বাংলা কবিতা ✍️অভিমানী।

in hive-129948 •  6 months ago 

০৭চৈত্র , ১৪৩০ বঙ্গাব্দ
২১মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ
০৯রমজান ১৪৪৫ হিজরী
বৃহস্পতিবার।
বসন্তকাল ।


আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


অভিমান শব্দের সাথে আমরা সবাই অনেক পরিচিত।। যেখানে ভালোবাসা থাকে সেখানে অভিমানটাও থাকে অনেক।তবে জ্ঞানী ব্যক্তি বলে অভিমান কখনো পুষে রাখতে নেই। যত দিন যায় অভিমানের পাল্লাটা ততই নাকি ভারী হয়। অভিমান ভুলে যে স্বাচ্ছন্দ্যবোধ করে আবার ভালোবাসার পথে ফিরতে পারবে সেই নাকি প্রকৃত সুখী মানুষ। তবে যেখানে ভালোবাসা আছে সেখানে অভিমানটা থাকবেই। ভালোবাসার মাঝে অভিমানটা না থাকলে কিন্তু ভালবাসাটাও আবার জমে ওঠেনা। তবে এমন অভিমান করা যাবে না যেটা ভালবাসাটাই নষ্ট করে দেয়।যা হোক কল্পনা থেকে ভালোবাসা নিয়ে আজ রূপক একটি কবিতা লিখেছি। কবিতার নাম দিয়েছি অভিমান। চেষ্টা করেছি ছন্দে মিলিয়ে ভাষাগুলো শ্রুতিমধুর করে লেখার জন্য। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


liverworts-8616125_1280.webp

source


অভিমানী

ছন্দ হারিয়ে কবি আজ নির্বাক,

স্বপ্নগুলো বন্দী হয়েছে কাচের দেয়ালে,
কাছে থেকেও আশাগুলো দূরে সরেছে।
প্রেমের ছন্দ মেলেনা আর এলোমেলো শব্দে।

তোমার দৃষ্টির মাঝে বেঁচে ছিল যে আত্মা
প্রাণহীনভাবে ঘুরছে শেষে একা
ছলনার মায়াজালে বেধে ছিলে তারে,
তাইতো ভেঙেছে মায়ার বাঁধন খুব সহজে ।

আজ বড় অভিমানে ছাড়তে চায় এ পৃথিবী,
কালবৈশাখী ঝড়ে ভেঙেছে যে মন,
ভাষাহীন মুখ আর নির্বাক চাহনিতে মিলেছে ডানা।
অভিমানের বর্ষায় প্লাবিত এ নয়ন।

হয়তো রাঙাবে তোমার জীবন রঙিন কোন রূপে,
কষ্ট নিয়ে বুকে মিষ্টি হাসিতে চলে যাবো একা
জোয়ার-ভাটার পৃথিবীতে হবে জানি দেখা
দেখবে চেয়ে এ বুকে তোমার স্মৃতিতে গাঁথা

জানি সুখেই থাকবে অন্য কোথাও তুমি,
আমি একা বেয়ে যাব এ দুঃখের নদী,
দুঃখ জমে হবে জানি অনেক ভারী,
তবুও বলবো অভিমানী তোমায় অনেক ভালোবাসি।



ডিভাইসঃ Redmi Note 5


standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

image.png

একদম ঠিক বলেছেন ভাইয়া অভিমান ছাড়া ভালোবাসা যেন জমে না। অভিমান ভালোবাসাকে আরো বেশি গাঢ় করে। কিন্তু এই অভিমানই আবার একসময় ব্যাপক আকার ধারণ করে। এজন্য অভিমান আসলেই পুষে রাখা ঠিক নয়। যাইহোক আজকের কবিতাটি কিন্তু খুব সুন্দর হয়েছে। প্রতিটি লাইন খুব ভালো লেগেছে আমার কাছে।

অভিমান ভালোবাসাকে আরো গারো এবং অস্তিত্ব করে দেয় তবে এই অভিমানটা কখনোই বেশিদিন টিকিয়ে রাখা উচিত নয়।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

আপনি আজকে অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন, যেটা আমার খুবই ভালো লেগেছে। আপনার লেখা অভিমানী কবিতাটা অনেক সুন্দর হয়েছে। আসলে ভালোবাসার মধ্যে অভিমান থাকলেই বেশি সুন্দর। অভিমান যদি না থাকে তাহলে ভালোবাসাটা একেবারে জমেই না। কিন্তু অধিক মাত্রায় অভিমান থাকাটাও কিন্তু ভালো না। আপনি কিন্তু অনেক সুন্দর কবিতা লেখেন। আপনার লেখা কবিতা আমার ভালোই লাগে প্রতিনিয়ত। আপনার আজকের এই কবিতাটা লেখার টপিক আমার কাছে বেশি ভালো লেগেছে।

প্রতিনিয়ত আমার লেখা কবিতা আপনি পড়েন এগুলো আপনার অনেক খুশি হলাম ধন্যবাদ আপনাকে।