জন্মদিনের শুভেচ্ছা

in hive-129948 •  3 years ago 

FB_IMG_1634410796671.jpg

FB_IMG_1634410810412.jpg

সবার জীবনে কাছের কিছু মানুষ থাকে।এই কাছের মানুষ গুলো শত বাধার মধ্যেও আপনজনদের পাশে থাকে।কোনো বড় বিপদ এলে কিংবা প্রতিকূল পরিস্থিতি হাজির হলে দুধের মাছিরা ছুটে পালালেও এরা সাথে থেকে যায়।খুব ব্যস্ততার মধ্যে থাকাকালীন সময়ে অফলাইন এ খোঁজখবর নিতে না পারলেও, অনলাইনে ঠিকই খোঁজ নেয়।

শুধু যে নিজ আত্মীয়দের মধ্যে এমন সম্পর্ক গড়ে ওঠে এমন না,বরং নিজ আত্মীয়ের বাহিরের মানুষদের সাথেই এমন অন্তরিকতা পূর্ণ ভাব বেশি জমে। সারাদিনের খোঁজ খবর নেয়া,ঠিকমতো খাওয়া-দাওয়া হচ্ছে কিনা থেকে শুরু করে যাবতীয় সকল খোজ খবর নেয়।তাদের মন খারাপ কিংবা দুঃখের সময়গুলোতেও তারা শেয়ার করে সান্তনা খোঁজে।কোনো বিষয়ে সাহায্যের প্রয়োজন হলেও জানতে ভুলে না।আজকে আমার কাছের একজন মানুষের জন্মদিন।আমাদের সম্পর্ক ভাই-বোনের মতো।যদিও আমাদের মধ্যে ভাই বোনের যেমন ঝগড়া হয় তেমন হয় না। অনেক দিক থেকে আমাদের বেশ মিল বিদ্যমান রয়েছে।আমাদের ভালো লাগা এবং মন্দ লাগার বিষয়গুলো প্রায় একই।আর একটা বিষয় ওর কোনো ভাই নাই এবং আমার কোনো বোন নাই। বোন না থাকার একটা কষ্ট আগে থেকেই ছিল।উপরওয়ালা বুঝি এটা বিবেচনা করেই আমাদের মধ্যে মেলবন্ধন ঘটিয়েছেন।সে সুখ দুঃখ থেকে শুরু করে যাবতীয় সকল ক্ষেত্রে আমার পাশে থাকে।বিনোদনের সময় গুলোতে আমরা অনলাইন এ লুডু খেলে সময় কাটাই।

আজকে তার জন্মদিন ঘটা করে পালিত হবে না।কারণ তার মধ্যে একটা বিষয় না পাওয়ার অতৃপ্তি রয়েছে।মেডিকেল এ পড়া তার এবং তার বাবা-মার একমাত্র ইচ্ছা ছিল। মেডিকেল এ চান্স না পেলেও খুব ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে ইনশাল্লাহ।আজকে তার জন্মদিনে আমার করা উইশ হলো-"শুভ জন্মদিন।আল্লাহ তোমার সকল আশা পুরুন করুক এবং দীর্ঘায়ু দান করুক।সব সময় হাসি খুশি থাকো।আর যেখানেই থাকো ভালো থাকো।আর ভালো মানুষ হয়ে গড়ে উঠো। এ সমাজে মানুষের অভাব নাই,অভাব শুধু ভালো মানুষের।ছোটবোনকে কিছুই গিফট করতে পারলাম না।ভালোবাসা ছাড়া এই মুহূর্তে গিফট করার কিছুই নেই।দেরিতে উইশ করলাম,সারাদিন ফেসবুক এ থাকার পর ও খেয়াল করি নাই।কিছু মনে করো না।অনেক দোয়া রইলো।নতুন বছর আরো ভালো কাটুক আর আনন্দময় হোক।"

FB_IMG_1634410805644.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি আপনার প্রিয় মানুষের জন্মদিনে অনেক সুন্দরভাবে শুভেচ্ছা জানিয়েছেন।বিশেষ করে তাকে যে উইশ করে শুভেচ্ছা জানিয়েছেন সেটা অসাধারন ছিল।আসলেই ভালো মানুষের বড়ই অভাব।ধন্যবাদ আপনাকে।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

প্রথমে বলি শুভ জন্ম দিন। খুব সুন্দর ভাবে উইশ করেছেন আর হ্যা সব কিছু সৃষ্টি কর্তা থেকে হয়। খুব ভালো কিছুই হবে এই দোয়া করি সব সময়।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

পাশে থাকবেন ভাই❣️❣️❣️

জন্মদিনের শুভেচ্ছা রইল।আগামী দিনের পথচলা হোক শুভ।

ধন্যবাদ আপনাকে।

আপনার প্রিয় মানুষ টির প্রতি শুভেচ্ছা রইলো।শুভ জন্মদিন

আপনাকে ধন্যবাদ ভাই।

মানুষের প্রতি মানুষের ভালোবাসা সত্যি পবিত্র একটি বন্ধনের নাম। আপনার প্রিয়জনের জন্মদিনে শুভেচ্ছা জানানোর প্রক্রিয়া বা লেখনীর উপস্থাপনা আমার হৃদয়কে সিক্ত করেছে। আসলেই আনন্দ-বেদনা,পূর্ণতা-অপূর্ণতা,প্রাপ্তি-অপ্রাপ্তি,প্রেম-বিরহ ইত্যাদি সবকিছু মিলিয়ে জীবন। ধন্যবাদ আপনাকে।

আপনাকেও ধন্যবাদ ভাই।

শুভ জন্মদিন। সুন্দর কাটুক তোমার আগামীর দিনগুলো। সফলতায় ভরে উঠুক তোমার আগামীর ভবিষ্যৎ।

আপনাকে ধন্যবাদ ভাই।

জন্মদিনের শুভেচ্ছা রইল এবং আপনি অনেক সুন্দর করে পরিবেশন করেছে। ভালো লাগলো। সকলের প্রতি দোয়া রইল এবং আপনাদের এই বন্ধুত্ব সারা জীবন থাকে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

শুভ জন্মদিন। সুন্দর কাটুক তোমার আগামীর দিনগুলো। সফলতায় ভরে উঠুক তোমার আগামীর ভবিষ্যৎ।আপনার জন‍্য শুভকামনা রইল।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

মানুষের প্রতি মানুষের ভালবাসা থাক সারা জীবন, জন্মদিনের শুভেচ্ছা রইল। আর এই দিনটি বার বার ফিরে আসুক এই কামনা করি। শুভকামনা রইল।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

প্রথমে বলি শুভ জন্ম দিন। খুব সুন্দর ভাবে উইশ করেছেন আর হ্যা সব কিছু সৃষ্টি কর্তা থেকে হয়। খুব ভালো কিছুই হবে এই দোয়া করি সব সময়।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।