ফটোগ্রাফি 📹🎥পদ্মার চরের সৌন্দর্য উপভোগ।

in hive-129948 •  2 years ago  (edited)

১৮চৈত্র , ১৪২৯ বঙ্গাব্দ

০১এপ্রিল , ২০২৩ খ্রিস্টাব্দ
০৯রমাদান, ১৪৪৪ হিজরী
শনিবার।
বসন্তকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


🎥📹

1680324384318.jpg

আজ আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরো একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমার ভ্রমণ কাহিনী এবং কিছু ফটোগ্রাফি। যদিও এই ফটোগ্রাফি গুলা করা শীতের শেষের দিকে যখন সরিষা ফুল চারিদিকে ফুটে থাকে।। প্রতিনিয়তই নতুন নতুন ফটোগ্রাফি করতে আমার কাছে খুবই ভালো লাগে বলতে পারেন ফটোগ্রাফির প্রতি আমার অন্যরকম একটি নেশা রয়েছে। ফটোগ্রাফি করতেও যেমন ভালো লাগে তেমনি যদি আমাদের ব্লগে কেউ ফটোগ্রাফি পোস্ট শেয়ার করে সেটি আমি আরো ভালোভাবে পর্যবেক্ষণ করি আমার ফটোগ্রাফির স্কিল টা ভালো করার জন্য।। যাহোক পদ্মারচর ভ্রমন এবং কিছু ফটোগ্রাফি আজ আপনাদের মাঝে তুলে ধরছি আশা করছি ভালো লাগবে।


📹🎥

IMG_20230401_104050.jpg

প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে আমরা প্রতিনিয়ত মুগ্ধ হয়ে যাই। বিশেষ করে বসন্তকালের প্রকৃতি আমাদেরকে সব থেকে বেশি মনোরম দৃশ্য দেখার সুযোগ এবং বেশি আনন্দ দিয়ে থাকে।। আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে শীতের শেষের সময়টা যখন পদ্মা নদীর পানি কমতে থাকে বিশাল বড় চর জেগে ওঠে এবং কৃষকরা ব্যস্ত হয়ে পড়ে সেখানে বিভিন্ন ধরনের ফসল ফলানোর জন্য।। ওই সময় উল্লেখযোগ্য এবং আকর্ষণীয় ফসল থাকে সরিষা।। ফটোগ্রাফি তে লক্ষ্য করলেই আপনি দেখতে পাবেন চারিদিকে শুধু সরিষা ফুলের সৌন্দর্য। মাঝ দিয়ে সরু একটি পথ তার মধ্যে দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিল এক মুরুব্বী ।চোখে দেখতে অনেক ভালো লাগছিল তাই ক্যামেরা বন্দী করে আপনাদের কেউ দেখার সুযোগ করলাম আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে।


📹

IMG_20230401_103528.jpg

IMG_20230401_103845.jpg

উপরের দুটি সুন্দর ফটোগ্রাফিতে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন মহিষের গাড়ির মাধ্যমে ধানের খড় বোঝাই দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। মূলত আমি আপনাদেরকে এখানে দারুন একটি সৌন্দর্য দেখানোর চেষ্টা করেছি চারিদিক দিয়ে সরিষা ক্ষেত মাঝ দিয়ে পথ দিয়ে বই নিয়ে যাওয়া মহিষের গাড়িটি অন্যরকম একটি সৌন্দর্য বহন করছে।। আসলে গ্রামের মেঠো পথ ধরে হেঁটে চলা আর চারিদিকে যদি এমন সরিষা ক্ষেত থাকে তাহলে কেমন ভালো লাগতে পারে একটু ভেবে দেখুন।


🎥📹

IMG_20230401_103724.jpg

IMG_20230401_103802.jpg

ফটোগ্রাফি করার জন্য পড়ন্ত বিকেলের সময় টাই পারফেক্ট তাইতো আমরা বিকেল বেলায় গিয়েছিলাম।। ফটোগ্রাফিতে আপনারা দেখতে পাচ্ছেন সরিষা ক্ষেতের মাঝে ডালপালা চড়ানো তার উপরে পাখিগুলা বসে রয়েছে আনমনে দখিনা হাওয়ায় মন দোলাচ্ছে।। কিচিরমিচির সুরে ডাকাডাকি করছে এক কথায় পরিবেশটা অসাধারণ ছিল এই জায়গাটাতে আমরা কিছুটা সময় দাঁড়িয়ে এদের কলরব উপভোগ করেছি এবং দারুন সময় পার করেছি।।


