বিশ্ব নারী দিবস উপলক্ষে "মা" কে নিয়ে লেখা আমার কবিতা❤️

in hive-129948 •  3 years ago 

২৩ফাল্গুন, ১৪২৮ বঙ্গাব্দ

০৮মার্চ , ২০২১ খ্রিস্টাব্দ
০৫শাবান , ১৪৪৩ হিজরী
মঙ্গলবার।
বসন্ত কাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


সবাইকে বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা 🌹বিশ্ব নারী দিবস উপলক্ষে আমি আমার মাকে নিয়ে একটি কবিতা লেখার চেষ্টা করেছি। এবং এই কবিতাটি আমি আমার মায়ের জন্য উৎসর্গ করছি। পৃথিবীর সমস্ত মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইলো ❤️মাকে নিয়ে কবিতা লেখার উদ্দেশ্য একটাই যে, আমার "মা" ও একজন নারী।


sunset-3921616_1280.jpg

Source


আমার মা❤️

আমি ছাত্র , মা শিক্ষক , মা আমার গুরু ,

মায়ের কাছে শিক্ষা নিয়ে শিক্ষা জীবন শুরু ।
মা আমাকে বড় করল , আদর যত্ন দিয়ে ,
এখনও সে ভালবাসে তার জীবন দিয়ে ।


হাটি- হাটি , পা - পা করে হাটতে সে শেখাল,
কে বাবা , কে ভাই , মা আমায় দেখাল।
আমি যদি ভুল করি , শুদ্ধ করে সে,
এমন ভাবে সারাজীবন দেখবে আমায় কে ?
আমি তার নয়ন মনি , আমি তার আশা ,
আমার জন্যে তার মনে অগাধ ভালবাসা।


মা ছাড়া চলব কেমনে , আমি জানি না,
নিজের থেকে বেশি আপন , আমার প্রিয় মা ।
তোমার জন্য আমি জীবন দিতেও , আছি রাজি । আমার জীবন থেকেও মাগো তোমায় বেশী ভালবাসি।


আঁধার রাতে চাও যদি মা তারা ভরা রাত।
চাইব মাগো খোদার কাছে , তুলে দুই হাত।
যদি বল বাদল দিনে চাই কদম ফুল।
প্রথম ফুলটা এনে দেবো
হবে নাতো ভুল ।


"পৃথিবীতে যা কিছু মহান চির কল্যাণকর"
"অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর"



ডিভাইসঃ Redmi Note 5


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

নারী দিবস উপলক্ষে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। মায়ের কাছে সন্তান সবসময় শ্রেষ্ঠ হয়ে থাকে। পৃথিবীর সকল ভালোবাসা মায়ের ভালোবাসার কাছে হার মানে। আপনি নারী দিবস উপলক্ষে খুব সুন্দর একটি কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করলেন আপনার জন্য শুভকামনা রইল।

নারী দিবস উপলক্ষে আমার মা কে নিয়ে লেখা কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

মাকে নিয়ে আপনি খুব দুর্দান্ত একটি কবিতা লিখেছেন। আমি কবিতাটি পড়ে খুব মুগ্ধ হয়েছি। কবিতার প্রতিটা লাইন আমার মন ছুঁয়ে গেছে।

মা ছাড়া চলব কেমনে , আমি জানি না,
নিজের থেকে বেশি আপন , আমার প্রিয় মা ।
তোমার জন্য আমি জীবন দিতেও , আছি রাজি । আমার জীবন থেকেও মাগো তোমায় বেশী ভালবাসি।

বিশেষ করে এই লাইনগুলো আমার কাছে খুবই অসাধারণ মনে হচ্ছে।এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

মায়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে কবিতাটি লেখার চেষ্টা করেছিলাম যাহোক কবিতাটি আপনার কাছে ভাল লেগেছে জেনে খুবই খুশি হলাম ধন্যবাদ ভাইয়া

ভাই মাকে নিয়ে খুবই দুর্দান্ত একটি কবিতা লিখেছেন, পড়ে একেবারে মনটা ভরে গেল। ভাই কবিতাটি যতই পড়ি ততই আরও পড়তে মন চায়। এত সুন্দর ভাবে এত সাবলীল ভাষায় আপনি কবিতাটি উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা।

আসলে মা হলো পৃথিবীর বুকে সবচেয়ে ভালোবাসার বস্তু মা ছাড়া যেন এই জগত্সংসার সবই পছন্দ তাইতো নারী দিবস উপলক্ষে আমার মাকে নিয়ে কবিতাটি লিখেছেন আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ধন্যবাদ আপনাকে

নারী দিবস উপলক্ষে মাকে নিয়ে লেখা আপনার এই কবিতাটি অসাধারণ হয়েছে। কবিতাটি পড়ে আমার খুবই ভালো লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে সত্যি অনেক খুশি হলাম আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো

আঁধার রাতে চাও যদি মা তারা ভরা রাত।
চাইব মাগো খোদার কাছে , তুলে দুই হাত।
যদি বল বাদল দিনে চাই কদম ফুল।
প্রথম ফুলটা এনে দেবো
হবে নাতো ভুল ।

