অনলাইন শিক্ষা কার্যক্রম

in hive-129948 •  3 years ago 

received_859335041600021.jpeg

received_238278241049494.jpeg

বর্তমানে দেশে করনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ার কারণে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে তা হল অনলাইন কার্যক্রম। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে যাবতীয় সরকারি প্রতিষ্ঠানসমূহ তাদের কার্যক্রম গুলো অনলাইনে সম্পূর্ণ করছে। ফলে শিক্ষাক্ষেত্রে ব্যাপক বিপ্লব দেখা দিচ্ছে।

অনলাইন এই শিক্ষা ব্যবস্থার ইতিবাচক এবং নেতিবাচক দু'প্রকার প্রভাবই রয়েছে। ইতিবাচক প্রভাব হলো এই করোনাকালীন সময়ে বসে থাকার চেয়ে পড়াশোনার মধ্যে অন্তত থাকা হচ্ছে এ অনলাইন শিক্ষা ব্যবস্থার ।করোনাকালীন সময়ে ছেলেমেয়েরা ঘরে বসেই অলস সময় কাটাতো। অনলাইন শিক্ষা কার্যক্রম চালু হওয়ার কারণে তারা নিয়মিত পড়াশুনার মধ্যে থাকছে। তাদের শিক্ষক-শিক্ষিকাদের গাইডলাইন পাচ্ছে। অনলাইন শিক্ষা ব্যবস্থা যেমন ইতিবাচক প্রভাব রয়েছে,তেমনি রয়েছে নেতিবাচক প্রভাবও। অনলাইন শিক্ষা কার্যক্রম এর ফলে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে দেশের নিম্নবিত্ত এবং গ্রামের শিক্ষার্থীরা। তাদের কাছে কোন উন্নত ডিভাইস, না আছে কোন আধুনিক ইন্টারনেট সংযোগ ব্যবস্থা। হলে শহরের ছেলে মেয়েরা পড়াশোনায় এগিয়ে গেলেও পিছিয়ে পড়ে যাচ্ছে গ্রামের ছেলে মেয়েগুলো। তাছাড়াও অনলাইন শিক্ষা ব্যবস্থায় ছেলেমেয়েরা পড়াশোনায় তেমন একটা মনোযোগ দিতে পারছে না। অনেকে আবার অনলাইনে ক্লাস চালু রেখে ক্লাসে না মনোযোগ দিয়ে অন্যান্য কাজকর্মগুলো সম্পাদন করছে। ক্লাস চালু রেখেই খেলাধুলা করা, ঘুমিয়ে পড়া, ইত্যাদি বিষয়গুলো কমন হয়ে দাঁড়িয়েছে।

বর্তমানের এই অনলাইন কার্যক্রম গুলো ভবিষ্যতে বাস্তবায়িত হতে শুরু করবে। তখন বিশ্বের অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে শিক্ষা কার্যক্রম গ্রহণ করা অনেক সহজলভ্য হয়ে যাবে। করিগরি টাকা খরচ করে বিদেশে থেকে পড়াশোনা না করে দেশ থেকেই এ কি সুবিধা পাওয়া সম্ভব হবে। অনলাইন শিক্ষা কার্যক্রমের কিছু নেতিবাচক প্রভাব থাকলেও, ভবিষ্যতে এই কার্যক্রমের সঙ্গে খাপ খাইয়ে গেলে তখন এই বিষয়টি বেশ ফলপ্রসু হয়ে দাঁড়াবে।

received_3617951444973990.jpeg

received_821085298515219.jpeg

received_1716803858492787.jpeg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক সুন্দর হয়েছে ভাই,।অনলাইন ক্লাস খুব8 গুরুত্বপূর্ণ যদি মনোযোগী হওয়া যায়।কিন্ত অধিকাংশ সময় অনলাইন ক্লাস এ মনোযোগ দেওয়া অসম্ভব হয়ে পড়ে আমার কাছে। যাই হোক খুব সুন্দর লিখেছেন আপনি।শুভ কামনা রইলো আপনার জন্য।

ধন্যবাদ আপনাকে।

আসলেই করনাভাইরাসের কারণে অনেকে ছেলেমেয়ের পড়াশোনার একদম নষ্ট হয়ে গেছে। বিশেষ করে মেয়েরাই পড়াশোনা থেকে বঞ্চিত হয়ে গিয়েছে। তাদের বিবাহ হয়ে গেছে আর আমাদের এখন ক্লাস হচ্ছে। আশা করি সামনে আরও ভাল কিছু হবে কিন্তু করোনার কারণে আমাদের পড়াশোনার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। আপনাদের দেখে খুবই ভালো লাগলো খুবই মনোযোগ হয়েছিলেন। সবকিছু ভালোভাবে বুঝতে পারছেন অনেক সুন্দরভাবে পরিবেশন করেছেন আমাদের মাঝে ধন্যবাদ

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

অনলাইন ক্লাস সম্পর্কে আপনি খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আসলে অনলাইন ক্লাসটা মূলত নির্ভর করে গুরুত্ব দিয়ে ক্লাস করার উপরে যতটা গুরুত্ব দেয়া যাবে তো তোতটাই সফলতা আসবে

ধন্যবাদ ভাই।

অনেক সুন্দর উপস্থাপনা করেছেন।অনলাইন ক্লাস সেখানে ছেলেরা কি করছে না করছে কিচ্ছু দেখা যায় না।হাজার দুষ্টামি করলেও।তবুও এই মহামারি কালিনে নাই মামার চেয়ে কানা মামা ভাল।বেশ ভালো লিখেছেন।

ধন্যবাদ ভাই।

আমার মতে আমাদের দেশে অনলাইন ক্লাসের নেতিবাচক প্রভাবই বেশি। আমি অনলাইন ক্লাস করে এটা খুব ভালো বুঝেছি। যেমন নেটওয়ার্কের ঝামেলা ঠিক তেমনি কিছু ম‍্যানারলেস পোলাপান এদের জ্বালায় ক্লাসটা আর ক্লাস থাকে না। খুব ভালো লিখেছেন ভাই।।

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।