ফটোগ্রাফি আমাদের ছোট নদী (beneficiary 10% @shy-fox)

in hive-129948 •  3 years ago 

০২আশ্বিন, ১৪২৮ বঙ্গাব্দ

১৬ই সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ
৮রা সফর, ১৪৪৩ হিজর
বুধবার
শরৎকাল।


আসসালামু ওয়ালাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।


১.

IMG_20210916_194848.jpg

আমাদের বাড়ির পাশ দিয়ে একটি নদী বয়ে গেছে বর্ষার সময় নদীটি পানিপূর্ণ হয়ে যায় সেই সময়ে আমাদের এলাকার লোকজন ছোট নৌকায় করে নদীতে মাছ ধরে এই চিত্রটিতে আপনারা দেখতে পাচ্ছেন দুজন ব্যক্তি ছোট্ট একটি নৌকা নিয়ে মাছ ধরছে তারা প্রতিদিন প্রায় 5 থেকে 6 কেজি করে মাছ ধরতে পারে তাদের জীবন বৈচিত্র সত্যি অনেক সুন্দর।
আপনি লক্ষ করলে দেখতে পাবেন টিপ টিপ বৃষ্টি হচ্ছে মাথায় ছাতা মুড়ি দিয়ে মাছ ধরছে।


২.

IMG_20210916_195005.jpg

দাঁড় টেনে নদী পার হওয়া অনেক কষ্টের তাই বর্তমান সময়ের মাঝিরা তাদের নৌকাতে ইঞ্জিন উঠিয়েছে। ইঞ্জিনচালিত নৌকার সুবিধা হল এটি অনেক দ্রুত যাতায়াত করতে পারে। এই চিত্রটিতে আপনারা দেখতে পাচ্ছেন, কয়েকজন লোক নৌকা করে নদী পার হচ্ছে। তাদের চোখে একরাশি স্বপ্ন। তাদের উদ্দেশ্য মাছ ধরা।


৩.

IMG_20210916_194934.jpg

টিপ টিপ বৃষ্টি ঝরছে অঝোরে আজ সারাদিন ধরে বিষন্ন ভাবনয় কাটেনা সময় আসবে কেমন করে। আপনি লক্ষ করলে দেখতে পাবেন বৃষ্টি হচ্ছে তবুও কাজের সন্ধানে এপার থেকে ও পারে ছুটে চলছে।


৪.

IMG_20210916_194909.jpg

নদীর দুই পাশ দিয়ে মানুষের বাস ও পার থেকে আসছে হাট গামি মানুষ।


৫.

IMG_20210916_195036.jpg

থেমে থেমে বৃষ্টি হচ্ছে আকাশের দিকে তাকালেই বোঝা যাচ্ছে নীল আকাশের নিচে কোথাও সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে আবার কোথাও কালোমেঘের টুকরা। এই মনে হচ্ছে বৃষ্টি হয় হয় ভাব।


৬.

IMG_20210916_195058.jpg

পরিষ্কার আকাশ সূর্য ডুবে গেছে। মাঝে মাঝে নীল আকাশের বুকে ভেসে যাচ্ছে সাদা মেঘের ভেলা। দেখেই বোঝা যাচ্ছে এখন শরৎকাল।


লোকেশন:

https://w3w.co/bonanza.corruptly.motivate


ডিভাইস ঃrelmi


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ফটোগ্রাফি গুলো ভালোই ছিল এবং সেই সাথে ছবিগুলোর বিবরণও খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

প্রকৃতির আর নদীর ছবি সব সময়েই অনেক সুন্দর হয়। আপনি আপনার ফোন দিয়ে নদীতে নৌকা ছবি অনেক সুন্দর করে তুলেছেন আমার অনেক পছন্দ হয়েছে। আপনার জন্য শুভকামনা রইলো

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

খুব সুন্দর কিছু ফটগ্রাফি করেছেন ভাই। নদীর দৃশ্যগুলো খুব সুন্দর ও মনোরম লেগেছে আমার কাছে।

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি।সেই সাথে আপনি খুব সুন্দর বর্ণনা উপস্থাপন করেছেন।অনেক ধন্যবাদ আপনাকে আপনার ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। ছবি সম্পর্কে সুন্দর বর্ণনা উপস্থাপন করেছেন।।

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

আসলে আগেকার চেয়ে সবকিছু আধুনিক বা ডিজিটালাইজড হচ্ছে।তাই নদীপথে বৈঠা ছাড়া শ্যালো ইঞ্জিন চালিত নৌকায় বেশি মানুষ চড়ছে, কারন এটিতে তাড়াতাড়ি যাওয়া যাবে,যেমনটি স্থলপথে পা দিয়ে ঠেলা ভ্যান থেকে অটো চার্জার ভ্যান বেশি চলে।
অনেক সুন্দর ও বাস্তব একটি পোস্ট করেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ।

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