ঐতিহাসিক আহসান মঞ্জিল ভ্রমণ।(10% beneficiary @shy-fox)

in hive-129948 •  3 years ago  (edited)

১৮অগ্রাহায়ন, ১৪২৮ বঙ্গাব্দ

০৩ডিসেম্বর , ২০২১ খ্রিস্টাব্দ
২৭রবিউস সানি , ১৪৪৩ হিজরী
শুক্রবার।
হেমন্তকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি

গত নভেম্বর 19 তারিখে একটা চাকরির পরীক্ষা ছিল। ইঞ্জিনিয়ারিং এডুকেশন ডিপার্টমেন্ট। সেই পরীক্ষা দেয়ার জন্যই আমি আমার বন্ধু ফরিদ এর কাছে ঢাকা ইউনিভার্সিটির বিজয় একাত্তর হলে তিন দিন অবস্থান করি। ওখান থেকে আমি গুগল ম্যাপে দেখতে পাই যে আহসান মঞ্জিল খুব কাছে। এজন্য আমার বন্ধু সাথে আমি সেখানে ঘুরতে যাই। আমার খুব ভালো লাগছে এবং কিছু ফটো আমি উঠিয়েছি। আপনাদের সাথে শেয়ার করলাম। শুধু তাই না ওখানে থেকে পুরান ঢাকার ঐতিহ্যবাহী কাচ্চি বিরানী খেয়েছি যা সব থেকে বেশি ভালো লেগেছে।


আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি পূর্বে ঢাকার নবাবদের বাসভবন এবং জমিদারির সদর দপ্তর ছিল। বর্তমানে এটি একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। নবাব আবদুল গণি এটি প্রতিষ্ঠা করেন। তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নামে এর নামকরণ করেন। 1906 সালে এখানে অনুষ্ঠিত এক সভায় মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। আহসান মঞ্জিল একাধিকবার সংস্কার করা হয়েছে। সাম্প্রতিক সংস্কারগুলি খুব সম্প্রতি করা হয়েছে। এটি এখন বাংলাদেশ জাতীয় জাদুঘর দ্বারা পরিচালিত একটি জাদুঘর।


IMG_20211203_202222.jpg

আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি পূর্বে ঢাকার নবাবদের বাসভবন এবং জমিদারির সদর দপ্তর ছিল। বর্তমানে এটি একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে।এটিই জাদু ঘরের মূল ভবন।


IMG_20211123_110612.jpg

গেট দিয়ে ঢুকেই বাম হাতে সিকিউরিটি কন্ট্রোল রুম।


IMG_20211123_110755.jpg

IMG_20211123_110725.jpg

গেট দিয়ে ভিতরে যেতেই ভবনের দৃশ্যপট


IMG_20211120_150224.jpg

সৈনিক বর্ম এর লোহার তৈরি মূর্তি।


IMG_20211120_150147.jpg

সেই সময় জল রঙে আকা নবাব পরিবারের কিছু আলোক চিত্র।


IMG_20211120_150049.jpg

গেট দিয়ে দোতলায় উপরে যেতেই প্রধান সেনাপ্রতির মূতি।


IMG_20211120_150236.jpg

IMG_20211120_150207.jpg

নবাব পরিবারের ব্যবহারিত কেটলি, চায়ের কাপ, পানির জার,পিরিজ ইত্যাদি।


IMG_20211120_151138.jpg

IMG_20211120_150610.jpg

IMG_20211120_151229.jpg

IMG_20211120_151221.jpg

IMG_20211120_151150.jpg

নবাব পরিবারের বিভিন্ন সময়ের তোলা ও জল রঙের আকা কিছু আলোক চিত্র।


IMG_20211120_150809.jpg

IMG_20211120_150732.jpg

নবাব সলিমুল্লাহ এর ব্যবহারিত কিছু ডাক্তারি সার্জিক্যাল সরঞ্জাম।


IMG_20211120_150647.jpg

IMG_20211120_150637.jpg

IMG_20211120_124714.jpg

নবাবী আমলে যুদ্ধে ব্যবহারিত তলয়ার,ফালা,ডাল,বর্লম,তীর ইত্যাদি সরঞ্জাম।


IMG_20211120_151905.jpg

IMG_20211120_150450.jpg

IMG_20211120_150448.jpg

নবাবদের খাবার ঘর ও খাবারের জন্য ব্যবহারিত জিনিসপত্র।


IMG_20211120_152041.jpg

IMG_20211120_151503.jpg

নবাবী আমলে ঘর সাজানোর কিছু সুন্দর কার্টুন এর আলোকচিত্র ঘরের সৌন্দর্য বৃদ্ধি করত এখন যা কাঁচের মধ্যে সংরক্ষিত করে রাখা আছে


