আজ বিকালে পদ্মার পাড়ে কাটানোর সময় কিছু ফটোগ্রাফি।(10%beneficiary @shy-fox)

in hive-129948 •  3 years ago  (edited)

২২আশ্বিন, ১৪২৮ বঙ্গাব্দ

৭অক্টোবর , ২০২১ খ্রিস্টাব্দ
২৯শে সফর, ১৪৪৩ হিজরী
বৃহস্পতিবার
শরৎকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।


১.

IMG_20211007_170246.jpg

ঘাসফড়িং এবং অন্যান্য ছোট পোকা যেমন মাছি, মৌমাছি, পিঁপড়া, প্রজাপতি ইত্যাদি অন্যতম গুরুত্বপূর্ণ শিকারী। এগুলি সাধারণত পুকুর, হ্রদ, ঝর্ণা এবং জলাভূমির আশেপাশে পাওয়া যায়, কারণ তাদের লার্ভা, যা নিম্ফ নামেও পরিচিত, জলজ।

আক্রান্ত স্থান ব্যথা-প্ররোচিত কামড় সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে দংশনের জায়গাটি ভালোভাবে পরিষ্কার করতে হবে, অন্যথায় এটি ফোসার আকার নিতে পারে এবং রোগ ছড়াতে পারে।


২.

IMG_20211007_170626.jpg

এই ছবিটি উঠানোর পরে আমার বারবার শুধু রবীন্দ্রনাথের আমাদের ছোট নদী কবিতাটি বারবার মনে পড়ছিল উনি কবিতায় বলেছিলেন আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি উপরের ছবিতে লক্ষ্য করলে দেখতে পারবেন যে একটি নৌকা চলে যাচ্ছে এবং কৃষক তাদের গরু এবং গাড়ি নদী পার করে নিয়ে আসছে


৩.

IMG_20211007_170436.jpg

এই ছবিটি ওঠানো বিকেল বেলা সূর্য তখন গোলাপী কালার ধারণ করে এই ডুবে যায় যায় অবস্থা সে সময় পাটকাঠির পালার ওপর থেকে আমি তাকে দেখে সূর্য যেন আমার সাথে উঁকি মারছে এজন্যই ছবি ক্যামেরাবন্দি করে ফেলি।


৪.

IMG_20211007_170149.jpg

উপরের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন নীল আকাশের বুকে অসংখ্য সাদা মেঘের ভেলায় ভেসে বেড়াচ্ছে মনে হচ্ছে যেন কুয়াশার চাদরে ঘেরা নিচে একটি চিল উড়ে যাচ্ছিল হঠাৎ করে এটা ক্যামেরা বন্দি করে ফেলি।


৫.

IMG_20211007_170102.jpg

দাঁড় টেনে নদী পার হওয়া অনেক কষ্টের তাই বর্তমান সময়ের মাঝিরা তাদের নৌকাতে ইঞ্জিন উঠিয়েছে। ইঞ্জিনচালিত নৌকার সুবিধা হল এটি অনেক দ্রুত যাতায়াত করতে পারে। এই চিত্রটিতে আপনারা দেখতে পাচ্ছেন, কয়েকজন লোক নৌকা করে নদী পার হচ্ছে। তাদের চোখে একরাশি স্বপ্ন। তাদের উদ্দেশ্য মাছ ধরা।


৬.

IMG_20211007_165820.jpg

IMG_20211007_165607.jpg

প্রায় সন্ধা ঘনিয়ে এসেছে নীল আকাশের বুকে কিছু সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে জানান দেশে যে শরৎ কালের চিত্র কিছু পাখি সারাদিন টইটই করে ঘুরে বেড়ায় খাইয়ে খাইয়ে এখন তাদের বাসায় ফিরার উদগীরণে নদীর উপর দিয়ে কারেন্টের তার চলে গেছে তার উপরে আনমনে বসে আছে


৭.

IMG_20210929_191645.jpg

বিকেল ঘনিয়ে এসেছে এখনো সূর্যের কিরণ তীর্যকভাবে পড়ছে নদীর ধারে বরই তলাতে বসে ছিলাম হঠাৎ করে নদীর দিকে তাকিয়ে দেখি যে সামনে সাদা পানি আর গাছের পাতা দিয়ে সূর্যের আলো পড়ে চিকচিক করছে হঠাৎ করে এটা খুব ভালো লাগলো তাই ক্যামেরাবন্দী করে ফেললাম


লোকেশন:

https://w3w.co///striker.ousts.brass


ডিভাইস ঃ redmi


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে আপনি আপনার পোস্টটি ফুটিয়ে তুলেছেন।খুবই সুন্দর হয়েছে ভাই।উপস্থাপনা অনেক সুন্দর ছিল।ধন্যবাদ আপনাকে আপনার পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাদের ভালো লাগার মধ্যেই আমার ফটোগ্রাফি সার্থকতা।
ধন্যবাদ ভাই।

ছবিগুলো সুন্দর হয়েছে। বেশ গুছিয়ে লিখেছেন। ১ম,২য় এবং ৫ম ছবিটা ভালো হয়েছে। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ রুপক ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

শেষের ছবিটা খুব ভালো লেগেছে আমার কাছে।
কি সুন্দর লাগছে, পাতা গুলো সূর্যের আলোতে চিক চিক করছে, সেই সাথে গাছের ঠিক ওপারে নদী।
সব মিলিয়ে জমে গেছে ।

আপনাদের ভালো লাগার মধ্যেই আমার ফটোগ্রাফি সার্থকতা।
ধন্যবাদ নুসরানুর আপু।

বৈদ্যুতিক তারের সঙ্গে পাখির মেলামেশা এবং নদী ভ্রমণ এবং অন্য সমস্ত ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর করে সংগ্রহ করা হয়েছে।। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার আনন্দঘন মুহূর্ত গুলো কে আমাদের মাঝে শেয়ার করার জন্য

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মুহূর্ত গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

প্রকৃতির সাথে একাত্ম হয়ে যাওয়ার আনন্দটা অনেক পছন্দের একটি বিষয় আমার কাছে। আর আপনি বিকেল বেলা পদ্মার পাড়ে অবসর সময়ে ঘোরাফেরা করেছেন সেটাও নিশ্চয়ই আনন্দের। পোস্টে আপনি প্রাকৃতিক বিষয় নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।এবং প্রত্যেকটি ছবি তো অসাধারণ রুপময়।ছবির সাথে লেখনীর একটা গভীর সম্পর্ক লক্ষ্য করা যায়। যাইহোক, সবমিলিয়ে বিষয়গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।

আপনাদের ভালো লাগার মধ্যেই আমার ফটোগ্রাফি সার্থকতা খুজে পাই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

পদ্মার পার থেকে আপনি অনেক দারুব দারুন ফটোগ্রাফি করেছেন সাথে সুন্দর উপস্থাপন। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

ফোটোগ্রাফিগুলি অসাধারণ ভাইয়া।কিন্তু আমার কাছে অবাক লেগেছে নদীর মধ্যে মাত্র 3-4 টি পদ্মফুল দেখে ।সত্যিই বর্ষাকালে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার লাইনগুলি মনে পড়ে।ধন্যবাদ ভাইয়া।

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।