আসসালামু আলাইকুম
আশা করি সৃষ্টিকর্তার বিশেষ অনুগ্রহে এই মহামারী দিপদের মধ্যেও আপনারা সবাই ভালো আছেন।
আজ আমি যে পোস্টটি করেছি এটি আমাদের বাড়ির পাশ দিয়ে বয়ে চলা পদ্মা নদীর শাখা নদীর চিত্র বিশেষ। আশা করি চিত্র গুলো আপনাদের ভালো লাগবে।
https://w3w.co/interestingly.portrait.stigmas
আপনি দেখতে পাচ্ছেন একটি ছই যুক্ত ডিঙি নৌকা নদীতে খুটির সাথে বাঁধা আছে। ছবিতে আপনি ভালো করে লক্ষ করলে দেখতে পাবেন গুরি গুরি বৃষ্টি হচ্ছে।নৌকার মধ্যভাগে সাদা কাগজের ছই দেওয়া আছে। ছই এর মাধ্যমে রোদ ও বৃষ্টি থেকে সুরক্ষা নিশ্চিত করা যায়।মাছ ধরা ও নদী পারাপারের জন্য ব্যবহার করা হয়।
https://w3w.co/interestingly.portrait.stigmas
কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী কবিতায় বলেছিলেন আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর। এখন যদিও আষাঢ় মাস না তবুও নদী এখন পানিতে থই থই করছে। নদীর দুই কূলে পানি উঠেছে ডুবে গেছে ফসল ও ঘর।সব মিলে নদীর মাঝে ঘর দেখতে অনেক সুন্দর।
https://w3w.co/interestingly.portrait.stigmas
উপরের ছবিতে আপনি দেখাতে একটি মাছ ধরা ট্রলার নদীর তীরে বাঁধ আছে। আপনি লক্ষ করলে দেখতে পাবেন ট্রলারটিতে ছই বাধানো আছে।এবং উপরে শুকাতে দেওয়া আছে সোনালী আঁশ পাট এর পাটকাটি।পানি এখন লোকালয়ের কাছাকাছি প্রায়।
https://w3w.co/interestingly.portrait.stigmas
আপনি দেখতে পাচ্ছেন নদীতে সূর্য ডোবাট দৃশ্য অনেক মনোমুগ্ধকর। সূর্যর কিরণ পানিতে পড়ে ঝিকিমিকি করছে।চারিপাশে অন্ধকার নেমে এসেছে।
অনেক সুন্দর লিখেছেন ভাই। নদীর তীরে ঘুরতে আমারও অনেক ভাল লাগে । আমিও মাঝে মাঝে নদীর তীরে যাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit