১৯পৌষ , ১৪২৯ বঙ্গাব্দ
০৩জানুয়ারি , ২০২৩ খ্রিস্টাব্দ
১০জমাদিউল সানি, , ১৪৪৪ হিজরী
মঙ্গলবার।
শীতকাল।
আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি
আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। বৈরী আবহাওয়া প্রচন্ড শীত আর পদ্মার পাড় থেকে ধেয়ে আস া বাতাসে যেন টিকাই মুশকিল বাড়ির বাইরে। যনজীবন কিন্তু থেমে নেই সবাই কর্মব্যস্ততায় মনোনিবেশ করেছে সকাল থেকেই। কৃষি প্রধান বাংলাদেশ মাঠে এখন প্রায় সব ধরনের ফসলী পরিচর্যা করার সময় যার জন্য প্রচন্ড ঠান্ডাকে অপেক্ষা করে মানুষ কাজে মনোনিবেশ করেছে। শুধু আমাদের কুষ্টিয়া জেলা নয় প্রায় সারা বাংলাদেশেই প্রচন্ড শীত আর বাতাস সূর্যের আলো দেখা মেলায় ভাগ্যের ব্যাপার হয়েছে মনে হচ্ছে আজ কয়েক দিন ধরে।
আজ আপনাদের মাঝে শেয়ার করব আত্মসাত নিয়ে কয়েকটি বাস্তব ঘটনা। মানুষের মধ্যে প্রচুর পরিমাণে ভেদাভেদ ভাতৃত্ববন্ধন যেন অমাবস্যার চাঁদ। আপন ভাই ভাই অথবা কাকাতো ভাই অথবা প্রভাবশালী কোন মানুষের কবলে পড়ে সহায় সম্পদ আত্মসম্মান হারিয়েছে এমন মানুষ আমাদের সমাজে খুঁজলে অনেক পাওয়া যাবে। সম্প্রতি গত দু'মাসে আমার বাড়ি আশেপাশে ঘটেছে এমন টাকা এবং জমি আত্মসাৎ এর ঘটনা সেখান থেকেই কিছু কথা আজ আপনাদের মাঝে শেয়ার করব।
বর্তমান সময়টা আত্মসম্মান মর্যাদা খ্যাত আর অর্থের প্রভাবে মানুষ পুষছে। মানুষের দিকে তাকালে মনে হয় টাকায় যেন সব সম্পদে মনে হয় সব। সম্পদ অর্জন করতে গিয়ে সারা জীবন বিসর্জন দিয়ে দিচ্ছে অথচ দেখা যাচ্ছে বেঁচে থাকতে সেই সম্পদটা ভোগ করে যেতে পারছে না অকালেই মৃত্যুবরণ করছে।। অল্পতে সুখে থাকা মানুষ পৃথিবীতে এখন খুঁজে পাওয়া মুশকিল। আমরা সবাই শুধু টাকা চাই টাকা আমাদের মনে হয় যে টাকা হলেই সব কিছু সম্ভব। আসলে টাকাই কি সব?? টাকায় কি আমাদের জীবনের সব সুখ শান্তির চাবিকাঠি?? একমাত্র টাকা হলেই কি আমরা সুখে শান্তিতে জীবন অতিবাহিত করতে পারি??
