সুস্বাদু পুডিং তৈরির রেসিপি ||10% beneficiary for shy-fox||

in hive-129948 •  3 years ago  (edited)

আসসালামুআলাইকুম/আদাব-নমস্কার

হ্যালো স্টিমিট বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি বেশ ভালোই আছি। আশা করি উপরওয়ালার অশেষ রহমতে আপনারাও সবাই ভালোই আছে। আমি আমার পোষ্টের ভেরিয়েশন আনার জন্য বেস্ট চেষ্টা চালিয়ে যাচ্ছি। এজন্য আমি সাধারণ পোস্ট লেখার পাশাপাশি মাঝে মাঝে রেসিপি পোস্ট শেয়ার করছি।এরই ধারাবাহিকতায় আজকে আমি আবারও আপনাদের সামনে সুন্দর একটি রেসিপি পোস্ট নিয়ে আলোচনা করব।

পুডিং তৈরি করার রেসিপি আপনাদের সামনে ধাপ আকারে উপস্থাপন করা হলো:

রান্না করা পুডিং রেসিপির ছবি:

received_296281492393200.jpeg

প্রয়োজনীয় উপকরণ:

উপকরণ সমূহপরিমাণ
গরুর দুধহাফ কেজি
ডিমতিনটি
লেবুএক পিস
চিনিপরিমাণমতো
received_1119777568825193.jpegreceived_1102730237220625.jpeg

প্রথম ধাপ:

প্রথম ধাপে আমাদের গাভীর দুধ ১০-১৫ মিনিট সময় গরম করে নিতে হবে। দুধ গরম হয়ে যাওয়ার পর একটি নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। অনেকটা সময় ধরে রেখে গরম দুধ ঠান্ডা করতে হবে।
received_583149726120633.jpegreceived_1119777568825193.jpeg

দ্বিতীয় ধাপ:

এরপর একটি আরো একটি পাত্রে পানি এবং চিনি মিশিয়ে গরম করতে হবে। বেশ খানিকটা সময় ধরে গরম করার পর মিশ্রিত দ্রবণটি লাল বর্ণ ধারণ করে। একে বলা হয় ক্যারামেল। পুডিং তৈরির জন্য ক্যারামেল প্রয়োজন।
received_492605995318590.jpegreceived_647444719964849.jpegreceived_955928001966056.jpeg
received_2970297789901790.jpeg

তৃতীয় ধাপ:

এ ধাপে একটি বাটিতে ডিম তিনটি ভেঙে নিতে হবে। এরপর ভেঙে নেয়া ডিমের মধ্যে লেবুর রস মিশিয়ে চামচ দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াতে হবে। যাতে সম্পূর্ণ দ্রবণটি ভালোভাবে মিশ্রিত হয়।
received_2760094874290594.jpegreceived_294340562611656.jpeg

চতুর্থ ধাপ:

তৃতীয় ধাপের মিশ্রিত দ্রবণের মধ্যে ঠান্ডা করার জন্য রেখে দেয়া দুধ ঠান্ডা হওয়ার পর ঢেলে দিতে হবে এবং বেশ কিছুক্ষণ সময় ধরে মিশ্রিত দ্রবণটি নাড়াতে হবে।
received_187545093513389.jpegreceived_294340562611656.jpeg

পঞ্চম ধাপ:

এ ধাপে দুধ এবং লেবুর মিশ্রিত দ্রবণটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। যাতে করে ডিমের গুটি অংশগুলো আলাদা হয়।
received_650986789253655.jpegreceived_572735567157299.jpegreceived_428170505508908.jpeg

ষষ্ঠ ধাপ:

এরপর একটি পাত্রে ক্যারামেল গুলো ঢেলে নিয়ে, এরমধ্যে আবার পঞ্চম ধাপের ছাকনি দিয়ে আলাদা করা দ্রবন ঢেলে দিতে হবে।
received_323615755992634.jpegreceived_207075844926199.jpeg

সপ্তম ধাপ:

এধাপে একটি করাইয়ের মধ্যে পানি নিয়ে উক্ত পাত্রটি রেখে ২০ মিনিটের মত জাল দিতে হবে।
received_3163303670661398.jpeg

অষ্টম ধাপ:

এরপর পাত্রটি নর্মাল ফ্রিজের মধ্যে কিছুক্ষণ রাখলেই কাঙ্খিত পুডিং তৈরি হয়ে যাবে।
received_296281492393200.jpeg
উপরোক্ত ধাপগুলো অনুসরণ করে আমি আমার পুডিং রেসিপি তৈরি করলাম। আপনাদের সবার কেমন লাগলো তা অবশ্যই মন্তব্য করে জানাবেন।

ধন্যবাদ সবাইকে।

@mahamuddipu

Photography@mahamuddipu
DeviceVIVO Y19
LocationLink

আমি মাহমুদ দিপু। আমি বাংলাদেশের বগুড়া জেলায় অবস্থান করছি।আমি পেশায় একজন ছাত্র। বিজ্ঞান বিভাগের ছাত্র হলেও লেখালেখি করতে আমার খুব ভালো লাগে। বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানো এবং বিভিন্ন ধরনের খাবার খাওয়া আমার সখ। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে অনেক ভালোবাসি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এই ধরনের রেসিপি আগে কখনো খাওয়া হয়নি। দেখে তো মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে। আপনি খুব সুন্দর করে পুডিং রেসিপি তৈরি করেছেন ।সেটা আমার কাছে খুবই ভালো লাগলো। চেষ্টা করবো এভাবে তৈরী করে খাওয়ার। এই ধরনের পুডিং রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।😍😍

পুডিং অনেক পুষ্টিকর একটি খাবার ভাই। মাঝে মাঝেই বানিয়ে খাবেন। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

পুডিং খুব পুষ্টিকর একটি খাবার।কারণ এতে ডিম এবং দুধ ব্যবহার করা হয়।আপনি অনেক সুন্দর ভাবে পুডিং রান্না করেছেন।রান্না করার পদ্ধতি ও ধাপ আকারে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।শুভকামনা রইলো আপনার জন্য।

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

বাহ আপনি খুবই সুস্বাদু এবং লোভনীয় একটি রেসিপি নিয়ে আমাদের মাঝে তুলে ধরেছেন ভাইয়া। যদিও পুডিং আমি কখনো খাইনি তবে আপনার রেসিপি টা দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছিল। পুডিং তৈরির প্রক্রিয়া বা ধাপ আপনি অনেক চমৎকার ভাবে আমাদের সকলের মাঝে তুলে ধরেছেন। আপনার এই তৈরি প্রক্রিয়া টি দেখে এখন যে কেউই পুডিং তৈরি করতে পারবে বলে আশা রাখি 🤟এত সুন্দর এবং লোভনীয় একটা ইউনিক রেসিপি নিয়ে আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ🥰😍

ভাই খুব সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

অও,খুবই কম উপকরণ দিয়ে আপনি দারুণ পুডিং বানিয়েছেন।খুবই সুন্দর ও লোভনীয় হয়েছে।অন্যরা ও সহজে বুঝতে পারবে।ধন্যবাদ ভাইয়া।

আমি এভাবেই পুডিং রেসিপি তৈরি করতে পারি। মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

ওয়াও!!পুডিং আমার খুব পছন্দের খাবার। মাঝেমধ্যে বাড়িতে তৈরি করে খাওয়া হয়।
আপনার টাও দেখতে খুব লোভনীয় দেখাচ্ছে মনে হচ্ছে খেতে ও অনেক সুস্বাদু হবে।

জি ভাই পুডিং খেতে খুব সুস্বাদু ছিল। ধন্যবাদ আপনাকে।

পুডিং খেতে আমার খুবই মজা লাগে। আমি পুডিং খুবই পছন্দ করি। কিছুদিন আগেও আমি পুডিং তৈরি করে খেয়েছি। আজকে আপনার রেসিপিটা দেখে আমার খুবই ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।