কবিতার এই অংশটুকু চোখে পড়ার মতো ছিল।
আমরা সবাই মাকে অনেক ভালোবাসি পৃথিবীতে মা এবং সন্তানের ভালোবাসা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। আপনার কবিতাটি পড়ে সত্যি মুগ্ধ হয়েছি ভাই । ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি কবিতা আমাদের মাঝে আন্তর্জাতিক নারী দিবসের দিনে শেয়ার করার জন্য।

আমার কবিতাটি পড়ে আপনার ভালো লেগেছে সত্যি জেনে আমি অনেক আনন্দিত এবং ভবিষ্যতে আরো একটি কবিতা লেখার উৎসাহ পেলাম ধন্যবাদ আপনাকে

আঁধার রাতে চাও যদি মা তারা ভরা রাত।
চাইব মাগো খোদার কাছে , তুলে দুই হাত।
যদি বল বাদল দিনে চাই কদম ফুল।
প্রথম ফুলটা এনে দেবো
হবে নাতো ভুল ।

খুব চমৎকার একটি কবিতা লিখেছেন আপনি। মাকে নিয়ে খুব চমৎকার ভাবে কবিতা লিখেছেন। মায়ের প্রতি ভালোবাসা না থাকলে এত সুন্দর কবিতা লেখা কখনোই সম্ভব নয়। আপনার জন্য শুভকামনা রইল।

মায়ের প্রতি গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা রেখেই কবিতাটি লেখার চেষ্টা করেছি আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো

বিশ্ব নারী দিবস উপলক্ষে মাকে নিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন। খুবই কবিতাটি পড়তে অনেক বেশি ভালো লেগেছে। সবগুলো লাইন এত অসাধারণ ভাবে লিখেছেন বিশেষ করে প্রথম লাইনটা কোড করবো বুঝতে পারছিনা। পুরো কবিতাটি অনেক ভালো লেগেছে। আমাদের মাঝে এত সুন্দর একটি কবিতা নিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ।

সত্যিই আপনার কমেন্ট পড়ে আমি অনেক আনন্দিত যে আমার কবিতা টি আপনার ভালো লেগেছে চেষ্টা করেছি মায়ের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা রেখে কবিতাটি লেখা ধন্যবাদ আপনাকে

নারী দিবস উপলক্ষে, মায়ের জন্য এত সুন্দর একটি কবিতা লিখেছেন আমাকে অনেক অনেক ভালো লেগেছে। আমি মনে করি আপনি আপনার মস্তিষ্ক দিয়ে নয় ,মনের ভালোবাসা, অনুভূতি দিয়ে এই কবিতাটি লিখেছেন।প্রত্যেকটি লাইনের সঙ্গে অনেক সুন্দর ভাবে মায়ের ভালোবাসা কে প্রাধান্য দিয়েছেন। এখানে প্রতিটি লাইন সুন্দরভাবে ছন্দ আকারে তৈরি করেছে। সত্যি আমার কাছে অনেক অনেক অনেক ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আশাকরি আমাদেরকে এমনি সুন্দর সুন্দর কবিতা উপহার দিবেন।

আপনি ঠিকই বলেছেন মায়ের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা না থাকলে এত সুন্দর লেখনি হয় না।
আমি পৃথিবীতে আমার মাকে সবথেকে বেশি শ্রদ্ধা এবং ভালোবাসি।

প্রথমেই সকল নারীর প্রতি রইল শুভেচ্ছা। নারী দিবস উপলক্ষে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আপনার মাকে নিয়ে। কবিতার প্রতিটা লাইন মনমুগ্ধকর হয়েছে। আমার খুব ভালো লেগেছে আপনার কবিতাটি। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আমার কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও নারী দিবসের শুভেচ্ছা রইল

বিশ্ব নাড়ি দিবস উপলক্ষে মাকে নিয়ে দারুন একটি কবিতা লিখেছেন ভাই।আসলে নারি যেমনই হোক সে সুন্দর। মা হিসাবে বোন হিসাবে ভালবাসার প্রিয় মানু হিসাবে অনেক ত্যাগি। অনেক ধন্যবাদ সুন্দর একটি কবিতা লেখার জন্য

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য আমাকে উপহার দেওয়ার জন্য আপনার মন্তব্যটি পড়ে সত্যিই আমি অনেক আনন্দ বোধ করছি

মাকে নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।পৃথিবীর সকল ভালোবাসা মায়ের ভালোবাসার কাছে তুচ্ছ।আপনার কবিতা পড়ে আমি মুগ্ধ।ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি কবিতা আমদের সাথে শেয়ার করার জন্য। শুভকামনা রইলো আপনার জন্য।

পৃথিবীতে যে যাকে যত ভালোবাসায় দেখাক না কেন তার গভীরতা খুঁজতে গেলে দেখা যাবে কোথাও কোনো স্বার্থ লুকায়িত শুধু মায়ের ভালোবাসা বাদে ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য