রোমাঞ্চকর ভাইকিংস!!

in hive-129948 •  3 years ago 

ভাইকিংস [Vikings :2013-2020]

লিখেছেন : মাইকেল হাস্ট
জেনেরা : ড্রামা, হিস্টোরি, এডভেঞ্চার

আইএমডিবি : 8.5/10
পারসোনাল : 9.5/10

সিরিজটির প্লট মুলত ভাইকিং সপ্রাদয় নিয়ে। গ্রামের সাধারন কৃষক রাগনার লথব্রোক এর রাজা হয়ে ওঠা ও তার ছেলেদের শ্বাসনামল নিয়ে।

শুরু করা যাক সিরিজের একটা ডায়লগ দিয়ে [All Men Are Ambitious] অর্থাৎ সকল পুরুষই উচ্চাকাঙ্খী। গল্পের শুরুটা ঠিক হয় রাগনার এর এই উচ্চাকাঙ্ক্ষা নিয়ে। গ্রামের সাধারন খেটে খাওয়া কৃষক রাগনার বরাবরই উচ্চাকাঙ্খী এবং লড়াকু যোদ্ধা। ভাইকিংস হোওয়ায় বছরের একটা সময় তারা তাদের আসে পাশের সপ্রাদয় থেকে লুটপাট করে। কিন্তু রাগনার বরাবরই চাইতো নতুন ভুখন্ড।
নতুন ভুখন্ড খোজার এই চাওয়া থেকেই শুরু রাজা রাগনার লথব্রোকের কাহিনী।

পুরো সিরিজে গল্পের প্রধান চরিত্র রাগনারের অভিনয় ছিলো দেখার মতো। বাস্তবধর্মী অষ্টেলিয়ান এই অভিনেতার অভিনয় দেখলে যেকেউ মুগ্ধ হতে বাধ্য।
সিরিজের চরিত্র হিসেবে রাগনার, ফ্লোকি, বিওন, আইভার সহ সবার অভিনয় ছিলো দেখার মতো। সিরিজটা তে বাস্তবতা যেমন তুলে ধরা হয়েছে স্পষ্ট ভাবে তেমনি জীবনের উত্থান পতনের একটা ক্ষিন ইংগিত দেওয়া হয়েছে।

শিক্ষনীয় দিক :
উচ্চাকাঙ্খী হওয়া ও না হওয়ার বাস্তবতা।
জীবনের উত্থান পতনের সার্কেল

সব শেষ আপনাদের কাছে প্রশ্ন আপনারা যারা সিরিজটি দেখেছেন তারা কি মনে করেন
❝রাগনার লথব্রোক চরিত্রটি কী সত্যিই সফল??❞ আপনাদের মতামত জানাতে ভুলবেন না।

[বিঃদ্র: উপরক্ত বিশ্লেষণ সসম্পুর্ন আমার ব্যাক্তিগত মতামত তাই যে কেউ চাইলে ভিন্নমত প্রাকাশ করতে পারেন ]

EeCHcO1WoAEUJ2F.png

Image Source :
[https://images.app.goo.gl/KuGS632Dvb2yeSUv7]

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!