ফ্রি হ্যান্ড স্কেস এর মাধ্যমে 🌺 একটি ফুলের চিত্র।

in hive-129948 •  2 years ago 

১০পৌষ , ১৪২৯ বঙ্গাব্দ

২৬ডিসেম্বর , ২০২২ খ্রিস্টাব্দ
৩০জমাদিউল আউয়াল, , ১৪৪৪ হিজরী
সোমবার ❤️
শীতকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


🌺

IMG_20221226_100445.jpg

আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমার আজকের ফ্রি হ্যান্ড এস্কেসের মাধ্যমে প্রস্তুত করা ভিন্নধর্মী এক ফুলের প্রদর্শনী নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ।আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। বর্তমান আবহাওয়া খুবই খারাপ কখন শীত আর কখন গরম পড়ছে কিছু বুঝতেই পারছি না। এদিকে আবহাওয়াবিদরা আমার বলছে বেশ কয়েকদিন বাংলাদেশের উপরে বয়ে যেতে পারে সৈত প্রবাহ। যার প্রভাব আজ সকাল থেকেই দেখতে পাচ্ছি। আপনারা সবাই প্রতিনিয়ত সাবধানে থাকবেন না হলে ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হতে পারেন। যাহোক তাহলে চলুন এবার শুরু করি মূল পোস্ট।



🌺

IMG_20221226_095753.jpg

প্রয়োজনীয় ইন্সট্রুমেন্ট

১.হোয়াইট পেপার
২.তিন কালারের বলপেন
৩.স্কেল পেন্সিল।


🌺

IMG_20221226_095818.jpg

এখন থেকে কাল্পনিকভাবে প্রতি সপ্তাহে একটি করে ফ্রি হ্যান্ড স্কেস এর মাধ্যমে ফুল প্রস্তুত করার চেষ্টা করছি। আজ আপনাদের মাঝে যে ফুলের দৃশ্যটি ফুটিয়ে তুলেছি আসলে এই ফুলটিরে হুবহু এইরকম হবে আমার পূর্বে ধারণা ছিল না। প্রথমে আমি ফুলের মূল কাঠামোটি অংকন করি।


🌺

IMG_20221226_095848.jpg

এই ধাপে এসে আমি মূল ফুলের ভিত্তিপ্রস্থ অঙ্কন করেছি এখন মোটামুটি বুঝতে পারছেন এই ফুলকে কেন্দ্র করে সম্পূর্ণ চিত্রটি অঙ্কন করা হবে।


🌺

IMG_20221226_095914.jpg

মূল ফুলটি প্রস্তুত করার পর এবার আপনারা দেখতে পাচ্ছেন ফুলের ডানপাশকে ঘিরিয়ে কয়েকটি পাপড়ি অঙ্কন করেছি।


🌺

IMG_20221226_095958.jpg

এই ধাপে এসে ফুলের আরো তিনটি পাপড়ি অঙ্কন করে সম্পূর্ণ ফুলটি একটি ফুলের আকৃতিতে রূপান্তরিত করলাম।


🌺

IMG_20221226_100043.jpg

এই ধাপে এসে আপনারা দেখতে পাচ্ছেন ফুলের ডাল এবং তিনটি পাতা অঙ্কন করেছি।প্রথমে ভেবেছিলাম ফুলটি এমনই রাখবো কিন্তু ফুল অঙ্কন করলাম সাথে যদি ডাল এবং পাতা না থাকে তাহলে কেমন হয়।**


🌺

IMG_20221226_100147.jpg

সুন্দর একটা ফুল অঙ্কন করলাম সেটাতে যদি কালার না করতে পারি ভালোমতো তাহলে দেখতে তেমন একটা ভালো লাগবে না। তাইতো চিন্তা ভাবনা করলাম পাতাগুলো সবুজ এবং পাপড়ি গুলো লাল রঙে সজ্জিত করব। এবার আপনারা দেখতে পাচ্ছেন ডালের এক সাইডের পাপড়ি সবুজ রুমে সজ্জিত করেছি।


🌺

IMG_20221226_100307.jpg

ফুলের সাথে একটি ডালে মোট তিনটি পাপড়ি দিয়েছি প্রথম ধাপে দেখেছি দুটি প্রাপ্তিতে সবুজ কালার এবার দেখতে পাচ্ছেন বাকি আরো একটি পাতাতে সবুজ রঙে সজ্জিত করেছি। এখন মোটামুটি দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে।


🌺

IMG_20221226_100445.jpg

এবার ফুলের শুধু মূল কাঠামোটুক লাল রঙে সজ্জিত করেছি সময় স্বল্পতার কারণে সম্পন্ন ফুল টি অঙ্কন করতে পারেনি। যাহোক এভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমার সিগনেচার সহ ফুলের মূল অবকাঠাম। যা হোক চেষ্টা করেছি ফ্রি হ্যান্ড এর মাধ্যমে একটি ফুলের দৃশ্য প্রস্তুত করে আপনাদের মাঝে প্রদর্শন করার। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।



লোকেশন:

ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

বায়োলজি প্রাকটিক্যাল শেষ করার পর সেভাবে আর ফুল আঁকা হয়নি।আগে তাও আঁকাআঁকি করতাম,এখন তা হয়না।
পুরো ফুলটা রঙ করলে রেজাল্ট আরো ভালো হতো বাট সময় স্বল্পতা!কিছুই করার নেই।
ভালো ছিল সবমিলিয়ে। শুভ কামনা রইলো 🥰।

আসলে আমি ইঞ্জিনিয়ারিং সেকশনের ছাত্র হওয়াতে প্রতিনিয়তই আঁকি-মুক্তির কাজে ব্যস্ত থাকতে হয় তাই মোটামুটি ফ্রি হ্যান্ড স্কেস ভালোই আয়ত্ত করে নিতে পেরেছি।।

ফুল সবাই ভালোবাসে ফুলের সৌন্দর্যে সকলেই বিমোহিত। তাই আমি মনে করি যে ফুল যে ধরনের আঁকুক না কেন সবাই পছন্দ করবে। খুব সুন্দর একটি ফুল শেয়ার করেছেন আমাদের মাঝে ।ভাইয়া সম্পূর্ণ ফুলটি রং করে ফেলতেন তাহলে মনে হয় আরো আকর্ষণীয় লাগত। যাইহোক এমনিতেই ভালো লাগছে।

অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে সুন্দর এবং উৎসাহমূলক একটি মন্তব্য করার জন্য।

জানুয়ারী মাস বাংলাদেশের সবচেয়ে শীতল মাস।
এ মাসে শীত থাকবেই! আপাতত সাবাধানে থাকাই ভালো। যায়হোক, অনেকটা জবা ফুলের মতো লাগছে দেখতে! খুব সুন্দর হয়েছে আর্টটি ভাইয়া

ঠিকই বলেছেন জানুয়ারি মাস বাংলাদেশের সব থেকে বেশি শীত পড়ে। ঠান্ডা জনিত রোগ থেকে দূরে থাকতে হলে অবশ্যই আমাদের প্রতিনিয়ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে ধন্যবাদ আপনাকে।।

ওয়াও!ফ্রি হ্যান্ড স্কেস এর মাধ্যমে 🌺 একটি ফুলের চিত্র।দেখতে খুবই সুন্দর লাগছে🥰। আমারও স্ক্যাচ করতে ভীষণ ভালো লাগে। সময় পেলেই চিত্রাঙ্কন করতে ভালোবাসি।যাই হোক আপনার ফ্রি হ্যান্ড স্ক্যাচটি আমার কাছে খুব ভালো লেগেছে। এত সুন্দর একটি স্ক্যাচ করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

আপনার সঙ্গে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইজান আপনার সুন্দর মন্তব্যটির জন্য।। আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছি ভালো কোন কিছু প্রস্তুত করে আপনাদের মাঝে সবসময়ই তুলে ধরার।।

এবার তুলনামূলকভাবে শীতের প্রকোপ কম থাকলেও সকাল থেকে কিন্তু ভীষণ শীত পড়েছে। একেবারে মেঘলা আকাশ এবং শীতল বাতাস। যাই হোক ভাইয়া আপনার ফুলের অঙ্কনটি সত্যি সুন্দর হয়েছে। তবে মাঝখানের অংশে লাল রং করলে বোধ হয় আরো বেশি পূর্ণতা পেত। পাতাগুলো দেখতেও ভীষণ সুন্দর হয়েছে।

ঠিকই বলেছেন আপু সম্পূর্ণ চিত্রটি যদি দুই কালারের সজ্জিত করতে পারতাম তাহলে দেখতে আরো বেশি প্রাণবন্তর হতো।

ওয়াও ভাইয়া শুধু হাত দিয়ে চমৎকার একটি ফুলের আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। পুরো ফুলটি লাল রঙ দিলে আমার মনে হয় দেখতে আরো সুন্দর লাগতো। তাছাড়া এমনিতে পুরো আর্ট টি দেখতে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া এতো সুন্দর ফুলের আর্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য।

আসলে আপু ফ্রি হ্যান্ড স্কেচ প্রস্তুত করতে বরাবরই আমার অনেক ভালো লাগে তাই তো মাঝে মাঝে একটি একটি করে ট্রাই করি আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ধন্যবাদ।

ঢাকা শহরে তো প্রথম থেকে শীত ছিলই না তবে কয়েক দিন ধরে একটু শীত পড়েছে। সকালবেলা ঘুম থেকে উঠলে দেখা যায় চারপাশে কুয়াশায় ঢাকা। সকালের এই সুন্দর দৃশ্য দেখলে খুব ভালো লাগে।যাই হোক খুব সুন্দর একটি আর্ট করেছেন। তবে সম্পূর্ণ কালার করলে এত সুন্দর আর্ট পূর্ণতা পেতো। ফুল দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

আসলে প্রথম প্রথম কোথাও এমন শীত ছিল না কিন্তু এখন শীতের প্রকোপ টা একটু হলেও বোঝা যাচ্ছে মনে হচ্ছে এখন থেকে কিছুদিন শীত পড়বে ভালই

খুবই সুন্দর ফুলের চিত্র অঙ্কন করেছেন। সত্যি আপনার চিত্রটি দেখতে পেয়ে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর চিত্র অংকন আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকে সবসময় সুন্দর এবং উৎসাহমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।।।