🎥📹

IMG_20230401_103935.jpg

নদীর পানি যখন কমতে থাকে তখন শ্যাওলা গুলো পানির উপরে ভেসে ওঠে। আমি দেখেছি তখন পাখিগুলো শ্যাওলার উপর দিয়ে হাঁটাহাঁটি করছে আর ছোট ছোট মাছ ধরে খাচ্ছে।। আর কিরে মধুর সুরে ডাকাডাকি করছে যদি কেউ প্রথমবারের মতো এমন সৌন্দর্য উপভোগ করতে আসে তাহলে তার ইচ্ছে করবে এখানে কিছুটা সময় দাঁড়িয়ে থাকি।।


🎥📹

IMG_20230401_103637.jpg

পদ্মা নদীর পানি যখন কমে যায় দুপাশ দিয়ে নদী বয়ে যায় আর মাঝ দিয়ে সুবিশাল চর। চোরের উপর মাঝে মাঝে রয়েছে বাড়ি ঘর কেউবা গরুর খামার করেছে কেউবা কৃষিকাজের জন্য সাময়িকের জন্য বাড়ি করেছে কেউ বা সেস পাম্প এর ব্যবস্থা করেছে ফসল ফলানোর জন্য। আমরা এই ঘরের এখানে কিছুটা সময় অতিবাহিত করেছিলাম এবং এখানে একটি কল রয়েছে যেহেতু হাঁটাহাঁটি করছিলাম একটু ক্লান্ত এখান থেকে পানিও খেয়েছি। বিশেষ করে ঘরের চারিপাশে সরিষা ফুল ফুটে থাকায় ঘরের সৌন্দর্যটি অনেক বেড়ে গিয়েছে।।


🎥📹

IMG_20230401_104244.jpg

IMG_20230401_104311.jpg

চোরের মাঝ দিয়ে ছোট্ট একটি নদী বয়ে গেছে যেটি পার হয়ে এপার ওপার কাজ করতে হয় কৃষকদের। আমরা যখন ছোট নদীটি পার হছিলাম বিকেলের বেড়ায় তখন দেখতে পেলাম একজন কৃষক একদল গরু নিয়ে বাড়ি ফিরছে আমরা নদীর এপার থেকে দেখছিলাম দৃশ্যটি খুব ভালো লাগছিল এজন্য ফটোগ্রাফিতে যোগ করে নিলাম।


🎥📹

IMG_20230401_104146.jpg

দিনটি ছিল মেঘলা কখনো সূর্য ফুটফুটে আলো দিচ্ছিল আবার কখনো সূর্য ঢেকে যাচ্ছিল মেঘলা আকাশের মাঝে। এক সময় দেখলাম সূর্য বার বার মেঘের আড়ালে উঁকি দিচ্ছে ঠিক তখনই একটি ফটোগ্রাফি করলাম আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে।

যাহোক দেখতে দেখতে পোস্টের শেষ পর্যায়ে চলে এসেছি অনেকগুলা ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরেছি যদিও ফটোগ্রাফি গুলো বেশ কিছুদিন আগে ফ্রেমবন্দি করেছিলাম। যখন পদ্মা নদীতে পানি অথৈ পানি থাকে তখন এর সৌন্দর্য এক রকম আর যখন পানি থাকে না চর জাগে তখন সৌন্দর্য আরেকরকম।। দেখেছি পদ্মা ধ্বংসরূপ দেখেছি পদ্মার সৌন্দর্য। যা হোক আশা করছি আজকের ফটোগ্রাফি তে যেগুলো আপনাদের সাথে শেয়ার করে নিলাম আশা করছি ভালো লাগবে।



লোকেশন:

ডিভাইসঃ Canon 600d



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

শীতের শেষে পদ্মার চরের বেশকিছু ফটোগ্রাফি আজ শেয়ার করেছেন। দারুন লাগলো আপনার তোলা ফটোগ্রাফি গুলো। প্রকৃতির অপরুপ সৌন্দর্য ফুটে উঠেছে আপনার ফটোগ্রাফিতে।অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে সাথে থাকার জন্য

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন পদ্মার চরের সৌন্দর্য উপভোগ ভ্রমণ কাহিনী ও ফটোগ্রাফি। সত্যি আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। আমার কাছে আপনার ফটোগ্রাফির মধ্যে মেঘলা আকাশে সূর্যের ফুটফুটে আলো দেখতে বেশ ভালো লেগেছে। পাখিগুলো যখন মাছ ধরে খাচ্ছিল সেই দৃশ্যটি দেখতে সত্যিই ভালো লেগেছে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

আপনার কাছে মেঘলা আকাশ এবং পাখিগুলোর মাছ ধরার দৃশ্য ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম আসলে আমার ফটোগ্রাফি তখনই সার্থকতা অবলম্বন করে যখন আপনাদের সুন্দর মন্তব্য পড়ি

আসলেই ভাইয়া বসন্ত কালে প্রকৃতির সৌন্দর্য অন্যরকম ভাবে আমাদের কাছে ধরা দেয়। তাছাড়া সরিষা ক্ষেতের ফটোগ্রাফি খুবই চমৎকার হয়। আপনিও বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফি গুলো অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে ঘর সহ সরিষা ক্ষেতের ফটোগ্রাফি এবং সূর্যের ফটোগ্রাফিটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

প্রকৃতির অপরূপ সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ধন্যবাদ আপু।।

বসন্ত মানেই হলো নতুন সাজে নতুন রুপে প্রকৃতিকে দেখা। আর সরষে ফুলগুলোর মাঝে আপনি যেভাবে ফটোগ্রাফিগুলো করেছেন সেগুলো সত্যিই অসাধারণ দেখাচ্ছে। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ডালে বসে থাকা এই পাখিগুলোর ছবি। তাছাড়া মহিষ খড় বয়ে নিয়ে যাচ্ছে এই দৃশ্যটা হয়তোবা দেখা হয়নি। কারণ গরুর মাধ্যমে এ বিষয়টা আমাদের এদিকে দেখেছিলাম। যদিও সেটা অনেক আগে। তবে ভাইয়া আপনি প্রত্যেকটা ফটোগ্রাফিতে দারুণ কিছু ফুটিয়ে তুলেছেন যা সত্যিই অনেক মনোমুগ্ধকর লাগছে।

আসলে আমাদের অঞ্চলের পদ্মার পাড়ে এবার এত পরিমাণ সরিষার আবাদ হয়েছে যে যখন সব সরিষার ফুল ফুটেছে যে কেউ আমাদের অঞ্চলে গেলে হতভাগ হয়ে যাবে এবং কিছুটা সময় অতিবাহিত করতে চাইবে এই সুজলা সুফলা শস্য-শ্যামলার মাঝে।।

আমি তো মনে করি আজকে সবচেয়ে বেস্ট ফটোগ্রাফি আপনি করেছেন। এত নিখুঁতভাবে ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন আমি তো দেখে হা করে তাকিয়ে ছিলাম। পদ্মা চরের সৌন্দর্য আপনার ফটোগ্রাফি না দেখলে আসলেই আমরা বুঝতে পারতাম না। চারপাশের সরিষা, পাখি ,গরু, ছোট ঘর সবমিলিয়ে চমৎকার লাগলো আমার কাছে। এরকম ফটোগ্রাফি দেখলে মনে হয় ওখানে যেন চলে যায়। যাই হোক আপনি এত সুন্দর ভাবে প্রকৃতির সৌন্দর্য আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে খুশি হলাম।

এই দিনের বেস্ট ফটোগ্রাফি করেছি কিনা জানিনা তবে সব সময় চেষ্টা করি সুন্দর ফটোগ্রাফি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে।।

