লোভ

in hive-129948 •  9 months ago 

৩০অগ্রায়ন , ১৪৩০ বঙ্গাব্দ

১৫ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ
৩০জমাদিউস আউয়াল ১৪৪৫ হিজরী
শুক্রবার।
হেমন্তকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


Source


মানুষ সামাজিক জীব। এই পৃথিবীতে ভালোভাবে বসবাস করার জন্য আমাদের চাহিদার কোন শেষ নেই। যোগান যত বাড়তে থাকে আমাদের চাহিদাটাও ততটাই বাড়তে থাকে। মানুষ হিসেবে আমাদের মধ্যে প্রচুর পরিমাণে লোভ রয়েছে। তবে ব্যক্তি হিসেবে স্বাভাবিক মানুষও কম নয়। কথায় আছে লোভে পাপ পাপে মৃত্যু বা সর্বনাশ। অতিরিক্ত লোভ করা কখনোই ভালো নয়। তবে বর্তমান সময়ে মানুষের মধ্যে লোভের প্রবণতাটা অনেক বেশি। এক টাকা থাকলে কিভাবে ৫ টাকা করা যায়। লোভে পড়ে মানুষের সাথে অপকর্মে জড়ানো থেকেও মানুষ পিছপা হচ্ছে না। অতিরিক্ত লোভ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। লোভ লালসা মানুষের বৈশিষ্ট্যের সবথেকে ন্যূনতম এবং অগ্রহণযোগ্য। অনেক জনকে দেখলাম লোভে পড়ে বিনাশ হতে। লোভ মানুষকে অন্যায় অত্যাচার এবং বিপথগামী করে তোলে।


লোভ মানুষের জীবনকে পশুত্বে পরিণত করে দেয়। সামাজিক পারিবারিক এবং রাষ্ট্রীয় জীবনে নরোমুখি সমস্যার সম্মুখীন তৈরি করে। এমন অনেক দেখলাম আপন সহোদয়ের মাঝে নানা বিবাদ তৈরি করে দেয় এই লোভ। অতিরিক্ত লোভ সব সময় মানুষকে বিপথগামী করে তোলে। কখনোই সুফলের পথ দেখায় না। লোভ মানুষের আত্মসম্মান মর্যাদা ধুলিস্যাৎ করে দেয়। লোভ হচ্ছে মানুষের চরিত্রের অনৈতিক একটি ত্রুটি। আসলে আমাদের সবার মাঝেই লোভ আছে তবে অতিরিক্ত লোভ থাকা মোটেও ভালো নয়।


আপনারা দেখবেন সমাজে এমন কিছু মানুষ আছে এরা খুব কৃপণ আর এই প্রকৃতির মানুষই সব সময় বেশি। বর্তমানে মানুষ বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে এর মধ্যে লোভ অন্যতম। হঠাৎ কেউ একজন ফোন করে বলবে এই নাম্বারে ৫০০ বা ১০০০ টাকা দেন আপনার নাম্বারে একটা লটারি বেড়েছে আপনি তিন দিনের মধ্যে ৫ হাজার বা ১০ হাজার টাকা পেয়ে যাবেন। দেখবেন যারা অতিরিক্ত লোভী কারো সাথে এই কথা শেয়ার না করে এই টাকা পাওয়ার আশায় সে তাৎক্ষণিক ওই নাম্বারে টাকা পাঠাতে ব্যস্ত হয়ে পড়বে। এরকম ঘটনা আমাদের সমাজে অবরোহর ঘটছে। অনেক ভাবেই মানুষকে সচেতন করা হচ্ছে তারপরে লোভে পড়ে মানুষ সব ভুলে যাচ্ছে।


মনে রাখবেন লোভ হিংসা অহংকার অনেক পাপ এবং বিপদের জন্ম দেয়। আমাদের উচিত অতিরিক্ত লোভ ত্যাগ করে একজন মানুষ হিসেবে গড়ে ওঠা।
এজন্য আমাদের প্রয়োজন ধর্মের জ্ঞানার্জন, আত্মসমালোচনা, আত্মশুদ্ধি ও বিবেকের জাগ্রত করা নাহলে ধ্বংস অনিবার্য। ভালো মানুষ হিসেবে বেঁচে থাকতে হলে অবশ্যই আমাদের ধর্মীয় জ্ঞান অর্জন করতে হবে। লোভ পরিত্যাগ করতে হবে সৎ পথে থাকতে হবে। ভালোভাবে বেঁচে থাকতে হলে আত্মসম্মান রাই সবচেয়ে দামি।


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

image.png

ভাইয়া আমিও আপনার সাথে একমত যে লোভ হিংসার আর অহংকারই মানুষের জীবনে বিপদ ডেকে আনে। সমাজের মানুষ গুলো আজকাল লোভী হয়ে যাচ্ছে। আর লোকের বসতি হয়ে তারা অনেক সময় হারিয়ে ফেলেছে তাদের অনেক বড় সম্পদ। আসলে আমাদেরকে এই লোভের গণ্ডি হতে বেরিয়ে আসতে হবে। তাহলে আমরা শান্তি পাবো। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

আসলে আমাদের লোভের গণ্ডি থেকে বের হয়ে আসতে হবে আত্মসম্মান নিয়ে সমাজে বেঁচে থাকতে হবে।
ধন্যবাদ আপনাকে পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য।

লোভ মানুষকে ধ্বংস করে। একটা কথায় আছে, অতি লোভে তাঁতি নস্ট।এখনকার প্রতিটা মানুষ সে নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকে না, এক টাকা থাকলে কিভাবে ৫ টাকা করা যায় সেটা নিয়ে চিন্তা করে। আমাদের নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হবে এবং অতিরিক্ত লোভ করা যাবে না, লোভের কারণে মানুষে নিজে নিজে ধ্বংস ডাকে আপনি ঠিক কথা বলেছেন আমাদের অতিরিক্ত লোভ ত্যাগ করতে হবে তাহলে আমরা মানুষের মতো মানুষ হিসেবে গড়ে উঠতে পারবো

Posted using SteemPro Mobile

এজন্যই তো কোথায় আছে অতি লোভে তাঁতি নষ্ট। যারা অতি লোভী তাদের আত্মসম্মান বলতে কোন জিনিস থাকে না।
ধন্যবাদ আপনাকে পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য।

আসলে ভাইয়া লোভ মানুষকে ধ্বংস করে। লোভ এমনি জিনিস যাকে কন্ট্রোল করা মুশকিল । আর এই লোভে পড়ে মানুষ যেকোনো কাজ করতে পারে। আসলে আমাদের সবারই উচিত লোভকে ত্যাগ করা। তাহলেই হয়তো জীবন সুন্দর ভাবে গড়ে উঠতে পারে। ধন্যবাদ ভাইয়া।

লোভ কন্ট্রোল করা আসলেই অনেক মুশকিল।
আবার লোভে পড়ে অনেক মানুষ দেউলিয়া হয়ে গিয়েছে এটাও ঠিক।
অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য পোস্টটি পড়ে।

সহমত প্রকাশ করলাম ভাই লোভী মানুষেরাই বেশি প্রতারিত হয়। তারা অতিরিক্ত লোভের কারণে নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে আসে। আমাদের সবাইকে এ বিষয়গুলো সম্পর্কে সতর্ক থাকা উচিত যাই হোক সুন্দর কিছু কথা লিখেছেন পড়ে বেশ ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

অতিরিক্ত লোক করলে যে মানুষ ঠকাতে হয় বড় হওয়ার জন্য অথবা অন্যের কাছে ঠকতে হয় এটা সব সময় মনে রাখতে হবে।
অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

লোভ ছারা কোন মানুষ হতে পারে না কিন্তুু সে লোভের ভাগ আছে যেমন কেউ পরের টাকার লোভ যেমনটি উদাহরণ দিলেন আপনি আর এক লোভ আমি নিজে কিছু করবো এই লোভ।আসলে লোভ থাকা ভালো তবে জিনের বাদশার লোভে পড়ার মতো লোভ ভালো নয়।কতোজন তো লোভে পড়ে জিনের বাদশার খপ্পরে পড়ে অনেক টাকা খুইয়েছেন। লোভ থাকবে কিন্তুু লোভকে কন্ট্রোল করতে হবে।সব সময় ভাবতে হবে লোভে পাপ পাপে মৃত্যু।ধন্যবাদ সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।

ঠিকই বলেছেন আমরা প্রত্যেকের লোভী কিন্তু লোভের একটা সীমারেখা থাকার দরকার।
অতিরিক্ত লোভী মানুষ কখনোই সুখী হতে পারে না।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।