নদী ভাঙ্গন

in hive-129948 •  3 years ago 

received_384837826497897.jpeg

বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে যে সমস্যাগুলো রয়েছে তার মধ্যে নদী ভাঙ্গন অন্যতম। প্রতিবছর বিপুল পরিমাণ সম্পদের ক্ষয়ক্ষতি হয় এ নদী ভাঙ্গনের কারণে। সে সঙ্গে নিঃস্ব হয়ে যায় কিছু পরিবারের লোকজন,যাদের স্বপ্নগুলো নদীকেন্দ্রিক গড়ে উঠেছিল। এজন্য নদী ভাঙ্গন প্রতিরোধ এ সরকারকে বিভিন্ন পদক্ষেপ নেয়া উচিত।

received_226618682751397.jpeg

আমাদের মত সাধারন যে সকল মানুষের ঘরবাড়ি নদীর তীরবর্তী নয় তারা সাধারণত নদী ভাঙ্গনের কষ্টটা অনুভব করতে পারি না। নদীর পারের লোকজনই কেবল নদীভাঙ্গনের কষ্টটা পুরোপুরি অনুভব করতে পারে।তারা বুঝে তাদের জীবন ও জীবিকা কতটা কষ্টের, তারা বোঝে তাদের নদী ভাঙ্গনের জ্বালা কতটা তীব্র। আমাদের দেশে প্রতিবছর নদীর তীরবর্তী গড়ে ওঠা হাজার হাজার পরিবার নিঃস্ব হয়ে যায় নদী ভাঙ্গনের ফলে। বর্ষা মৌসুমে যখন নদীগুলো কানায় কানায় পানি দ্বারা পূর্ণ থাকে,তখনই নদীগুলোতে দেখা দেয় তীব্র স্রোত। এই স্রোত এর ফলে নদীর পাড় ভেঙে যেতে শুরু করে। এক সময় পাড় ভাঙতে ভাঙতে তাব বাড়িঘরের নিকটবর্তী এসে তলিয়ে নিয়ে যায় শত শত পরিবারকে। নদী ভাঙ্গনের ফলে শুধু যে ঘর বাড়ি ভেঙে যায় তা নয়, সেইসঙ্গে তলিয়ে যায় পাড়ের মানুষের সারা জীবনের সঞ্চয়,গরু, ছাগল থেকে শুরু করে গৃহপালিত সকল পশু-পাখিও। তখনো ওসব পরিবারের লোকজন এর যে হাহাকার কিংবা অসহায়ত্ব ফুটে ওঠে তার বর্ণনা করা মুশকিল।

received_388792042686751.jpeg

বর্তমানে নদী ভাঙ্গন প্রকোপ আকার ধারণ করায় ভাঙ্গন প্রতিরোধে সরকারকে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত। নদীর তীর গুলোতে বাধ দিয়ে এবং যে সকল কাজ মাটির ক্ষয়রোধ করে ওই সকল গাছ লাগিয়ে নদী ভাঙ্গন প্রতিরোধ করা যায়।

received_3130551503936490.jpeg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

নদী ভাঙন বাংলাদেশের প্রধান সমস্যা গুলোর মধ্যে অন্যতম।খুব সুন্দর এবং যুগোপযোগী একটি বিষয় নিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে।

নদী ভাঙ্গন একটি প্রাকৃতিক দূর্যোগ বলা চলে।প্রতি বছর বন্যায় অনেক লোকের বাড়ি ঘর নদীতে বিলীন হয়ে যায়।যা অনেক পরিবারের ভবিষ্যতকে বিনষ্ট করে দেয়।

আপনি অনেক সুন্দর একটি বাস্তব পোস্ট তুলে ধরেছেন।শুভ কামনা রইলো আপনার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

সমস্যা: এই নদী ভাঙ্গনের ফলে যারা নীতিনির্ধারক পর্যায়ে আছেন তাদের কোনো ক্ষতি না হলেও, নদীর পারের দিনে আনে দিনে খায় গোছের মানুষগুলোর জীবনযাত্রা, নদীর ভাঙ্গনের সাথেই পিষে যায়। বিশেষ করে বাংলাদেশের পদ্মা পাড়ের মানুষগুলো নদীভাঙ্গনের কাছে অনেক বেশি অসহায়।
সমাধান: আমরা সবাই যদি এই বিষয়ে সোচ্চার হই এবং আমাদের ভয়েস রেইজ করে যদি নীতিনির্ধারক পর্যায় পর্যন্ত পৌঁছাতে পারি তবে তারা হয়তো এটাকে দেশের মূল সমস্যার অন্তর্ভুক্ত করে এটাকে সমাধানের চেষ্টা করবে।

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

নদী ভাঙ্গনের জন্য প্রত্যেক বছর হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারাচ্ছে । তাদের সবকিছুই নিমিষে বিলীন হয়ে যাচ্ছে নদীর বুকে । নদী ভাঙ্গনের বিষয়টা খুব সুন্দর করে তুলে ধরেছেন আমাদের মধ্যে ধন্যবাদ আপনাকে ।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

নদী ভাঙ্গন খুবই কষ্ট এবং বেদনাদায়ক একটি দৃশ্য। এটা মানুষের জীবন-যাত্রার মান নষ্ট করে দেয়। আপনি আপনার পোষ্টের মাধ্যমে খুবই সুন্দর এবং বাস্তব চিত্র তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

আপনি যে বিষয় নিয়ে আলোচনা করেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু আপনার পোস্টের উপস্থাপন খুব একটা ভাল হয়নি। কোনরকম মার্কডাউন এর ব্যবহার নেই। what3words লোকেশন কোড দেননি। এই ধরনের লেখা থেকে ভালো কিছু আশা করা যায় না। চেষ্টা করুন মারকডাউন এর ব্যবহার যত দ্রুত সম্ভব শিখে নিতে। আর পরবর্তী পোস্টে what3words লোকেশন কোড দিতে ভুলবেন না ।ধন্যবাদ আপনাকে

ভাইয়া ফটোগ্রাফি ও উপস্থাপনা সত্যিই অনেক ভালো হয়েছে। তবে আপনি যদি লোকেশন দিতেন তাহলে আরো অনেক ভালো হতো। ধন্যবাদ আপনাকে।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

নদী ভাঙ্গন হলে তারাই বুঝতে পারে যারা নদীর পাশে অবস্থান করে। এতে সরকারের এগিয়ে আশা উচিত তার পাশাপাশি আমাদেরও এগিয়ে আসতে হবে। ধন্যবাদ নদী ভাঙ্গন নিয়ে বিষয়টি ব্যাখ্যা করা জন্য। বিশেষ করে এখন এটি বেশি ঘটছে!

ধন্যবাদ ভাই।