বাংলা আমার অহংকার ||কবিতা||১০% লাজুক খ্যাকের জন্য

in hive-129948 •  3 years ago  (edited)

২৮আশ্বিন, ১৪২৮ বঙ্গাব্দ

১৩অক্টোবর , ২০২১ খ্রিস্টাব্দ
৬রবিউল আওয়াল, ১৪৪৩ হিজরী
বুধবার
শরৎকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।


আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার লেখা বাংলাকে নিয়ে একটি কবিতা। কবিতায় বাংলার রুপ বৈচিত্র্য ও সৌন্দর্যের কিছু বর্ণনা তুলে ধারর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে।
তাহলে শুরু করা যাক।


IMG_20211013_162219.jpg


বাংলা আমার অহংকার

সবুজ দিয়ে ঘেরা আমার দেশ বাংলা
বাংলা আমার ভালবাসা
বাংলা আমার মাতৃভাষা
বাংলা ভাষায় জুরায় আমার প্রাণ।
পল্লীগীতি, ভাটিয়ালি এই বাংলা গান!

রূপসী বাংলার ছবি এই হৃদয় জুড়ে
তাইতো আমি বাংলায় লিখি গান ।
বাংলার হৃদয় জুড়ে আছে মায়ের ভালোবাসা ও স্নেহ।
তাইতো বাংলার আঙ্গিনায় আমার অসীম ক্ষমতা।

ছয় ঋতুতে ছায়ায় ঘেরা আমার সবুজ বাংলা।
শীত, গ্রীষ্ম, বর্ষা শরৎ, হেমন্ত ও বসন্ত কেটে যাচ্ছে বেশ ভাল।
ভালোবাসা রূপসী বাংলা তরুপল্লবের সবুজ ছায়া -
এই বাংলার মাটিতে, প্রিয়জনদের পরম স্নেহের ভালবাসা!

আছে বাংলায় ঐতিহ্য বইমেলা, বৈশাখী আর পূজা।
লালন, হাসান রবীন্দ্র, বাউল গান,
দেশকে ভালোবেসে উজাড় করি প্রাণ।
কখনো চৈত্রের খড়ায় হই শুকনো কাঠ।
কখনো বর্ষার বৃষ্টিতে ভিজে হই শীতল।


লোকেশন:

https://w3w.co///stingray.causing.fairies


ডিভাইস ঃrealme


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমাদের দেশ সম্পর্কিত কবিতাটি অনেক সুন্দর হয়েছে। সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ ও অভিনন্দন।

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

বাংলা আমার অহংকার কবিতাটি পরে খুব ভালো লাগলো। আপনার কবিতা লেখার হাতটা অনেক ভালো। শুভকামনা রইল ভাইয়া।

ধন্যবাদ ভাই।

ধন্যবাদ ভাই।

আপনার কবিতায় বাংলার প্রকৃতির সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন।বাঙ্গালীদের গর্ব করার বিষয় গুলো ফুটে তুলেছেন।ধন্যবাদ আপনাকে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানান।

অনেক সুন্দর কবিতা।যার মধ্যে প্রকৃতি, উৎসব ও মাটির গানের কথা ফুটে উঠেছে।ধন্যবাদ ভাইয়া।

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।