IMG_20211120_162212.jpg

IMG_20211120_161958.jpg

IMG_20211120_161954.jpg

IMG_20211120_154234.jpg

IMG_20211120_154232.jpg

IMG_20211120_154227.jpg

IMG_20211120_153156.jpg

IMG_20211120_153137.jpg

IMG_20211120_153132.jpg

IMG_20211120_152952.jpg

আহসান মঞ্জিলের গেটসহ ভবনের বিভিন্ন পাশের কিছু আলোকচিত্র বিভিন্ন দিক থেকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে


IMG_20211203_202222.jpg

IMG_20211203_082527.jpg

আহসান মঞ্জিল এর মূল নকশা জাপান থেকে সে সময়ে করে আনা হয়েছিল এবং সেই নকশা অনুযায়ী করা আহসান মঞ্জিল এর মূল ভবন এই দুটি ফটোতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি


লোকেশন:

https://w3w.co///lifted.flush.known


ডিভাইসঃ Redmi Note 5


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমার কখনো আহসান মঞ্জিল ঘুরতে যাওয়ার হয়নি। ইচ্ছা আছে আবার ঢাকাতে গেলে অবশ্যই আহসান মঞ্জিলে ঘুরে আসব। আপনি অনেক সুন্দর ভাবে আহসান মঞ্জিলের ভ্রমণটি আমাদের মাঝে তুলে ধরেছেন। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ আপনার সুন্দর মতামত তুলে ধারার জন্য।।

ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনি খুবই সুন্দর ভাবে আহসান মঞ্জিলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো আমি অনেকক্ষণ দেখলাম এবং আমি দেখতে দেখতে পুরো ভাবতে লাগলাম যে আমি নিজের চোখে হয়তো এই আহসান মঞ্জিল ভ্রমণ করে দেখছি। খুবই আনন্দ লেগেছে এবং অনেক ভালো লেগেছে আপনি খুবই সুন্দর ভাবে বিস্তারিত ফটোগ্রাফি এবং আলোচনা করে আমাদের বুঝিয়ে দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ আপনার সুন্দর মতামত তুলে ধারার জন্য।।

আহসান মঞ্জিল সম্পর্কে আপনি অনেক সুন্দর একটি পোষ্ট লিখেছেন। এবং আপনার প্রত্যেকটি ছবি অনেক সুন্দর ছিল। আপনার ছবির মাধ্যমে আহসান মঞ্জিল হে আপনি অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট করার জন্য।

ধন্যবাদ আপনার সুন্দর মতামত তুলে ধারার জন্য।।

খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া। নবাবি আমলের নবাবদের ব্যবহৃত অনেক কিছুর আলোকচিত্র শেয়ার করেছেন। ফটোগ্রাফি দেখেই বোঝা যাচ্ছে পরিবেশটা কতটা সুন্দর। সবচেয়ে বেশি ভালো লেগেছে সর্বশেষ দুটি ছবি। একটিতে মূল নকশা এবং অন্যটিতে আসল আহসান মঞ্জিল। আহসান মঞ্জিলের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

ধন্যবাদ আপনার সুন্দর মতামত তুলে ধারার জন্য।।

ভাইয়া খুবই সুন্দর লাগলো আহসান মঞ্জিল এর দৃশ্য দেখে আমার অবশ্য আহসান মঞ্জিলের যাওয়া হয়নি ঢাকায় অনেকবার গিয়েছি কিন্তু আহসান মঞ্জিলে কখনো যাওয়া হয়নি দেখি এবার গেলে যাব।

ধন্যবাদ ভাই!!!।

আমি কখনো আহসান মঞ্জিল ঘুরতে যাই নাই ।তবে আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো।আপনি অনেক দারুণ ভাবে আহসান মঞ্জিলর সব কিছু তুলে ধরছেন।সব মিলে সুন্দর হয়েছে।অনেক ধন্যবাদ এতে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য্।

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য করার জন্য

আহসান মঞ্জিলে যাওয়া হয়নি তবে আপনার পোস্ট দেখে অনেক কিছু দেখতে পেলাম।নবাবী
পরিবারের অনেক দৃশ্য আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার পোস্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

ধন্যবাদ আপনার সুন্দর মতামত তুলে ধারার জন্য।।।

ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলোর যতই প্রশংসা করি কম হয়ে যাবে। আমার খুব ইচ্ছা ছিলো এখানে যাব। কিন্তু এখনো যাওয়া হয়ে ওঠে নি। আপনার ফটোগ্রাফি গুলো দেখে কিছুটা ধারণা পেলাম ওই স্থান সম্পর্কে। অনেক ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপনার সুন্দর মতামত তুলে ধারার জন্য