এই সময়টাতে প্রাকৃতিক সৌন্দর্যতা উপভোগ করতে ভীষণ ভালো লাগে। বসন্ত মানেই হচ্ছে চারদিকে সবুজ শ্যামল প্রকৃতির সৌন্দর্যের ছোঁয়া পাওয়া এবং বিভিন্ন রকমের ফুলের ছোঁয়া পাওয়া। এভাবে প্রাকৃতির মাঝে ঘুরাঘুরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হয় মনের ভেতর। আপনার ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লেগেছে। অন্যরকম একটা অনুভূতি শেয়ার করলেন সবার মাঝে।

আসলে আমি প্রায় প্রতিদিন বিকেল বেলায় এরকম ভাবে বন্ধুদের সাথে ঘুরতে যেতাম এবং নিজেকে হারিয়ে ফেলতাম এই সবুজ শ্যামল সুন্দর প্রকৃতির মাঝে।।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

পদ্মার চর এত সুন্দর আপনাদের ফটোগ্রাফির মাধ্যমে দেখে বোঝা যায়। পদ্মার চরে ঘুরতে যেয়ে বেশ সুন্দর ফটোগ্রাফি নিয়েছেন ফটোগ্রাফি গুলো বরাবরই আমার দেখতে অনেক ভালো লাগে। এমন সুন্দর প্রকৃতির মাঝে বারবার ফিরে যেতে ইচ্ছে করবে। ফটোগ্রাফি আকারে শেয়ার করেছেন পদ্মার চরের ঘুরে বেড়েনোর দৃশ্য অনেক ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে।

আসলে এখন আপনাদের সাথে যে মৌসুমের ফটোগ্রাফি শেয়ার করে নিয়েছি এই মৌসুমে পদ্মার চর সেজে উঠে এক নতুন রূপে চারিদিকে যেমন সরিষার ফুল ফুটে থাকে তেমনি মৌমাছির ভনভন আওয়াজ প্রথম বারের মতো কেউ যদি আসে তাহলে মনে হবে যেন স্বপ্নপুরীতে এসেছে।।

ফটোগ্রাফির সৌন্দর্য তখনই বোঝা যায় যখন ফটোগ্রাফি গুলো করা হয়। আপনি তো প্রকৃতিক পরিবেশগুলোকে খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এরকম পরিবেশের ফটোগ্রাফি করতে হলেও অনেক ধৈর্য নিয়ে করতে হয়। চারপাশের সরিষা খেতে গুলো দেখতে ভীষণ আকর্ষণীয় দেখাচ্ছে। এত সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন ফটোগ্রাফি গুলো আমার কাছে এটা দেখে ভীষণ ভালো লাগলো।

ঠিকই বলেছেন সৌন্দর্য কখনো উপলব্ধি করতে পারি যখন ফ্রেমবন্দি করে বারবার দেখতে থাকি সবগুলো ফটোগ্রাফি আপনার কাছে ভাল লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ

image.png

পদ্মার চর থেকে ধারণ করা চমৎকার কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। গরু নিয়ে যাবার ফটোগ্রাফি এবং সরিষা ফুলের ফটোগ্রাফি গুলো খুবই ভালো লেগেছে। পাখিগুলোর মাছ ধরে খাবার ফটোগ্রাফি টা খুবই ভালো লেগেছে।

আসলে ভাইয়া ওখানকার দৃশ্য গুলো অনেক সুন্দর আমি শুধু ফ্রেমবন্দী করে আপনাদের সামনে উপস্থাপন করেছি গরু নিয়ে যাওয়া এবং সরিষা ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ।।

শীতের শেষে পদ্মা চরের চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। ফটোগ্রাফির সাথে বর্ণনা গুলো খুব সুন্দরভাবে দিয়েছেন আপনি। তবে মহিষ খড় নিয়ে যাচ্ছে। এবং পাখি মাছ ধরে খাবার দৃশ্য আমার কাছে খুবই ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

মহিষের গাড়িতে করে ঘর বহন করা হচ্ছে এবং পাখিদের মাছ ধরার দৃশ্য আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ধন্যবাদ প্রতিনিয়ত সুন্দর মন্তব্য করে সাথে থাকার জন্য।।

ভাইয়া আপনি তো দেখছি ফটোগ্রাফিতে খুবই সেরা। গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য আপনার ফটোগ্রাফিতে আমাকে আরো বেশি মুগ্ধ করেছে। সরিষাখেতের পাখি, গরুর পাল সহ মাঠে চরানো ,গরুর গাড়িতে করে খড় নেওয়া এজন্য অদ্ভুত সুন্দর।