আপনি একটু চিন্তা করে দেখুন তো টাকা থাকলেই সব কিছু করা যায় কিনা বা সবকিছু হয় কিনা মোটেও না। টাকা থাকলেই কি আপনি পৃথিবীতে আপনার নির্দিষ্ট সময়সীমার পরে আরো একদিন বা একটা সেকেন্ড বেঁচে থাকতে পারবেন। যদি তাই হতো তাহলে চিন্তা করুন যমুনা ফিউচার পার্কের মালিকের কথা। সৃষ্টিকর্তা কিন্তু তাকে আঘাত সম্পদের মালিক করেছেন খ্যাতিস টাকা কোন কিছুরই তার কিন্তু অভাব নেই। করোনা ভাইরাসের সময় তিনি কিন্তু সবথেকে বড় লাইফ সাপোর্টে থাকতেন আমাদের মত ভাঙা ঘরে না। তারপরেও কি তার মৃত্যু ঠেকাতে পেরেছে তাকে। তার পরিবার-পরিজন আত্মীয়-স্বজন তার বাঁচানোর জন্য কি কোন চেষ্টা করেছিল। কি বুঝলেন আপনি এখানে টাকা থাকলেই কি সবকিছু হয়।**
এখন একটা ঘটনা বলি। গতকালকে বিকেলে গিয়েছিলাম পদ্মার চরে ফটোগ্রাফি করতে সেখানে গিয়ে দেখি মোদিচড়ে এক জায়গায় কিছু লোকের ভিড়। অনেকগুলা মানুষ এক জায়গায় দেখে এগিয়ে গেলাম গিয়ে দেখি আমাদের বাড়ির পাশের মানুষই ওখানে সব। পাশে এক বড় ভাইকে দেখলাম রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর তার বাবা তাকে নিয়ে কান্নাকাটি করছে আর মাথায় পানি দিচ্ছে। তার বড় দুই চাচা ওখানে দাঁড়িয়ে রয়েছে লাঠি হাতে। প্রথমে ভেবেছিলাম অন্য কারো সাথে মারামারি লেগেছে কিন্তু পরে বুঝলাম না তার চাচাই তাকে মেরেছে। ওখানে থাকা মানুষের কাছে কারণ জানতে চাইলে তারা বলে জমি ভাগের সময় তিন বিঘা জমি গোপনে রেখে জমি ভাগ হয়েছিল এখন সেটা সবাই টের পেয়েছে। চাচার কাছে ভাতিজা এই জমির ভাগ চাইতে গেলে কথা কাটাকাটি হয় আর তখনই চাচা তাকে মেরে রক্তাক্ত করে। তাহলে আপনি কি বুঝলেন?? এই পৃথিবীতে আমাদের যত প্রতিযোগিতা আর যত আবেগ অনুভূতি সবই আমাদের সম্পদকে আর টাকাকে ঘিরে। একটু ভাবুন তো?? কি হবে এই টাকা মৃত্যুর পরে কি কাজে আসবে আমার এই টাকা। অথচ আমি এত কষ্ট করে অর্জন করে যাচ্ছি আর সেটা ভোগ করবে আমার পরবর্তী প্রজন্ম। অথচ আমি মারা যাওয়ার পরে তারা আমার কথা কখনো মনেও রাখবে না।**
আমার এক বন্ধু আজ থেকে আট বছর আগে বিদেশ গিয়েছিল বিদেশ গিয়ে সে অনেক টাকা উপার্জন করেছে। মা-বাবা অনেক আগেই মারা গিয়েছে বাড়িতে ছিল তার বড় দুটি ভাই। সে ওখান থেকে টাকা উপার্জন করে দিয়েছে বাড়িতে ভাইদের কাছে। আর ভাইরা তাকে বলেছে যে তোর নামে এখানে জমি রাখছি। অথচ সে আট বছর পরে বাড়ি আসার পরে দেখল তার নামে কিছুই নেই সব জমি তার দুই ভাইয়ের নামে আর ভাবিদের নামে রেজিস্ট্রি করা। আমি যদিও তা পূর্বেই তাকে বলেছিলাম যে এরকম কিন্তু হচ্ছে। কিন্তু ও কিছুতেই আমার কথা বিশ্বাস করেছিল না। আর আমি এই কথা বলাতে ও আমার সাথে ছয় মাস কথাও বলেনি। কিন্তু বাড়ি আসার পরে যখন জানতে পারলো তখন ঘুরেফিরে সে আমার কাছেই আসলো। আমি আর কি করবো সান্তনা ছাড়া কিছুই দিতে পারলাম না ওকে। শুধু একটা কথাই বলছে বারবার যে গুটি কয়েক টাকার জন্য আমার আপন মায়ের পেটের ভাই আমার সাথে এমন