🍲রেসিপি🍲নতুন আলু দিয়ে ইলিশ মাছ ভুনা🍲😋১০%লাজুক শিয়ালের জন্য ❤️

in hive-129948 •  3 years ago 

১১মাঘ, ১৪২৮ বঙ্গাব্দ

২৫জানুয়ারি , ২০২২ খ্রিস্টাব্দ
২২জমাদিউল সানি, , ১৪৪৩ হিজরী
মঙ্গলবার।
শীতকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


🍲🍲🍲🍲

1643049700562.jpg

IMG_20220125_003928.jpg

আমাদের কমিউনিটির সবাই খুব সুন্দর সুন্দর রেসিপি প্রস্তুত করে আমাদের মাঝে শেয়ার করে। যেটি দেখে আমিও উৎসাহ বোধ করি রেসিপি প্রস্তুত করার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন আলু দিয়ে ইলিশ মাছ ভুনার রেসিপি। আমি এর পূর্বে এরকমভাবে রেসিপি প্রস্তুত করতে পারতাম না। কিন্তু যবে থেকে আমার বাংলা ব্লগে কাজ শুরু করেছি এবং সুন্দর সুন্দর রেসিপি দেখে আমি নিজেও এখন একজন রাঁধুনি হয়ে গেছি। মোটামুটি ভালই এখন রেসিপি প্রস্তুত করা শিখে গেছি। আশা করছি আমার আজকের প্রস্তুতকৃত রেসিপি আপনাদের ভালো লাগবে।

উপকরণপরিমাণ
ইলিশ মাছ২টা
আলু৪টা।
পুয়াজ৫টা
রসুন২টা।
শুকনা মরিচপরিমাণ মতো।
লবণ৪ চা চামচ।
তেলপরিমাণ মতো।
লবণস্বাদমতো।
হলুদদুই চা চামচ।
জিরা২ চা চামচ।
এলাচের ফল৫টা।
দারচিনিপরিমাণ মত।

🍲ধাপ০১

1643049788327.jpg

প্রথমে মাছ দুইটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ছোট ছোট করে কেটে আবারো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আলাদা একটি পাত্রে রেখে দিই। এরপর আলু উপরের পর্দা ফেলে দিয়ে আলুগুলো সাইজ মত কেটে ধুয়ে একটি পাত্রে রাখি। তারপরে পিয়াজ মরিচ এবং আদা পাটায় বেটে আলাদা আলাদা করে রেখে দিই। তারপর পরিমাণমতো জিরা ভেজে উঠিয়ে রাখি।

🍲ধাপ০২

IMG_20220125_002955.jpg

এবার চুলার ওপর করায় দেই। করায় গরম হলে পরিমাণমতো তেল দিই‌ তেল দেওয়ার পরে কিছু সময় অপেক্ষা করি তেলটা গরম হওয়ার জন্য।

🍲ধাপ০৩

IMG_20220125_003033.jpg

তেলটা পরিমাণমতো গরম হয়ে গেলে এবার পূর্বে প্রস্তুত করা মসলাগুলো অর্ধেক অর্ধেক করে তেলের উপর দিয়ে ভাজতে থাকি যত সময় না বাদামী রং ধারণ করে।

🍲ধাপ০৪

IMG_20220125_003104.jpg

এবার মাছগুলো মসলার মধ্যে দিয়ে নাড়তে থাকি।

🍲ধাপ০৫

IMG_20220125_003142.jpg

IMG_20220125_003217.jpg

এবার মাছগুলো ভুনা করা হয়ে গেলে আলাদা একটি পাত্রে উঠিয়ে রাখি।

🍲ধাপ৬

IMG_20220125_003302.jpg

মাছ ভুনা করা হয়ে গেলে এবার আবারও পরিমাণমতো তেল কড়াই উপর দিয়ে দিই। তেল গরম হলে বাদবাকি মসলা তেলের উপর দিয়ে ভাজতে থাকি যত সময় পর্যন্ত বাদামী রং ধারণ করে।

