আসল সুখ তো নিজ কর্মের মধ্যেই খুঁজে নিতে হয়

in hive-129948 •  3 years ago 

received_849943195717981.jpeg

received_559280815221933.jpeg

মানুষ মরণশীল। প্রত্যেক মানুষকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মারা যাওয়ার আগ পর্যন্ত যতদিন সক্ষমতা থাকে মানুষকে ততদিন কর্ম করে যেতে হয়। কারণ মানুষের বেঁচে থাকার জন্য আহার নিদ্রার প্রয়োজন হয়। আর এই প্রয়োজনের তাগিদে খাদ্য ও বাসস্থান সহ যাবতীয় সকল চাহিদা মেটাতে হলে কর্ম সম্পাদনের কোনো বিকল্প নেই।

আমরা আমাদের দৈনন্দিন কাজকর্ম করতে করতে এক সময় বিরক্ত হয়ে পড়ি। দৈনন্দিন কাজকর্মে স্বপন একদিন এসে যায় তখন আমরা শান্তির আশায় কোথাও পাড়ি জমায় কিছুদিনের জন্য। বাইরে সময় কাটিয়ে একঘেয়েমি আবার যখন কাজে ফিরি তখন মনে ফুর্তি নিয়ে কর্ম সম্পাদন করতে পারি। নিজ কর্মে ফিরে আসার পর মনে হয় যদি ওখানে সারা জীবন থাকতে পারতাম তাহলে কতই না ভাল লাগত। অর্থাৎ মনে হয় ওখানে সুখ বিদ্যমান রয়েছে। আবার স্কুলের শিক্ষার্থীরা বছরে একবার বনভোজনে যায়। বনভোজন থেকে ফিরে এসে স্কুলে যাওয়ার সময় তারা মনে করে যদি প্রতিদিন এরকম বনভোজন করা যেত তাহলে কতই না মজা হত। আবার সাপ্তাহিক ছুটির দিনগুলো তে মনে হয় যদি প্রতিদিন ছুটি পেতাম তাহলে কতইনা ভাল লাগত। আসলে বিনোদনমূলক বস্তুগুলো ক্ষণিকের জন্যই ভালো লাগে। এগুলো যদি নিত্যদিনকার কাজ হতো তাহলে একসময় আমাদের এগুলোর প্রতিও বিরক্তিপূর্ন ভাব চলে আসতো। এজন্য আমাদের প্রত্যেকের উচিত নিজেদের দৈনন্দিন কাজ গুলো ভালোভাবে ও মনোযোগ দিয়ে সম্পাদন করা। নিজ কাজের প্রতি যখন আকর্ষণ চলে আসে তখন প্রতিদিনই মনের মধ্যে প্রশান্তি কিংবা সুখ অনুভব করা যায়।

নিজ কর্মের মধ্যে সুখ খুঁজে নিলে আমাদের নিত্যদিন হবে উৎসবমুখর এবং আনন্দময়। পরিবার-পরিজন এবং আত্মীয়-স্বজনদের কাছ থেকেও আলাদা একটা মান পাওয়া যায়।কারণ বেকারদের সবাই বোঝা মনে করে। এজন্য কর্মই জীবন,কর্মই সুখ-এই নীতিকে আদর্শ মেনে জীবন গঠন করতে হবে।

received_590631688731493.jpeg

received_272329097761145.jpeg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ঠিক বলেছেন ভাই নিজ কর্মের মধ্যে সুখ খুজে নিতে হবে। কারন আমি যে কাজ করি সেই কাজের প্রতি যদি অনিহা থাকে যদি সুখ খুজে না পায় তাহলে কোনো কাজেই এগোতে পারবো না।

একদম ঠিক বলেছেন ভাই।ধন্যবাদ আপনাকে।

আসলে আমরা সবাই আনন্দময় কর্ম খুঁজি। কিন্তু সেটা না করে আমরা যে কাজ করি সেটার ভিতরে যদি আনন্দ খুঁজে নিই। তাহলে জীবনটা হয়ে উঠবে অনেক সুন্দর। আপনি খুব সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। ধন্যবাদ আপনাকে।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

আসল সুখ তো নিজ কর্মের মধ্যেই এটা একদম এই বাস্তবতা। তবে ভাইয়া, আপনি যদি ছবির লোকেশন আর ডিভাইস দিতেন তাহলে আরো অনেক ভালো হতো।

উপদেশমূলক মতামতের জন্য আপনাকে ধন্যবাদ।

মানুষ মরণশীল। প্রত্যেক মানুষকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।

একদম বাস্তব সত্য কথা বলেছেন আপনি।আমাদের সকলের ই মরার স্বাদ গ্রহণ করতে হবে। বেচেঁ থাকা জীবনে তবুও আমাদের আহারের তাগিদে কর্মব্যাস্ত সময় পার করতে হয়।করে যেতে হয় নিজের কর্ম।

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট হয়েছে।

Note: ছবির লোকেশন দিয়ে দিন পোস্ট ভালো দেখাবে আরো।

উপদেশ মূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।