প্রিয় ব্যক্তিত্ব

in hive-129948 •  3 years ago  (edited)

received_1045958306140603.jpeg
প্রতিটি মানুষের জীবনে এমন কোন না কোন মানুষ থাকে যে মানুষটি তার কাছে সবচেয়ে কাছের। আর এই সবচেয়ে কাছের মানুষটি হলো তার জীবনের প্রিয় ব্যক্তিত্ব। আজ আমি আপনাদের সঙ্গে আমার প্রিয় ব্যক্তিত্বসম্পন্ন এই মানুষটিকে নিয়ে বলতে যাচ্ছি।

FB_IMG_1629396632840.jpg
আমার প্রিয় ব্যক্তিত্বসম্পন্ন মানুষটি হলো শফিক স্যার। তিনি বগুড়ার বিখ্যাত আজিজুল হক কলেজ থেকে পড়াশোনা শেষ করেছেন। শফিক স্যার বর্তমানে বগুড়া জেলার বিয়াম মডেল স্কুল ও কলেজ এর কলেজ শাখার একজন প্রভাষক। শিক্ষকতা পেশার একজন চরম দৃষ্টান্ত হয়ে থাকবেন তিনি। ছাত্রদের জন্য তিনি নিবেদিতপ্রাণ হিসেবে অতীতে ছিলেন, বর্তমানে রয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন। ছাত্রদের মস্তিষ্ককে খুব সহজেই রিড করতে পারেন তিনি। যার ফলে মুখ দেখলেই বলে দিতে পারেন যে, কোন ছাত্রটি পড়া বুঝতে পারল আর কোন ছাত্রটি বুঝতে সক্ষম হল না। দুর্বল ছাত্রদের প্রতিও তিনি যত্নশীল। সকাল থেকে বিকেল পর্যন্ত সারাটা সময় তিনি ব্যস্ততার মধ্যে সময় অতিবাহিত করেন। কলেজ এর সময়কাল বারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত। এই সময় টুকু বাদ দিয়ে দিনের বাকিটা সময় তিনি ছাত্রদের পড়ানোর পিছে ব্যয় করেন। ছাত্রদের সময় দিয়ে তিনি মনের ভেতর আত্মতৃপ্তি অনুভব করেন। নৈতিকতা, সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা , সততা,উন্নত বাচনভঙ্গি সবগুলো গুন তার মধ্যে বিদ্যমান রয়েছে। যা একজন আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য। অর্থাৎ একজন আদর্শ শিক্ষকের যে গুণগুলো থাকা উচিত তার সবগুলোই আমার এই প্রিয় শিক্ষকের মধ্যে বিদ্যমান রয়েছে।

received_1690693701116561.jpeg

IMG_20210819_162033.jpg

প্রত্যেক ছাত্রদের উচিত এরকম একজন আদর্শ শিক্ষককে প্রিয় ব্যক্তিত্ব হিসেবে গ্রহণ করা। আদর্শ শিক্ষকরা প্রিয় ব্যক্তিত্ব হলে তাদের জীবন থেকে নানা ধরনের শিক্ষা গ্রহণ করা যায়। ভালো থাকুক আমার প্রিয় ব্যক্তিত্ব শফিক স্যার এবং সেইসঙ্গে ভালো থাকুক পৃথিবীর সকল মানুষের প্রিয় ব্যক্তিত্ব গুলো।

IMG_20210819_162104.jpg

FB_IMG_1629396642566.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এরকম একজন আদর্শ শিক্ষকের বিষয়ে জানতে পেরে ভালো লাগল। আপনার স‍্যার দীর্ঘজীবি হোক।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

এরকম শিক্ষক পাওয়া সত্যি অনেক টাপ।আপনার প্রিয় ব্যাক্তির জন্য দোয়া এবং ভাল বাসা রইলো।

অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

  ·  3 years ago (edited)

শিক্ষক যখন সম্পূর্ণ রূপে ছাত্রের হয়ে ওঠে ছাত্রের তখন ফুটে উঠতে বাধা থাকে না মোটে। সত্যি আপনার ফুটে উঠবেও বাধা ছিলো না। এই রকম আদর্শ শিক্ষক ছিল বলে। অনেক ধন্যবাদ স্যার কেও আমাদেরর সাথে পরিচয় করিয়ে দেবার জন্য ভাইয়া।

এত সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

প্রত্যেক মানুষের কিছু প্রিয় মানুষ থাকেন, তার মধ্যে শিক্ষকেরা ও থাকেন।কারণ তারা সঠিক পথ দেখানোর সাথে সাথে বন্ধু হয়েও ওঠেন।ধন্যবাদ ভাইয়া।

আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।