🍲ধাপ০৭

IMG_20220125_003328.jpg

এবার আলু কুচি গুলা মসলার মধ্যে ছেড়ে দিয়ে যত সময় পর্যন্ত না সিদ্ধ হয় তত সময় পানি দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকি।

🍲ধাপ০৮

IMG_20220125_003359.jpg

এই ধাপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে এবং সুন্দর কালার হয়েছে।

🍲ধাপ০৯

IMG_20220125_003522.jpg

IMG_20220125_003610.jpg

এবার আলুর মধ্যে পরিমাণমতো পানি দিই এবং পূর্বে ভুনা করা মাছগুলো পানির মধ্যে ছেড়ে দিই।

🍲ধাপ১০

IMG_20220125_003643.jpg

IMG_20220125_003821.jpg

এবার পূর্বে ভেজে রাখা জিরা, এলাস, দারচিনি, এবং লবঙ্গ একসাথে করে বেটে ভ্যানিশ করে তরকারির মধ্যে ছেড়ে দিই ,।এবং 5 মিনিট চুলার উপরে তরকারিটি রেখে দিয়ে নামিয়ে ফেলি ।

🍲ধাপ১১

IMG_20220125_003952.jpg

IMG_20220125_003928.jpg

IMG_20220125_003858.jpg

এবার চুলা থেকে নামিয়ে পরিবেশনের জন্য আলাদা একটি পাত্রে তরকারিটি ঢেলে নিই। যা আপনারা উপরের চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছেন কিছু ভিউ।

🍲🍲শেষধাপ

IMG_20220125_003952.jpg

1643049700562.jpg

এরই মধ্যে দিয়ে শেষ করছি আমার আজকের রেসিপি আলু দিয়ে ইলিশ মাছ ভুনা রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছিল খুব মজা করে খেয়েছি কালারটা দারুণ ভাবে ফুটে ছিল আমি চেষ্টা করেছি সুন্দর করে রান্না করে আপনাদের সাথে সুন্দরভাবে উপস্থাপন করার আশা করি আপনাদের ভালো লাগবে


লোকেশন:

https://w3w.co


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

নতুন আলু দিয়ে ইলিশ মাছ ভুনা রেসিপি খুব সুন্দর হয়েছে। নতুন আলুর স্বাদ সব সময় ভিন্ন রকমের আর তার সাথে যদি ইলিশ মাছ থাকে তাহলে তো কথাই নেই। এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ আপু🌹
সুন্দর মন্তব্য করার জন্য।।

ইলিশ মাছের নাম শুনলেই তো জিভে জল চলে আসে। আর আপনি আলু দিয়ে ইলিশ মাছ ভুনা করেছেন, রেসিপিটি দেখে খেতে খুব ইচ্ছে করছে। দেখেই বুঝা যাচ্ছে খুবই সুস্বাদু এবং টেস্টি হয়েছে। আলুর সাথে ইলিশ মাছ ভুনা রেসিপি উপকরণ খুব সুন্দর করে দিয়েছেন। এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত তুলে ধরার জন্য🌹🌹

নতুন আলু দিয়ে ইলিশ মাছ ভুনার রেসিপি টা খুব সুন্দর লাগছে। দেখতে খুব লোভনীয় লাগছে। ইলিশ মাছ খেতে এমনিতেই অনেক সুস্বাদু হয়ে থাকে সাথে নতুন আলুর মিশ্রনে আহ্ কি যে লাগছে দেখতে 😋😋। নতুন আলু দিয়ে ইলিশ মাছ ভুনা সম্পর্কে সুন্দর বিশ্লেষন করেছেন। শুভকামনা ভাইয়া।

ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত তুলে ধরার জন্য🌹🌹

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

নতুন আলু দিয়ে ইলিশ মাছ ভুনা রেসিপি আপনি দারুণভাবে করেছেন। আমার অনেক ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল


IMG_20220106_113311.png

ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত তুলে ধরার জন্য🌹🌹

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

ইলিশ মাছ মানেই এক অনন্য মজার রেসিপি। আপনি নতুন আলু দিয়ে ইলিশ মাছের রেসিপি তৈরি করেছেন আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি প্রতিটি স্টেপ খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইলো

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

ধন্যবাদ ভাইয়া❤️❤️❤️

নতুন আলু দিয়ে ইলিশ মাছ ভুনার অনেক মজাদার একটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার রেসিপিটি দেখেই মনে হচ্ছে অনেক লোভনীয়। ইলিশ মাছ বরাবরই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ এধরনের একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য ❤️❤️

বাজারে এখন প্রচুর নতুন আলু। আর নতুন আলুর স্বাদই আলাদা। ইলিশ মাছ দিয়ে নতুন আলু ভুনা দেখতে খুব সুন্দর হয়েছে। আশা করি খেতেও চমৎকার লাগবে। শেয়ার করার জন্য ধন্যবাদ

জি ভাই খেতে অনেক সুস্বাদু হয়েছিল 😋😋😋
ধন্যবাদ

মাছে ভাতে বাঙালি আমরা। আমাদের জাতীয় মাছ ইলিশ তবে বাংলাদেশের অধিকাংশ পরিবারে ইলিশ মাছ খুব একটা তৃপ্তি সহকারে কিনে খেতে পারে না। যাই হোক সেই বিশাল ইতিহাস। তবে আজকের রেসিপি টি- অত্যন্ত সুস্বাদু হয়েছে। আপনার রন্ধন প্রণালী এবং উপস্থাপনা দেখে বুঝতে অনেকটা সহজ হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের মাঝে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া❤️❤️🌹
সুন্দর মন্তব্য করার জন্য

ভাই আজকে আপনি নতুন আলু দিয়ে ইলিশ মাছ ভুনা করেছেন দারুন হয়েছে দেখে তো খেতে ইচ্ছা করছে অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন আপনার জন্য শুভকামনা রইলো

আলু দিয়ে ইলিশ মাছ ভুনা আমার প্রিয় রেসিপির মধ্যে একটি। রেসিপির ধাপ গুলো সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। রেসিপি দেখে যেন লোভ সামলাতে পারছিনা।মন চাইছে একটু টেস্ট করে দেখতে। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি রেসিপি উপস্থাপন করার জন্য।

পরিবেশন করা আছে খেয়ে নিও।।।😁😁😁
ধন্যবাদ

ইলিশ আমাদের জাতীয় মাছ সেইসাথে এটি আমার অনেক প্রিয় একটি মাছ ।এটি খেতে আমি খুবই ভালোবাসি আপনি নতুন আলু এবং ইলিশ মাছ দিয়ে খুবই সুস্বাদু একটি ভুনা রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এখন শীতের সময় তাই বাজারে নতুন আলু উঠেছে এ আলু দিয়ে ইলিশ মাছ ভুনা রেসিপি খেতে খুবই মজাদার লাগবে। ধন্যবাদ আপনাকে এমন একটি রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত তুলে ধরার জন্য🌹🌹

অসাধারণ ভাই।নতুন আলু দিয়ে ইলিশ মাছ একবারে জিভে জল আসার মতো রেসিপি।ইলিশ মাছ অনেক ভালো লাগে আমার।আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা করেছেন। শুভ কামনা রইল আপানার জন্য।

ধন্যবাদ ভাই ❤️❤️

আলু দিয়ে ইলিশ মাছের ভুনা রেসিপি দেখি অনেক সুস্বাদু মনে হচ্ছে। তাই বারবার খেতে ইচ্ছা করছে। আপনি খুবই সুন্দরভাবে মজাদার রেসিপি তৈরি করলেন ও আমাদের মাঝে উপস্থাপন করলেন। আপনার জন্য রইল শুভকামনা।

ভাইয়া পরিবেশন করা আছে খেয়ে নিয়েন😁😁
ধন্যবাদ ❤️❤️

আরে বাহ্ চমৎকার রান্না করেছেন দেখছি 😋
ইলিশ মাছ তো এমনিতেই খুব ভালো লাগে ☺️ তারপর আবার নতুন আলু দিয়ে ভুনা ভুনা লা জবাব 👌 খেতে চলে আসবো একদিন 😊
কি খাওয়াবেন তো ?

জ্বি ভাই দাওয়াত রইল।। ❤️❤️
চলে আইসেন একদিন সময় করে আমাদের কুষ্টিয়ার ❤️

অনেক সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন ভাই আলু দিয়ে ইলিশ মাছের ভুনা। ইলিশ মাছ মানেই সাধের ভরপুর। আর আলু না থাকলে তো তরকারি অসম্পূর্ণ তাই থেকে যায় । আপনার রেসিপিটা অসাধারণ হয়েছে ভাই এবং ধাপে ধাপে বর্ণনা দিয়েছেন অনেক সুন্দর ভাবে।

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া❤️❤️
সুন্দর মন্তব্য করার জন্য 🌹🌹

ইলিশ মাছ খেতে তো এমনিতেই অনেক সুস্বাদু লাগে। আর ইলিশ মাছ যদি নতুন আলু দিয়ে রান্না করা হয় তাহলে তো মনে হয় আরো সুস্বাদু লাগে। তেমনি আপনাদের রেসিপিটা দেখে মনে হচ্ছে অনেক টেস্টটি হয়েছে। সত্যিই অসাধারণ একটা রেসিপি আমাদের খুব উপহার দিলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

জ্বি আপু খেতে খুব মজা হয়েছিল 😋😋😋
ধন্যবাদ 🌹🌹

নতুন আলু দিয়ে ইলিশ মাছ ভুনা রেসিপি দেখেই জিভে পানি চলে আসলো। ইলিশ মাছ আমার খুব প্রিয় মাছ। নতুন আলু দিয়ে ইলিশ মাছ ভুনা করে রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয়। অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভইয়া❤️❤️
সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ করার জন্য 🌹🌹

এখন নতুন আলু খেতে খুবই ভালো লাগে। কারণ শীতকালের নতুন আলু যখন বের হয় প্রথম প্রথম নতুন আলু দিয়ে যে কোন তরকারি রান্না করলে অনেক ভালো হয়। আপনি ইলিশ মাছ দিয়ে নতুন আলু রান্না করেছেন, এ রেসিপিটা তো অসাধারণ হয়েছে। ইলিশ মাছের যেকোনো রেসিপি একদম ভালো লাগে। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ আপু🌹🌹
সুন্দর মন্তব্য করার জন্য

ইলিশ মাছ আমার অনেক পছন্দের মাছ। আর আপনার রান্না টা বেশ লোভনীয় লাগছে ও মজার হবে মনে হচ্ছে। আমার কিন্তু বেশ খেতে ইচ্ছে করছে। কালারটা ও দারুণ হইছে। ধন্যবাদ ভাই এটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভইয়া সুন্দর মন্তব্য করার জন্য ❤️❤️

নতুন আলুর যে কত রকমের রেসিপি হয় কি বলব ভাইয়া। নতুন আলুর ভর্তা আমার সবচেয়ে বেশি পছন্দ। নতুন আলু মানে আলুর নতুন নতুন রেসিপি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদের সাথে মজাদার রেসিপি শেয়ার করার জন্য। অসংখ্য শুভেচ্ছা রইল আপনার জন্য।

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য

আমাদের জাতীয় মাছ ইলিশ । আর ইলিশ যে কোন সবজির সাথে রান্না করে খেতে খুবই ভালো লাগে। আপনি আলু দিয়ে সুন্দর করে রান্না করেছেন যেটা খেতে খুবই মজা হয়েছে নিশ্চয় । আপনার রেসিপি দেখতে লোভনীয় লাগছে । ধাপে ধাপে খুব সুন্দর করে রান্নার প্রসেস বর্ণনা করেছেন । ধন্যবাদ আপনাকে

অও ভাইয়া, আপনার আলু দিয়ে ইলিশ মাছের ভুনাটি দেখেই আমার খেতে মন চাচ্ছে।অনেক বেশি টেস্টি হয়েছে দেখে বুঝতে পারছি।কালারটি দূর্দান্ত হয়েছে👌👌ধন্যবাদ ভাইয়া।

ধন্যবাদ আপু❤️❤️
সুন্দর মন্তব্য করার জন্য 🌹🌹🌹