০২মাঘ, ১৪২৮ বঙ্গাব্দ
১৬ জানুয়ারি , ২০২২ খ্রিস্টাব্দ
১৩জমাদিউল সানি, , ১৪৪৩ হিজরী
রবিবার।
শীতকাল।
আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি
আমি পদ্মাবতী অঞ্চলে বাস করি এই পরবর্তী অঞ্চলে বাস করে শুনেছি পর্দার অনেক গল্প। দেখেছি পর্দার বিধ্বংসী রূপ দেখেছি পদ্মার ভাঙ্গন মুহূর্তের মধ্যে সব ঘরবাড়ি নদীগর্ভে বিলীন করে দিয়েছে। আবার কখনো দেখেছে সে এক কূল ভেঙে গরেছে অন্য কূল। |
---|
🏍️🏍️
🏍️🏍️
এই পদ্মার পাড়ে আমরা বাস করি পদ্মার সাথে যেন আমাদের জীবনটা ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশের যেখানেই যাই বারবার ছুটে আসতে মন চায় এই পদ্মাবতী অঞ্চলে। সুশীতল বাতাস পদ্মা নদীর কলতান আর পাখিদের গুঞ্জনে সবসময়ই থাকে ভরপুর। এখন নদীতে ভাটার সময় নদী প্রায় মৃত মাঝে একটু বাকি সেখানেই হালকা স্রোত আর নৌকাগুলো যাতায়াত করে। তাও ভারি নৌকা নয় ছোট নৌকাগুলোকে যাতায়াত করতে পারে।নদীর মধ্যে জেগে উঠেছে চড়। কৃষকরা সেখানে ফসল ফলায়। |
---|
🏍️🏍️
🏍️🏍️
আমাদের বাড়ি থেকে 12 থেকে 13 কিলোমিটার দূরে পদ্মার পাড়ে পড়েছে বিশাল এক চড়। যতদূর চোখ যায় শুধু মনে হয় ধুধু মরুভূমি। গতকালকে আমরা তিন বন্ধু ঠিক করলাম যে আমরা সেখানে ঘুরতে যাব। তো যে কথা সেই কাজ। আমরা বিকেল আড়াইটার দিকে দুইটা বাইক নিয়ে তিনজন বের হলাম। |
---|
🏍️🏍️
🏍️🏍️
সেই পদ্মারচর দেখার উদ্দেশ্যে। সেখানে আমরা আধা ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম। পদ্মার চরে যেতে হলে কূল থেকে দুইটা পুল বা সেতু পাড়ি দিতে হয়। যা আপনারানা ছবির মাধ্যমে দেখতে পাবেন। প্রথমে আমরা পদ্মার ভিতর চড়ের উপর বাইক নিয়ে ছুটে চললাম। প্রথমে যেটা চোখে পরলো দেখি পদ্মার পাড় দিয়ে একজন কৃষক অনেকগুলা ছাগল চরাচ্ছে। সামনে অগ্রসর হই দেখতে পেলাম একটা বড় ট্রাক্টর নদীর মধ্যে ডুবে আছে মানুষ এটা উঠানোর চেষ্টা করছে। আমরা গাড়ি নিয়ে ছুটতে থাকলাম চড় দিয়ে। কোথাও শুধু বালু আবার আমরা তিনজন মিলে বালুর মধ্যে কিছু খোঁজার চেষ্টা করলাম। পেয়েও গেলাম বালুর মধ্যে পেলাম ছোট ছোট ঝিনুক এবং শামুক যেগুলোর ফটোগ্রাফি আপনারা পোস্ট দেখতে পাবেন। |
---|
🏍️🏍️
🏍️🏍️
কোথাও মাঝেমধ্যে কৃষক ফলিয়েছে ফসল। আমরা সেখানে অনেক মজা করি বালির উপর দিয়ে বাইক চালানো।তারপরে আমরা খাবারের জন্য নিয়েছিলাম কোক এবং পটেটো চিপস সেটা আমরা অনেক মজা করে খেয়েছি।আমরা সেখানে সূর্য ডোবার আগ পর্যন্ত সময় পার করি আপনারা ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পাচ্ছেন। সূর্য ডোবার মুহূর্তের অনেকগুলো ফটোগ্রাফি আমি আমার পোস্টে শেয়ার করেছি। আমরা পদ্মার খেয়া ঘাট পর্যন্ত বাইক নিয়ে ভালোমতোই চলে যায়। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন ঘাটে নৌকা ঠেকানো। এবং একটু দূরে একটি ঘর বানানো আছে যে ঘরে যাত্রীরা বিশ্রাম নেয়। |
---|
🏍️🏍️
🏍️🏍️
বালির মধ্যে ঝিনুক,শামুক খোজার কিছু আলোক চিত্র। |
---|
🏍️🏍️
🏍️🏍️
সূর্য ডোবার আগ মূহুর্তে কোকের বোতল দিয়ে সূর্যের কিছু ফটোগ্রাফি। |
---|
🏍️🏍️
🏍️🏍️
সূর্য অস্ত যাওয়ার ঠিক আগমুহূর্তে পদ্মার চরের কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করছি ভাল লাগবে। |