কাজ করতে পারল। অথচ তার ভাইরা এখন বলছে ও কোন টাকায় দেয়নি তাদের। এই কথা শুনে ও সমস্ত ব্যাংক স্টেটমেন্ট উঠিয়েছে। গ্রামে একটি সালিশের ব্যবস্থা হয়েছিল তবে এতে কোন লাভ হয়নি। গ্রামের মক্কেল মাতব্বর সব টাকা দিয়ে কিনে নেয়া হয়েছিল। অথচ আমার বন্ধু আজ মনে হয় পথের ফকির এত টাকা ইনকাম করেছে আর তার কাছে এখন কোন টাকাই নেই। তাহলে কি বুঝলেন এত কষ্টে ইনকাম করা টাকা সেটাও আমার বা আপনার চিরস্থায়ী নয়।
তাহলে আসুন আবার আপনার রবের দিকে আপনার সৃষ্টি কর্তার দিকে। দেখুন তিনি কি বলেছেন আমাদের জীবন ধারণ করা সম্পর্কে। আমরা যদি আমাদের সৃষ্টিকর্তার দেখানো পথে চলতে পারি তাহলে আমাদের কোন ক্লান্তি বা গ্লানি থাকবে না জীবনে। সম্পদ আর সম্মান চিরদিন কারুর স্থায়ী নয়। আজ হয়তো যারা অত্যাচারী অত্যাচার করে মানুষের সম্পদ আত্মসাৎ করে নিচ্ছে। কাল হয়তো এমন একজন আসবে যে তাদের উপরে দাদাগিরি দেখাবে এবং তাদের টাকা পয়সা সম্পদ সব লুট করে নেবে। এটাই পৃথিবীর নিয়ম আর এটাই হয়ে আসছে সৃষ্টির শুরু থেকে।
এজন্য আসুন আমরা সৎপথ অবলম্বন করি। অসহায় দুঃখী মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। ভালো কাজগুলো করার চেষ্টা করি। শক্তি ক্ষমতা থাকলে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই। একদিন ছাড়তে হবে এই পৃথিবী কেউ পৃথিবীতে চিরস্থায়ী নয়।
ডিভাইসঃ Redmi Note 5
VOTE @bangla.witness as witness OR
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি বলতে আপনার কথা যদি শুনতে তাহলে এত বড় বিপদে পড়তে হতো না। আগে থেকেই সে সতর্ক হতে পারতো,আর এরকম ঘটনা অনেক ঘটতেছে। অনেকে অক্লান্ত পরিশ্রম এবং অর্থ দিয়ে পরিবারকে এগিয়ে নিয়ে যায়। অথচ বাকিরা সব গুলো আত্মসাৎ করে নেয়।এইরকম ঘটনা অনেক ঘটতেছে আমাদের সমাজে। ধন্যবাদ বাস্তবিক চিত্র তুলে ধরার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আমার বন্ধু মনে করেছিল যে ওর রক্তের আপন ভাই কখনো এত বড় বিশ্বাসঘাতকতা তার সাথে করবে না। কিন্তু ওর হয়তো জানা নেই ছুরি 🗡️ আঘাত করলে কাছের লোকজনই করে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক বলেছেন এবং বর্তমানে বাস্তবমুখী একটি পোস্ট করেছেন ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দুনিয়াতে টাকা সব নয় আবার টাকা ছাড়া কিছুই হয়না। উপর ওয়ালা প্রতিটি মানুষের জন্য রিজিক ঠিক করে দুনিয়াতে পাঠিয়েছেন কিন্তু কিছু মানুষ লোভের বশবর্তী হয়ে অন্যায় করে এবং অন্যের সম্পদ আত্মসাৎ করতে চায়। এরা মৃত্যুর ভয় পায়না ভাই। যাক উপর ওয়ালা সবাইকে হেদায়েত দান করুন। আপনার লিখনী এবং উদাহরণ গুলো সুন্দর ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এ কথা ঠিক যে দুনিয়াতে টাকাই সব নয় আবার টাকাই সব। তবে এই টাকার জন্য যে আমরা কত ধরনের প্রতারণার শিকার হচ্ছি বা নিজেরাও কত ধরনের প্রতারণার আশ্রয় নিচ্ছি