জমজ বোনের ভালোবাসার গল্প
নদীর পাড়ে দাঁড়িয়ে আছে দুই জমজ বোন, রূপা এবং মেঘা। তাদের চোখেমুখে একরাশ হাসি, মনের গভীরে অসীম ভালোবাসা। জন্মের পর থেকে একসঙ্গে বড় হওয়া এই দুই বোনের বন্ধন যেন প্রকৃতির এক অপার সৃষ্টি।
রূপা এবং মেঘা ছোটবেলা থেকেই একে অপরের ছায়াসঙ্গী। স্কুলের পথে, খেলার মাঠে, কিংবা বাড়ির আঙিনায়—তারা সবসময় একসঙ্গে। মেঘার দুরন্তপনায় রূপার শান্ত ভাব, রূপার বই পড়ার নেশায় মেঘার গল্প বলার ঝোঁক—এই সব
কিছুই তাদের ভালোবাসার বন্ধনকে আরও মজবুত করে তোলে।
একদিন নদীর পাড়ে দাঁড়িয়ে রূপা হঠাৎ করেই বলল, "মেঘা, জানিস, আমি কল্পনা করি যে একদিন আমরা এই নদীর পাড়ে বসে জীবন নিয়ে গল্প করব। আমাদের সুখ-দুঃখের সব কথা ভাগ করে নেব।" মেঘা হেসে বলল, "তুই তো একদম কবির মত কথা বলিস রূপা। কিন্তু জানিস, আমি মনে করি আমাদের স্বপ্নগুলোও একসঙ্গে পূর্ণ হবে।"
সময়ের স্রোতে তাদের জীবনে আসতে লাগল নানা পরিবর্তন। কলেজে ভর্তি হওয়া, নতুন বন্ধুদের সঙ্গে মেলামেশা, জীবনের নতুন অধ্যায়গুলো একে একে খুলে যেতে লাগল। তবুও রূপা আর মেঘার বন্ধন অটুট রইল। যখন রূপা দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য পাড়ি দিল, তখন মেঘা তাকে চিঠি লিখে প্রতিদিনের খবর জানাত।
কিছু বছর পর রূপা দেশে ফিরে এল। মেঘা তখন বিশ্ববিদ্যালয়ে পড়ছে। দুই বোনের আবার দেখা হল নদীর পাড়ে। তারা বসে পড়ল সেই পুরনো জায়গায়, যেখানে তারা ছোটবেলায় খেলত।
রূপা বলল, "দেখ মেঘা, আমরা এখনও একসঙ্গে, জীবনের সব রকম পরিবর্তনের মধ্যেও আমাদের ভালোবাসার বন্ধন অটুট রয়েছে।" মেঘা মাথা নেড়ে বলল, "হ্যাঁ রূপা, আমাদের ভালোবাসা চিরদিনের।"
এইভাবে দুই বোনের জীবনের গল্প নদীর স্রোতের মত বয়ে চলে। তাদের ভালোবাসার বন্ধন কখনও ছিন্ন হয় না। তারা জীবনের পথে হাতে হাত ধরে এগিয়ে চলে, জীবনের সব চ্যালেঞ্জ মোকাবিলা করে।
#Riverbank
#Friendship
#BengaliLiterature
#RomanticStory
#Bangladesh
#Culture
#SteemitContent
#BangladeshiLiterature
#SiblingLove
#TwinSisters
#LoveStory
#BengaliStory
#Poetry
#Literature
#SteemitBengali
#Family
#Bonding
#LifeStory
#BengaliPost
#JourneyOfLife