ভালো ফটোগ্রাফি করতে পেরেছে কিনা জানিনা তবে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য করতে আমার খুবই ভালো লাগছে এবং অনেক উৎসাহ পাচ্ছি আরো ভালোভাবে ফটোগ্রাফি করতে ধন্যবাদ আপনাকে

বসন্ত মানেই হলো চারদিকে প্রকৃতির নতুন রূপের সাজসজ্জা। চারদিকে ফুলে ফুলে ভরে ওঠে প্রকৃতি। ভাইয়া ফটোগ্রাফি যদিও আপনার নেশা ফটোগ্রাফি গুলো দেখে আমার মনে হচ্ছে এটা আপনার পেশা। মনে হচ্ছে আপনি প্রফেশনাল একজন ফটোগ্রাফার। খুব সুন্দর লাগছে হলুদ শর্সে ফুলের মাঝে ছোট্ট পাখিটি, গরুর গাড়ি ,সাইকেল নিয়ে যাওয়া লোকটিকে।

আসলে ফটোগ্রাফি করা নেশা থেকেই এখন আমার বর্তমানে পেশাতে রূপান্তরিত হয়ে যাচ্ছে নতুন নতুন দৃশ্য ফ্রেমবন্দি করতে আমার খুবই ভালো লাগে ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য

শীতকালে ক্যামেরা বন্দী করা পদ্মাচরের কিছু ফটোগ্রাফি আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আমি তো সে শীতকালে চলে গিয়েছিলাম। বাহ্ ‍সুন্দর যেমন গরুর গাড়ীর দৃশ্য, তেমনি সুন্দর শষ্যে ফুলের দৃশ্য।

আমি যখন ফটোগ্রাফি গুলা দিয়ে বর্ণনা করতেছিলাম আমার কাছে মনে হচ্ছিল আমি যেন আবারও সেই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছি ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে ধন্যবাদ

গ্রাম বাংলার পারফেক্ট ছবি বলে যদি কিছু থাকে তবে এগুলোই সেগুলো।
গ্রাম বাংলার এই রূপে মুগ্ধ হতে যে কেউ বাধ্য।আর এত সুন্দর ছবি তার ফুল ক্রেডিট আপনাকে দিতেই হয়।🖤🖤

গ্রাম বাংলার ফটোগ্রাফি গুলা দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুবই খুশি হলাম আসলে এখন মনে হচ্ছে সবার মন্তব্য এবং আপনার মন্তব্য করে যে আমার ফটোগ্রাফি করা সার্থক হয়েছে ধন্যবাদ ভাইয়া।

ভাইয়া আপনি আপনার ফটোগ্রাফির মাধ্যমে পদ্মা শহরের অতি চমৎকার সৌন্দর্যগুলো আমাদের নিকট উপস্থাপন করেছেন। সরিষা ক্ষেতে ফিংগেরাজা পাখির ফটোগ্রাফিটি দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। অসাধারণ সুন্দর একটি ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া আমার ফটোগ্রাফি গুলা দেখে অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য চেষ্টা করি সব সময় আপনাদের মাঝে দারুন সব ফটোগ্রাফি তুলে ধরার জন্য।।

শীতের শেষের দিকে আপনি তো সরিষা ফুলের ক্ষেতের দারুণ কিছু ফটোগ্রাফি করেছেন ভাই। আপনি নিশ্চয়ই পদ্মার চড়ে গিয়ে প্রকৃতির এত সুন্দর সৌন্দর্য এর মাঝে খুবই সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। আপনার ফটোগ্রাফি স্কিল আরও বাড়ানোর জন্য , আপনি অন্যদের ফটোগ্রাফি পোস্ট ফলো করেন জেনে খুবই ভালো লাগলো। আপনি সবকটি ফটোগ্রাফি খুব সুন্দর ভাবে করেছেন ।অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

জি আপু পদ্মারচর ভ্রমণ করে সুন্দর সময় অতিবাহিত করেছি সেই সাথে সুন্দর ফটোগ্রাফি করে আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করেছি ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ।।