স্বপ্ন!!

in hive-129948 •  3 years ago 

ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে রুম থেকে বের হয়ে দেখি বাসায় আনেক লোকসমাগম। অনেক চেনা পরিচিত মুখ এক কথায় আত্নীয়। কি হয়েছে বেপারটা বুঝতে একটু উকি ঝুকি মেরে দেখি একটা খাটিয়া এক কোনায় রাখা। দেখে যা বুঝলাম খাটিয়াতে লাশ আছে। দেখে একরকম অবাক হয়ে আশে পাশের মানুষগুলোর মুখের দিকে তাকাতেই দেখি তারা অঝোরে কান্না করছে। ততক্ষনে বুঝতে বাকি নেই কেউ মারা গেছে, এক দৌড়ে আব্বু আম্মুকে খুজতে গিয়ে দেখি তারাও কান্নাকাটি করছে। যাকগে আব্বু আম্মুকে সুস্থ দেখে তখন মনে বেশ স্বস্তি এসেছে।

কেউ একজন বিলাপ করে কান্না করতেছে“ছেলেটা এই বয়সেই চলে গেলো, কতো স্বপ্ন ছিলো ওর।। " এই কথা শুনে বেশ কৌতুহল নিয়ে একরকম ঘোরএর ভেতর হেটে হেটে খাটিয়ার কাছে গেলাম। দেখালাম খুব সুন্দর করে কাফনে মুড়ে রাখা আছে একটা লাশ তার ওপর আড়াআড়ি ভাবে একটা জায়নামাজ দিয়ে ঢেকে রাখা, মানে সব প্রস্তুতি শেষ কবরস্থ করা হবে খুব তাড়াতাড়িই। কিছু না ভেবেই কাফনের মোড়কটা খুলেই দেখি সেখানে আমার নিথর দেহ পড়ে আছে। এটা দেখেই ছিটকে পড়লাম বেশ দূরে। পরক্ষনেই মনে হতে লাগলো আমি কি সত্যিই মারা গেছি? নাকি স্বপ্ন দেখতেছি। ভালোভাবে পর্যবেক্ষন করে বুঝতে পারলাম আসোলেই মারা গেছি আমি।

নিজের মৃত্যু মেনে নিয়ে ভাবতে লাগলাম আমার স্বপ্ন গুলোর কথা আমার লক্ষ্য গুলোর কথা যেগুলা আর কখনো পূরণ হবে না। সব স্বপ্ন সব লক্ষ্য অপূরণীয়ই থেকে গেলো। ভাবতে লাগলাম অমুক-তমুক যখন জানবে আমি মারা গেছি তখন তাদের কেমন লাগবে বা আসলেই কি কারো আসবে যাবে? বুঝলাম কেউ মনে রাখবেনা। কিন্তু আমার রেখে যাওয়া স্বপ্ন লক্ষ্যগুলোর কি হবে??
জীবন কি এটুকুই, জীবন মানেই কি তাহলে অপূর্নতা? জীবনে কি স্বপ্ন দেখা পাপ? পৃথিবীর জীবন কতোই ক্ষীণ!

এসব ভাবতে ভাবতে চোখ অন্ধকার হয়ে আসতে আসতে ঘুম ভেঙে গেলো মানে এতক্ষন আমি স্বপ্নই দেখছিলাম।

স্বপ্ন দেখা কি আসলেই পাপ??

[17 || 12 || 2021 সকালের স্বপ্ন]

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

পোস্টটি পড়ে আপনার জ্ঞানের পরিধি সম্পর্কে ধারণা পেলাম ,আপনার অনেক সুন্দর ক্রেটিভ মাইন্ড রয়েছে। আমাদের কমিউনিটি তে কাজ করতে হলে অবশ্যই আপনাকে প্রথমে পরিচয় মূলক পোস্ট করতে হবে। ধন্যবাদ

হবে। একটি কাগজে লিখতে হবে আমার বাংলা ব্লগ, আপনার স্টিমিট আইডি এবং তারিখ। সেই কাগজসহ সেলফি নিয়ে সেই সেলফির সঙ্গে আরও নূন্যতম চার-পাঁচটি ছবি এবং ২৫০ শব্দের একটি পরিচিতি মূলক পোস্ট লিখুন। পোস্টে আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবার সম্বন্ধে কিছু, আপনার জাতীয়তা এবং কোন এলাকা থেকে এই সমস্ত তথ্য উল্লেখ করতে হবে। l#abb-intro এই ট্যাগ ব্যবহার করতে হবে অবশ্যই। আইডি ভেরিফাই হওয়ার পর আপনি পোস্ট করতে পারবেন।

এই পোস্ট থেকে ভালোভাবে জানতে পারবেন কিভাবে পরিচিতিমূলক পোস্ট করতে হব-
https://steemit.com/hive-129948/@rme/4pwnok
আমার বাংলা ব্লগ এ কিভাবে আপনি সফল হতে পারবেন সেটা জানতে হলে এই পোস্টটি পড়ুন-
https://steemit. আমার বাংলা ব্লগ কমিউনিটিতে পোস্ট করতে হলে আপনাকে প্রথমে একটি পরিচিত মূলক পোস্ট করতে com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21
যেকোনো সমস্যার দ্রুত সমাধানের জন্য ডিস্করড এ যোগ দিন।চেষ্টা করবেন আপনার স্টিমিট আইডি আর ডিস্করড আইডি যেন একই হয়। ডিস্করড লিংক-

https://discord.gg/FqAugQm7

@mahadihasanhomo আপনার পোস্ট করার নিয়ম সঠিক হচ্ছেনা, সঠিক ভাবে পোস্ট করতে হলে আপনাকে আমাদের কমিউনিটির নিয়ম মেনে পোস্ট করতে হবে। আশা করি আপনি আমার কথা বুঝতে পেরেছেন। ধন্যবাদ আপনাকে।