আজকের দিন তার কোন ব্যতিক্রম নয়। আমরা নেহারি খেয়েছি, মিষ্টি খেয়েছি এবং সাথে অনেক মজা করেছি।*** 

প্যারা, ড্রাই

IMG_20211217_174843.jpg

IMG_20211217_174655.jpg


রাজ ভোগ,ছানার সন্দেশ

IMG_20211217_174620.jpg

IMG_20211217_174552.jpg


ক্ষির কালোজাম

IMG_20211217_164548.jpg


রস মালাই

IMG_20211217_164947.jpg

IMG_20211217_164759.jpg

রসমালাই এর কথা না বল্লেই না। আমার সব থেকে পছন্দের। যত বারই খাই না কেন বার বার খেতে মন চায়।


তালিকা ও দোকানদার মামা

IMG_20211217_164506.jpg

IMG_20211217_164434.jpg

আর একটা বিষয় হচ্ছে দোকানদার মামা এত ভালো যে আমার কাছে খুবই ভালো লাগে। মিষ্টির মতো করে মিষ্টি সুরে কথা বলে।বিশেষ করে তিনি পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপারে খুবই সর্তক।


সম্পূর্ণ দোকানের মিষ্টির ভিউ

IMG_20211217_174941.jpg

IMG_20211217_174750.jpg

IMG_20211217_165104.jpg


বাড়ি ফেরা

IMG_20211217_165418.jpg

IMG_20211217_164410.jpg

আমি কিছু মিষ্টির ফটোগ্রাফির করেছি আমার steemit টিমের বন্ধুদের সাথে শেয়ার করার জন্য তার পেক্ষাপটে আমার আজকের এই পোষ্ট করা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।



লোকেশন:

https://w3w.co///pickling.counting.velvety


ডিভাইসঃ Redmi Note 5


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মিষ্টির মধ্যে আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে রসমালাই। আমাকে যতই রসমালাই দেয়া হবে আমার মনে হয় আমি তোকে খেতে পারব। আব্বু মাঝেমধ্যে কুমিল্লার রসমালাই নিয়ে আসে সত্যি অনেক বেশি ভালো লাগে এছাড়াও বনফুলের রসমালাই গুলো অনেক মজার হয়। আপনার তোলা মিষ্টির ছবিগুলো দেখে এখন আমার খেতে ইচ্ছে করছে। যাইহোক ভাইয়া অনেক সুন্দর একটি পোস্ট করেছেন ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।।

বাহ! দারুণ তো। আমিও মিষ্টি খেতে পছন্দ করি৷ মাঝে মধ্যে মিষ্টির দোকানে গেলে কোনটা রেখে কোনটা আনবো কনফিউজ হয়ে যাই। পোস্টটি খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ

ধন্যবাদ আপনার সুন্দর মতামত তুলে ধারার জন্য

মিষ্টি আমার খুবই পছন্দ ভাইয়া। মিষ্টি গুলো দেখে তো আর লোভ সামলাতে পারছিনা দেখে মনে হচ্ছে খেয়ে ফেলি। মিষ্টির ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপু।আপনার মতামত তুলে ধারার জন্য।।

আসলে ভাই কী বলব বুঝতে পারছি না তবে শুধু এই টুকু বলতে চাই মিষ্টি গুলো দেখে আমার মনে খুব লোভ জাগছে। সুন্দর সুন্দর লোভনীয় মিষ্টি দেখে নিজের লোভ সামলাতে পারলাম না।

ধন্যবাদ সুন্দর করে মন্তব্য করার জন্য।

অনেক সুন্দর কিছু মিষ্টির ছবি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। মিষ্টি খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আমি যখনই সময় এবং সুযোগ পাই রেস্টুরেন্টে চলে যাই মিষ্টি খাবার জন্য। আপনার মিষ্টি গুলো দেখার পরে আমার এখনই মিষ্টি খাবার জন্য ইচ্ছা হচ্ছে।

ধন্যবাদ সুন্দর করে মন্তব্য করার জন্য।।

মিষ্টি আমার খুবই পছন্দ ভাই আপনার মিষ্টি খাওয়ায় দৃশ্য দেখে তো লোভ সামলাতে পারলাম না। অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন ধন্যবাদ আপনাকে
আপনার জন্য শুভকামনা রইলো

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য

মিষ্টি আমার এমনিতেই খুব পছন্দের খাবার। তার মধ্যে আপনি অনেক ধরনের মিষ্টির ছবি শেয়ার করেছেন। যেগুলো দেখেই জিভে জল এসে গেল। শীতের রাতে মিষ্টির দোকানে আপনারা অনেক সুন্দর সময় উপভোগ করেছেন। ধন্যবাদ আপনাকে ভাই।

ধন্যবাদ ভাইয়া।।
আপনার সুন্দর মন্তব্য করার জন্য।।

তোমার দুলুভাই কে স্টিকার দিয়েছ, আমাদেরটা দাওনি কেনো?

দুলাভাই জন সম্মুখে আসতে চায় না।।তাই

ইহা শাস্তি যোগ্য অপরাধ 😇

মিষ্টি খেতে কে না পছন্দ করে।

ভাইয়া মিষ্টির ছবি গুলো দেখে সত্যিই কয়েকবার ঢোঁক গিললাম । কেউ পছন্দ করে কিনা তা জানি না তবে আমার কিন্তু মিষ্টি খুব পছন্দ । বিশেষ করে রসমালাই 😋😊 । খুব সুন্দর ছিল আপনার মিষ্টির ফটোগ্রাফি গুলো।

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য

ভাই রকম মিস্টির ছবি দেখলে মাথা ঠিক থাকে না। দেখেই জিহবায় জল চলে আসে। মিষ্টি আর টক এই দুই জিনিস দেখলে লোভ সামলানোই কষ্টকর হয়। যাইহোক ভাই আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা আপনার জন্য।

ধন্যবাদ সুন্দর করে মন্তব্য করার জন্য।

শীতের রাতে মিষ্টি খাওয়ার মজাই আলাদা।মিষ্টির দোকানে আপনার বন্ধুর সঙ্গে কাটানো মুহূর্ত অনেক সুন্দর ছিল।মিষ্টির দোকানের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে।আপনার সুন্দর মুহূর্ত আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

ধন্যবাদ আপনার সুন্দর মতামত দিয়ে আমাকে উৎসাহ করার জন্য 🌹🌹🌹