সেটাই ভাববার বিষয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই চমৎকার একটি পোস্ট আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন আসলে আপনার এই কিছু কিছু ঘটনা পড়ে আমার খুবই ভালো লাগলো। আমিও ব্যক্তিগতভাবে সেটাই মনে করি টাকা থাকলেই সবকিছু করা যায় না আমি মনে করি এই টাকার কারণেই অনেকের সঙ্গে ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায়। যেমনটা চাচা ভাতিজার ক্ষেত্রে ঘটেছে, আসলে বর্তমান সময়ে জমির ব্যাপারে সকলেই অনেক বেশি সতর্ক সকলেই শুধু ধান্দা খুঁজতে থাকে কার জমি আত্মসাৎ করা যায়। কিন্তু মানুষ হয়তো এটা কখনো ভেবেই দেখে না যে এত কিছুর পরেও কি হবে এ সকল জমি দিয়ে। মানুষ সত্যিই নির্বোধ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে যেখানে আমরাই চিরস্থায়ী নয় সেখানে আমাদের সম্পদ কোনোভাবেই চিরস্থায়ী হয়ে থাকবে না। সে হয়তো আপনার কথা আগে শুনলে এখন আর এমনটা হতো না। আসলে আমাদের সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখতে হবে সবকিছুতে এবং তিনি আমাদের যা দিয়েছেন তার উপরে সন্তুষ্ট থাকতে হবে। ভালো লাগলো আপনার লেখাগুলো পড়ে। বাস্তব একটি ঘটনা আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিকই বলেছেন আমরা যেখানে চিরস্থায়ী নয় সেখানে আমাদের সম্পদও চিরস্থায়ী ভাবে থাকবে না কিন্তু এই কথাগুলো বোঝে কজন আর মানতেই বা চেষ্টা করে কজন সবাই শুধু ব্যস্ত ধন সম্পদ গুছানোর কাজে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে বর্তমানে চলতে গেলে টাকাটা সবকিছু। কিন্তু আবার টাকা মানুষের জীবন নয়। কিন্তু বর্তমানে লোভে পড়ে অনেকেই টাকা এবং জায়গা সম্পত্তি নিয়ে এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে। এটা যেন এখন এভেলেবেল হয়ে পড়েছে। টাকার জন্য সবার সম্পর্ক নষ্ট হয়। আপনি যে ঘটনাগুলো বলেছেন এগুলোও এই রকম ঘটনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওই যে একটা কথা আছে না লোভে পাপ পাপে মৃত্যু। চলতে পথে টাকার প্রয়োজন আছে কিন্তু অতিরিক্ত লোভে পড়ে যখন আমরা অতীত খারাপ কাজ করা শুরু করি তখন কিন্তু এটা কিছুতেই গ্রহণযোগ্যতা পায় না।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার আজকের পোস্টটি পড়ে মনটা বেশ খারাপ হয়ে গেল। কিন্তু ভাইয়া কিছুই করার নেই এটা এখন আমাদের সমাজে প্রচলিত বিষয় হয়ে গেছে। মানুষকে ঠকানো মানুষের জিনিস আত্মসাৎ করা মানুষের হক কেড়ে নেওয়া এগুলো যেন এখন সমাজের রীতিনীতিতে পরিণত হয়েছে। আপন কি পর। আমরা কি আর এই গন্ডি থেকে বের হতে পারব?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মানুষ এই যে এত কষ্টের টাকা রোজগার করতেছে অথবা আত্মসাৎ করে নিজের করে নিচ্ছি এই টাকা যে তার একদিন বিপদের কারণ হতে পারে এইটা কিন্তু কখনোই ভেবে দেখে না
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit