শখের ফটোগ্রাফিঃ কিছু পরিচিত ফুলের আলোকচিত্র (beneficiary 10% @shy-fox)

in hive-129948 •  3 years ago 

০৫কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ

২১অক্টোবর , ২০২১ খ্রিস্টাব্দ
১৪রবিউল আওয়াল, ১৪৪৩ হিজরী
বৃহস্পতিবার
হেমন্তকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।


IMG20211009121601.jpg

https://w3w.co/slackens.womanhood.deadpan

উপরের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন একটি কচুরিপানার ফুল। ফুলটা উঠানো পদ্মার চর থেকে এখানে বর্ষার মৌসুমে অনেক পানি হয়ে যায়। এবং পানি চলে যাওয়ার পরে কচুরিপানা গুলো আটকা পড়ে এবং এখানেই ফুল ফোটে আমার কাছে ফুলটি দেখতে খুব সুন্দর লাগছিল। এই জন্য আমি ফুলটিকে ক্যামেরাবন্দি করে ফেলি। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।


IMG20211009114558.jpg

IMG20211009114946.jpg

IMG20211009114708.jpg

https://w3w.co/slackens.womanhood.deadpan

উপরের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন কলমি ফুল। গ্রামের ভাষায় কেউবা বলে মাইক ফুল। মাইক এর মত দেখতে এজন্য। এই ছবিটি ওঠানো পদ্মার চর থেকে ফুলটি দেখতে খুবই সুন্দর লাগছে সাদার মাঝে টুকটুকে গোলাপি লাল।


IMG20211009115746.jpg

https://w3w.co/slackens.womanhood.deadpan

উপরের ছবিতে আপনি দেখতে পাচ্ছেন ডোল কুমড়ি ফুল।রোদের তাপে শুকানোর মত হয়ে গেছে।


IMG20211009115918.jpg

https://w3w.co/slackens.womanhood.deadpan

উপরের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন নদীর তীরে ফুটা কাশফুল যা দখিনা বাতাসে দুলছে।


IMG_20211021_165648.jpg

IMG_20211021_165803.jpg

IMG_20211021_165729.jpg

https://w3w.co/aware.fundamentally.printers

উপরের ছবিটা আপনি দেখতে পাচ্ছেন আমার বাগানের গোলাপি কালারের কাগজ জবা ফুল। দেখতে অসাধারণ লাগছে। আমি আজকে সকালে হালকা বৃষ্টি হয়। বৃষ্টি পরই ছবি উঠানো।আপনি লক্ষ করলে দেখতে পাবেন ফুলের উপরে এখনো বিন্দু বিন্দু পানি জমে আছে।


IMG_20211021_165341.jpg

IMG_20211021_074543.jpg

https://w3w.co/aware.fundamentally.printers

আপনি দেখতে পাচ্ছেন রক্ত জবা ফুল। যা আজ সকালে আমার বাগান থেকে তোলা। আশা করছি আপনাদের ভালো লাগবে।


IMG_20211021_074104.jpg

IMG_20211021_074052.jpg

https://w3w.co/aware.fundamentally.printers

উপরের ছবিতে আপনি দেখতে পাচ্ছেন লাল টুকটুকে ফুটন্ত একটি ফুল সবুজ পাতার মধ্যে উঁকি দিচ্ছে। কিছু সময় আগে হয়ে যাওয়া বৃষ্টির পানি এখনো ফুলের উপর বিন্দু বিন্দু রয়ে গেছে।


IMG_20211021_165519.jpg

https://w3w.co/aware.fundamentally.printers

পাঁচ পাপড়ির ফুল।রংটা মিষ্টি মাঝখানে লাল।ফুলের উপর জমে আছে শিশির বিন্দু। হঠাৎ করে ফুলটি ক্যামেরা বন্দি করি।



ডিভাইস :realmi


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাহ ফুলের ফটোগ্রাফি খুব সুন্দর, আপনি এটি নিখুঁতভাবে নিয়েছেন, শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

ধন্যবাদ

বাহ চমৎকার ফটোগ্রাফি করেন তো আপনি। প্রতিটা ফুলের ছবিই অসাধারণ হয়ছে। আপনার অনেক প্রতিভা আছে সেটা মানতে হবে। শুভকামনা রইল আপনার জন্য

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

আপনি কিছু সুন্দর ফুলের ফটোগ্রাফি ছেলেরা করেছেন এবং আমি সত্যিই এটি উপভোগ করেছি। আপনাকে অনেক ধন্যবাদ বন্ধু এবং আপনার জন্য শুভকামনা

আপনাকে ধন্যবাদ 😍😍😍

ওয়াও আপনি খুবই সুন্দর ফটোগ্রাফি করেছেন।আপনার প্রথম তিনটি ফটোগ্রাফির ফুল গুলি আমার কাছে বেশি ভালো লেগেছে।এই তিনটি ফুল আমি অনেক ছোটবেলায় দেখেছি।অনেক দিন এই ফুল গুলো দেখি না।আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পেলাম।আপনাকে অনেক ধন্যবাদ।

জেনে খুশি হলাম যে আপনি আমার ফটোগ্রাফি পছন্দ করেছেন।

প্রত্যেকটা ফুলের ছবি অনেক সুন্দরভাবে উঠাইছেন ভা। আপনার জন্য শুভকামনা অনেক ভালো লাগলো আপনার ছবিগুলো দেখে।

ধন্যবাদ আপনাকে।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাওয়া।❣️

ফুলের উপর যে শিশির বিন্দু জমে আছে এটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে।
আর ছবিটা অনেক বেশি স্পষ্ট হয়েছে। বুঝাই যাচ্ছে আপনি খুব ভালো ফটোগ্রাফী করেন ভাইয়া।

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

অনেক দিন পর দেখলাম ডোল কুমড়ির ফুল।ছোটবেলায় গ্রামে দেখা যেত ফুলটি এখন প্রায় বিলুপ্তপ্রায়।যাইহোক আপনার সবগুলো ফটোগ্রাফিই অসাধারণ ছিল।আর উপস্থাপনা এবং ফুলগুলোর বর্ণনাও চমৎকার হয়েছে।শুভকামনা রইলো আপনার জন্য।

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

প্রতিটি ফুলের ছবিই অসাধারণ সুন্দর লাগছে।ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে ছবিগুলো শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

কচুরিপানার ফুল, কলমি ফুল, রঙ্গন, জবা, নয়নতারা আগে দেখেছি কিন্তু ডোল কুমড়ির ফুল আগে কখনো দেখিনি। আপনার পোষ্টের মাধ্যমে নতুন একটি বিষয় জানতে পারলাম ও দেখতে পারলাম। ছবিগুলো ফাটাফাটি এবং দারুন হয়েছে। বৃষ্টির পানি পড়ায় কেমন যেন অনুভূতি জাগাচ্ছে ছবিগুলো। আপনার জন্য শুভকামনা রইল আপনাকে অনেক ধন্যবাদ ছবিগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য দাদা।😍😍

সব ফটোগ্রাফিই অসাধারণ এবং শিশির ভেজা ফুলগুলো স্নিগ্ধ সকালে একপ্রকার আমেজ বয়ে আনে।তবে কচুরিপানার ফুল ও ঘিয়ে জবা ফুলের কুঁড়ি আমার কাছে দুর্দান্ত লেগেছে।ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য। কচুরির ফুলও কলমি ফুল বাদে,সবগুলো ফুলই আমার বাগানের।

আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে সাথে বর্ণনা করেছেন বিষয়টি আরো ভালো লেগেছে। জবা ফুলের ছবিটি ভালো লেগেছে সাথে কল্মি ফুল ও। ধন্যবাদ আপনাকে

আপনার ফটোগ্রাফি পোস্টে সুন্দর সুন্দর কিছু ফুলের দেখা মিললো। অনেকদিন হলো এমন ফুল দেখা হয়নি আপনার ফটোগ্রাফির মাধ্যমে ইচ্ছাটা পূরণ হলো। প্রথমদিকের ফুলগুলো দেখতে দারুন ছিলো।

ধন্যবাদ