গোধুলী লগ্নে সরিষা ক্ষেতে কাটানো কিছু মূহুর্ত)(10% beneficiary @shy-fox)

in hive-129948 •  3 years ago 

১৬অগ্রাহায়ন, ১৪২৮ বঙ্গাব্দ

০১ডিসেম্বর , ২০২১ খ্রিস্টাব্দ
২৫রবিউস সানি , ১৪৪৩ হিজরী
বুধবার
হেমন্তকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


IMG_20211201_175845.jpg

সরিষার হলুদ ফুলে ঢাকা বিস্তীর্ণ আমাদের পদ্মার চড়। এক সময় কৃষকরা হাজার হাজার হেক্টর পতিত জমি ফেলে রাখত।


IMG_20211201_175748.jpg

কাশবনে সাদা হয়ে থাকত পুরা চড়।কালের বিবর্তনে কৃষকরাও কৃষিতে বিপ্লব ঘটিয়েছে। তারা গত দেড় দশক ধরে ইরি, বোরো, আমন, ভুট্টা, তরমুজের পাশাপাশি সরিষা চাষ করছেন।


IMG_20211201_175600.jpg

তাই এ সময় পদ্মার চরে হলুদের উৎসব। চড়ের যেদিকেই তাকাই, সেখানেই হলুদ ফুল দেখতে পাই।


IMG_20211201_175819.jpg

প্রতিদিন অনেকেই এখানে ছবি তুলতে আসে। লাখো মৌমাছির গুঞ্জনে পুরো মাঠ মনোমুগ্ধকর। মৌমাছিরা সরিষার ফুল থেকে মধু আহরণে ব্যস্ত। সরিষা আবাদ করে লাভবান হচ্ছেন কৃষকরা।


IMG_20211201_180000.jpg

অন্যদিকে মৌমাছি পালনকারীরা চলতি মৌসুমে সরিষা ফুল থেকে শত শত টন মধু সংগ্রহ করে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে জীবিকা নির্বাহ করছেন।


IMG_20211201_180256.jpg

প্রাকৃতিক দুর্যোগ ও রোগবালাই না হলে এবার সরিষার বাম্পার ফলন হবে বলে আশা করছেন কৃষকরা।


IMG_20211201_175903.jpg

আমাদের বাড়ি থেকে পদ্মার চর বেশি একটা দূরে না মাত্র দেড় কিলোমিটার আমরা বিকেলবেলা কয়েকজন বন্ধু হাঁটতে-হাঁটতে ঘুরতে গিয়েছিলাম এবং সেই সময়ে এই ফটোগুলা ওঠানো


IMG_20211201_180423.jpg

আমারও অনেক ভালো সরিষার মাঠে ঘুরতে সুন্দর গন্ধ এবং মৌমাছির শন শন শব্দ সব মিলিয়ে অনেক সুন্দর


IMG_20211201_180533.jpg

IMG_20211201_180112.jpg

এই ছবি দুইটা উঠানো একদম সূর্য যখন ডুবে যায় যায় সেই সময় ।আপনারা উপরের ছবিতে দেখতে পাচ্ছেন সূর্য একদম টকটকে লাল এই মোমেন্ট টা বলে বুঝাতে পারব না কত ভাল ছিল। আশা করি আপনাদেরও ভালো লাগবে


লোকেশন:

https://w3w.co///elastic.quartered.obey


ডিভাইসঃ Redmi Note 5


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার ফটোগ্রাফি খুব সুন্দর, আমি এই মত ফটোগ্রাফি খুব আগ্রহী.
আমি সবচেয়ে পছন্দ করি যে একটি সুন্দর আলো আছে.
এখানে আমাদের সবাইকে শেয়ার করার এবং বিনোদন দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

ধন্যবাদ আপনার সুন্দর মতামত তুলে ধারার জন্য।।

আপনার ফটোগ্রাফি দেখে তো আমি মুগ্ধ। প্রশংসা করার ভাষা হারিয়ে ফেলেছি। প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ লেগেছে। বিশেষ করে সূর্য ডোবার দৃশ্য পটভূমি দেখে হতবাক।আমার দেখা বেস্ট ফটোগ্রাফি অনেক অনেক শুভকামনা রইল। 😍😍

ধন্যবাদ আপনার সুন্দর মতামত তুলে ধারার জন্য।।

ভাই আপনার সরিষার ক্ষেতে কাটানোর মুহূর্ত দেখে হিংসা হচ্ছে ।এমন ক্ষেত পাওয়াই মুসকিল ভাই সময় কাটাবো কি ।প্রতিটি ফটোও অমায়িক ছিলো ক্যাপচার ও সুন্দর ছিলো ।ধন্যবাদ ভাই এতো সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য ।

ধন্যবাদ আপনার সুন্দর মতামত তুলে ধারার জন্য।।

আপনার ফটোগ্রাফির প্রশংসা না করলেই নয় ভাই! আপনার গোধূলি লগ্নের করা ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে ভাই। সরিষা ক্ষেত খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ আপনার সুন্দর মতামত তুলে ধারার জন্য।।

  ·  3 years ago (edited)

ভাইয়া,5 নং ছবি ও শেষের ছবি দুটি এত ভালো লেগেছে আমার কাছে যে বলে বোঝানো যাবে না।এককথায় অসাধারণ ।👌আপনি আপনার প্রত্যেকটি ছবি সুন্দরভাবে ক্যাপচার করেছেন।সরিষা ক্ষেতের ছবিগুলো দেখে ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া।

ধন্যবাদ আপনার সুন্দর মতামত তুলে ধারার জন্য।।