---|
🏍️🏍️
🏍️🏍️
☕☕
☕☕
এরপর আমরা ওখান থেকে বের হয়ে শহরের দিকে আসি। আমরা শহরে আসি এবং রেস্টুরেন্টে যাই রেস্টুরেন্টে গিয়ে প্রথমে আমরা কেক এবং পরে নুডুলস খাই ওখানে বসে অনেক সময় গল্প করি এবং তারপরে রাতে বাড়ি ফিরি এই ছিল আমার গতকালকের সংক্ষিপ্ত ভ্রমণ অনেক মজা করেছি ভ্রমণে। |
---|
🤔🤔
🤔🤔
ভ্রমণ করতে বরাবরই আমার খুব ভালো লাগে অবশ্য বাড়ি থেকে অনেক সময় অনেক কথাই শুনতে হয়। তবুও যেন আমার ভ্রমণ থেমে নেই। সপ্তাহে একদিন বা দুদিন কোথাও না কোথাও ঘুরতে চলে যায় বন্ধুদের সাথে। আমিও বলি যে এখনই ঘোরার সময় হয়তো এখন যে জীবনটা অতিবাহিত করছি একসময় এই জীবনটা অনেক মিস করবো। যখন ফুল ভাবে কর্মজীবনের চলে যাব হয়তো এরকম ভাবে ঘুরে বেড়ানো আর মজা খুঁজে পাবো না। আমার বন্ধুরাও যেন আমার মতই সবাই ঘুরতে অনেক ভালোবাসে। |
---|
লোকেশন:
https://w3w.co///selections.insurable.ribbed
ডিভাইসঃ Redmi Note 5
>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ
https://twitter.com/MdLiton82465447/status/1482646270724685824?t=ut8EqDAbG-XQjKEaqfgUsg&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ আপনার ভ্রমণময় সময়টুকু অনেক মধুর ছিলো। তাছাড়া ফটোগ্রাফিগুলোও অনেক সুন্দর হয়েছে। তবে শামুক,ঝিনুক এর ফটোগ্রাফিগুলো অনেক সুন্দর লেগেছে আমার কাছে। সবকিছুর বর্ণনাও অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো,,,
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া❤️❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভ্রমন প্রতিটা মানুষের মন সতেজ করে আবার তা যদি খোলা মাঠে অথবা গ্রাম্য পরিবেশে তাহলে আনন্দের সীমা থাকে না।আপনার তোলা প্রতিটা ছবি অনেক সুন্দর হয়েছে। শুভ কামনা রইল আপনার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ সুন্দর করে মন্তব্য করার জন্য ❤️❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর লোকেশনে ঘুরেছেন ভাই।ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে।সবগুলো আলোকচিত্র অনেক সুন্দর হয়েছে।আপনার এত সুন্দর মুহূর্ত আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া, আপনার ভ্রমনটি অসাধারণ ছিল সেটি আপনার তোলা প্রতিটি ছবি ইঙ্গিত দেয়।আমি তো মুগ্ধ হয়ে দেখছিলাম, কত দক্ষতার সঙ্গে তুলেছেন ছবিগুলো।মন ভালো হয়ে গেল আমার।ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনি অনেক একটি জায়গা ভ্রমণ করেছেন। আপনার ভ্রমণের জায়গার ফটোগ্রাফি দেখে আমার অনেক ভালো লাগলো। আপনি খুব সুন্দর ভাবে প্রতিটি ছবি ক্যাপচার করেছেন। আসলে জায়গা সুন্দর হলেই কেবল সেখানে ভ্রমণ করতে বেশি ভালো লাগে। আপনার জন্য শুভকামনা রইলো
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ভ্রমন সব ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিলে ,তার সাথে উপস্থাপনা সেই ।পোস্ট পড়ে বুঝতে পারলাম আপনি অনেক সুন্দর একটা দিন কাটিয়েছেন।অনেক ধন্যবাদ,এতে সুন্দর পোস্ট শেয়ার করার জণ্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit