''DIY এসো নিজে করি''কার্টুন কেটে ঘর তৈরি (10% beneficiary @shy-fox)

in hive-129948 •  3 years ago 

৪ঠা কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ

২০অক্টোবর , ২০২১ খ্রিস্টাব্দ
১৩রবিউল আওয়াল, ১৪৪৩ হিজরী
বুধবার
হেমন্তকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।


IMG_20211020_180629.jpg

আমাদের কমিউনিটির সবাই খুব সুন্দর সুন্দর ড্রাই পোস্ট করে, তেমনি আমিও আজকে আপনাদের সামনে একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আমার আজকের ড্রাই কাটুন কেটে ঘর তৈরি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


ধাপঃ১.

IMG_20211020_173512.jpg

IMG_20211020_151127.jpg

IMG_20211020_173808.jpg

IMG_20211020_173735.jpg

প্রথমে আমি কার্টুন কেটে 17 সেন্টিমিটার বাই 13 সেন্টিমিটার করে ফাউন্ডিং তৈরি করি। এরপরে প্রস্থের দেয়াল।পিছনের সেট,ঘরের চাল,বারান্দার চাল তৈরি করি।যা আপনারা উপরের ছবিতে দেখতে পাচ্ছেন।


ধাপঃ২.

IMG_20211020_173711.jpg

এরপর ফাউন্ডিং এর সাথে পিছনের সেট আঠা দিয়ে সংযুক্ত করে দিই।


ধাপঃ৩.

IMG_20211020_173841.jpg

এবারও ফাউন্ডিং এর দুই পাশ দিয়ে প্রস্থের দেয়াল আটা দিয়ে সংযুক্ত করে দিই।


ধাপঃ৪.

IMG_20211020_173921.jpg

পূর্বে বানানো সামনের দেওয়াল জানালা-দরজা সহ ফাউন্ডিং এর উপর সংযুক্ত করে দিই।


ধাপঃ৫.

IMG_20211020_153032.jpg

এবার গ্লু গান এর আঠা দিয়ে ঘরের চালা সংযুক্ত করে দিই।


ধাপঃ৬.

IMG_20211020_174001.jpg

IMG_20211020_174027.jpg

এবার ঘরের বারান্দা লাগানোর জন্য পাটকাঠি দিয়ে দুইটা খুটি বানাযই। এবং খুটি ফাউন্ডিং এর উপর আটা দিয়ে সংযুক্ত করে।


ধাপঃ৭.

IMG_20211020_155816.jpg

IMG_20211020_174112.jpg

এবার ঘরের বারান্দা গ্লুগান আঠা দিয়ে সংযুক্ত করি এবং একটি জানালার তৈরি করিন প্রস্থের দরজায় যা চিত্রে দেখতে পাচ্ছেন।


৮.

IMG_20211020_161048.jpg

IMG_20211020_160401.jpg

এবার বারান্দা এবং জানালায় গ্রিল সেট করি যা পাটকাটি দিয়ে বানানো হয়েছে। এবং গ্লু গান এর সাহায্যে সংযুক্ত করা হয়েছে।


ধাপঃ৯.

IMG_20211020_175947.jpg

IMG_20211020_175907.jpg

সম্পন্ন অংশে পাটকাঠি দিয়ে তৈরি গ্রিল সেট করার পরে বিভিন্ন ভিউ দেখানো হয়েছে যা আপনারা উপরের চিত্রে দেখতে পাচ্ছেন।


ধাপ১০.

IMG_20211020_180513.jpg

IMG_20211020_180407.jpg

IMG_20211020_180304.jpg

IMG_20211020_180157.jpg

সম্পন্ন ঘর বানানো কমপ্লিট হওয়ার পরে ঘরের বিভিন্ন ভিউ আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি।


শেষ ধাপঃ

IMG_20211020_180629.jpg

এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল কার্টুন কেটে আজকে আমার ঘর বানানোর চিত্র আশা করি আপনাদের ভালো লাগবে।


লোকেশন:

https://w3w.co///adamant.spasmed.showerhead


ডিভাইস : realme


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আসলে কাটুম দিয়ে ঘর তৈরি। এত সুন্দর চিন্তাধারা অনেক সুন্দর সময় নিয়ে আপনি তৈরি করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য 😍😍😍

বাহ কার্টুন দিয়ে অনেক সুন্দর একটি ঘড় বানাইছেন। অনেক প্রতিভা আছে আপনার। শুভকামনা রইল আপনার জন্য

আপনাকে অসংখ্য ধন্যবাদ 😍😍😍

আপনি খুবই দক্ষতার সাথে কার্টুন কেটে ঘর তৈরি করেছেন ।এ ঘরটি আমার খুবই ভালো লেগেছে। অনেক দক্ষতার সাথে সুন্দর একটি ঘর তৈরি করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। আপনার প্রতি ভালোবাসা অবিরাম।

বাহ অসাধারণ একটি ঘর তৈরি করেছে। দেখে খুব ভালো লাগলো। তাই আপনার জন্য অনেক শুভকামনা রইল। ধন্যবাদ ভাইয়া।

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যর জন্য। 😍😍😍

আপনার আজকে কাজটি আমার খুব বেশি ভালো লেগেছে।
একদম দোকান থেকে কেনা শোপিসের মতো লাগছে।
অনেক দারুণ হয়েছে।

আপনাদের ভালো লাগার মধ্যেই আমার সার্থকতা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ 😍😍😍

ওয়াও!
এক কথায় অসাধারণ 😍

খুবই সহজে ধাপে ধাপে ঘর বানানো দেখিয়েছেন

অনেক শুভকামনা রইল আপনার জন্য

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। 😍😍😍

🙏🙏❤️🙏🙏🙏🙏

😍😍😍

আপনার তৈরি ঘর দেখে আমি মুগ্ধ। আশেপাশে পরিত্যক্ত জিনিস দিয়ে যে সুন্দর ঘর তৈরি করেছেন তা প্রশংসা যোগ্য। আপনার জন্য শুভকামনা রইলো।

সুন্দর মতামতের জন্য ধন্যবাদ 😍😍

অসাধারণ একটি পোস্ট।ঘরটি খুবই সুন্দর লেগেছে।ঘর তৈরির শুরু থেকে শেষ পর্যন্ত পর্যায়ক্রমে ধাপে ধাপে তুলে ধরেছেন।সব মিলিয়ে অসাধারণ পোস্ট আর এই পোস্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ। 😍😍😍

শুভ কামনা 💚

খুব সুন্দর কাজ, আপনার দিনটি সুন্দর হোক

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

ধন্যবাদ আবার বন্ধু

😍😍

☺☺

ভাইয়া জাস্ট অসাধারণ হয়েছে আপনার কাজটি।

ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এটি শেয়ার করার জন্য

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

বাহ অনেক সুন্দর ঘর বানিয়েছেন দেখতেছি। আপনার ঘর বানানোর পদ্ধতি আমার কাছে অনেক ভালো লেগেছে। এরকম আমি একটা ঘর বানাতে চাই। শুভেচ্ছা ও অভিনন্দন আমার পক্ষ থেকে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

আপু মনি আপনার অনেক প্রতিভা আছে। এতো সুন্দর ক্রিয়েটিভ একটি ঘড় তৈরি করেছেন আমি মুগ্ধ। জাস্ট ওয়াও!

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

সত্যি ভাইয়া অনেক মেধা ও বুদ্ধি খাটিয়ে আপনি ধৈর্য সহকারে ধাপে ধাপে একটি বাড়ি নির্মাণ করেছেন,আমার বাংলা ব্লগের সকল বন্ধুদের উপহার দেওয়ার জন্য। আপনার বাড়ি নির্মাণ টি অসাধারণ হয়েছে, যা দেখে আমি মুগ্ধ হয়ে সাথে সাথে আপনাকে ফলো করে নিলাম।

আপবাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর করার জন্য।
জেনে খুশি হলাম যে আপনার কাছে আমার পোস্ট ভাল লেগেছে।

কাটুন কেটে আপনি অনেক সুন্দর একটি ঘর তৈরি করেছেন। আপনি অনেক দক্ষতার অধিকারী ভাই। কি দারুন ভাবে ঘড় তৈরি করেছেন আমি দেখেই অবাক হয়ে গেলাম। প্রতিটা স্টেপ অনেক সুন্দর ভাব আমাদের মাঝে তুলে ধরেছেন শুভকামনা রইলো আপনার জন্য

ধন্যবাদ