পরিচিতি পোস্ট: মোহসিনা লুৎফুর

in hive-129948 •  last year  (edited)

অনেক দিন পর ফিরে এলাম স্টিমিটে। প্রায় দু'বছর আগে এখানে পোস্ট করেছিলাম আমার প্রিয় শহরের একমাত্র নদী ব্রাহ্মপূত্রের দুটি আলোকচিত্র দিয়ে। "আমার বাংলা ব্লগ" কমিউনিটির এডমিন @winkles বলেছিলেন যেন আমি প্রথমে একটি পরিচিতি মূলক পোস্ট দেই। বিভিন্ন কারণে গত দু বছর ফিরে আসা হয়নি স্টিমিটে তাই পরিচিতি পোস্ট দেওয়া হয়নি। এবার যখন ফিরে এলাম তাই দেরী না করে প্রথমেই আমি আমার পরিচিতি জানাতে চলে এলাম । কারণ, এবার থেকে আমি নিয়মিত বাংলায় ব্লগ লিখার চেষ্টা করবো। এখন তাহলে পরিচয় পর্ব শুরু করা যাক,

IMG-20230703-WA0003.jpg

আমি মোহসীনা নাসরীন।

আমার জন্ম ও বেড়ে উঠা বাংলাদেশের দীর্ঘতম নদ ব্রহ্মপূত্রের কূলঘেঁষা ময়মনসিংহের শহরতলীর মনোরম একটি গ্রামে।

পড়াশোনা

ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ থেকে বাংলা সাহিত্যে অনার্স ও মাস্টার্স সমাপ্ত করি ।

বর্তমানে

আমি আমার প্রিয় শহর ছেড়ে হাজার মাইল দূরে ভারতের নয়া দিল্লিতে বসবাস করছি বরের পিএইচডির সুবাদে। ভালো লাগে বই পড়তে, নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে, নিজের হাতে রান্না করে প্রিয় মানুষদের মজার মজার খাবার খাওয়াতে, টুকটাক ফটোগ্রাফি করতে এবং অবসর সময়ে লিখালিখি করতে। আমার অবসরের সেই লেখালেখিকে এবার থেকে নিয়মিত ব্লগ আকারে লিখে যেতে চাই। আমার এই নতুন পথচলার পথে 'আমার বাংলা ব্লগ ' পরিবারের সকলেই পাশে চাই।

বিশেষ দ্রষ্টব্য :

গ্রুপের যাবতীয় নীতিমালা আমি পড়েছি এবং তা মেনে চলার চেষ্টা করবো। নিয়ম ০৫ (১) অনুযায়ী আমার নিজের কোন ছবি পরিচয় বৃত্তান্তের সঙ্গে দিতে পারছি না বলে আন্তরিক দুঃখিত, কারণ আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্য কোন ব্লগিং সাইটে আমার ছবি দিতে সাচ্ছন্দ্য বোধ করি না । আশা করি কমিউনিটির এডমিন প্যানেল সদয় হয়ে বিষয়টি বিবেচনা করবেন।

IMG-20230703-WA0002.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার ভেরিফিকেশ পোস্ট সঠিক হয়নি আপু, এই link টি ফলো করুন তারপর আবার এডিট করুন।

https://steemit.com/hive-129948/@hafizullah/3hnhiw-or-or
ধন্যবাদ।

আমার বাংলা ব্লগ এ আপনাকে স্বাগতম।
আপু আপনার পরিচিতি পোস্ট টি দেখলাম তবে একটা জিনিস আমার ভালো লাগেনি আপনি আমাদের শ্রদ্ধেয় এডমিন দাদার নাম টা এমন ভাবে উল্লেখ করেছে সেটা ভালো লাগেনি।উনি খুবই শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি তাই ওনার নাম উল্লেখ করার আগে অবশ্যই শ্রদ্ধাশীল হয়ে উল্লেখ করবেন তাহলে দেখতে অনেক ভালো লাগবে।আমরা এখানে সবাই সবাইকে সন্মান ও ভালোবাসা দিয়ে কথা বলি।আশাকরি কমিউনিটির সকল নিয়মকানুন মেনেই কাজ করবেন।অনেক অনেক শুভকামনা রইলো আপু।

ধন্যবাদ আপু। আমি এডমিন ভাইয়াকে অসম্মান কিংবা অশ্রদ্ধা করিনি। নিসন্দেহে তিনি একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি আমি উনাকে সম্মান ও শ্রদ্ধা করি। ভবিষ্যতে আমি আরও বেশি সতর্ক হবো শব্দ চয়নে।