আমিসহ "আমার বাংলা ব্লগ" কমিউনিটির অনেক সদস্যরাই নিয়মিত বাংলায় লেখালেখি করি। আমাদের এই কনটেন্টগুলো স্টিমিট প্লাটফর্মে জমা হচ্ছে।স্টিমিট প্লাটফর্ম ধীরে ধীরে যত জনপ্রিয় হবে গুগলে কোন বিষয়ে সার্চ করলে স্টিমিট প্ল্যাটফর্ম থেকে ওই বিষয়ের কনটেন্টগুলো আগে শো করবে। গুগল এ স্টিমিট প্ল্যাটফর্ম জনপ্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পোস্টের ভোটিং ভ্যালু ও বাড়তে থাকবে।
কিন্তু আজ থেকে ১০০ কিংবা ২০০ বছর পরে যখন আমরা এই পৃথিবীতে থাকবো না, তখন হয়তো দেখা যাবে rme দাদার দুই থেকে তিন প্রজন্ম পরের বংশধরেরা আমার বাংলা ব্লগ কমিউনিটি পরিচালিত করবে। আর সেই সময় আমাদের পরবর্তী প্রজন্মের অনাগতরা এখানে কাজ করবে। ঠিক সেই সময় আমাদের নামের পাশের ভেরিফাইড মেম্বার কিংবা যে সকল এডমিন এবং মডারেটর ভাইরা আছেন তাদের নামের পাশের এই লোগোগুলো থাকবে কিনা সেই ভাবনাগুলো অজানা মন জানতে চায়। কিংবা সেই সময় আমাদের নামের পাশে এক্স ভেরিফাইড মেম্বার কিংবা এক্স এডমিন কিংবা এক্স মডারেটর এই লোগোগুলো যুক্ত করে দেয়া হবে না? এতদিন ধরে আমাদের লেখালেখির ফলস্বরূপ আমরা এটুকু প্রাপ্য রাখতেই পারি। শুধু কি এই বিষয়ের ভাবনা গুলো মনের মধ্যে উকি দেয়,মোটেও তা নয়। আরো অনেক প্রশ্নই তো তাড়া করে বেড়াচ্ছে প্রতিনিয়ত।
কৌতুহলী মনের যে জানতে চাওয়ার শেষ নেই। অর্থ উপার্জন করা মুখ্য উদ্দেশ্য হলেও,শুধু কি এই একটাই উদ্দেশ্য আমাদের কনটেন্ট গুলো লিখে যাওয়ার। আদৌ তা নয়। আমাদের লেখার মাধ্যমে ভবিষ্যত প্রজন্মের মানুষ আমাদের চিনতে পারে সেজন্যও তো কন্টেট লিখে যাওয়া।কিন্তু আজ থেকে ১০০ কিংবা ২০০ বছরের মধ্যে আমি যে বিষয়ের উপর কনটেন্ট লিখছি ওই বিষয়ের উপর তো আরো অনেকেই কনটেন্ট লিখতে পারে।একটি নির্দিষ্ট বিষয়ের উপর যখন গুগোল এ সার্চ করা হবে তখন যে আমার কনটেন্টটা প্রথম সারির দিকে থাকবে তারাই বা কোনো নিশ্চয়তা আছে কিনা! মনের মধ্যে যখন এই ভাবনাগুলো ঘুরপাক খায় তখন এই বিষয়ে সমাধান খুঁজে পাইনা। ভাবনাগুলোর না হয় আপনাদের উপরই ছেড়ে দিলাম।
ধন্যবাদ সবাইকে।
@mahamuddipu
Photography | @mahamuddipu |
---|---|
Device | Vivo Y19 |
Location | Link |
Join the Discord Server for more Details
আপনি অসাধারণ লিখেছেন এই কনটেন্টে। আপনার একটি কথা আমার অনেক ভালো লেগেছে তাহলে আমাদের উপর্জন মুখ্য বিষয় হলেও লেখালেখি যে শুধুই উপার্জনের জন্য তা নয়। অনেক সুন্দর করে কথা গুলো সাজিয়ে গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কনটেন্ট লিখে আমাদের সামনে উপস্থাপন করার জন্য। আপনার আগামীর জন্য অসংখ্য শুভ কামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।আপনার জন্যও শুভকামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুন একটি কনসেপ্ট এর উপর ভিত্তিতে সুন্দর একটি পোস্ট আমাদের সঙ্গে শেয়ার করেছেন।আসলেই এই বিষয়গুলো নিয়ে চিন্তা আমাদের প্রত্যেকের মাঝে থাকা উচিত।আমাদের কনটেন্টগুলো শুধু টাকা উপার্জনের জন্য নয়,আমাদের মৃত্যুর পর এগুলো আমাদের বাঁচিয়ে রাখবে।ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ একটা বিষয় নিয়ে লিখেছেন ভাই।আমার কাছে অনেক ভালো লেগেছে।আসলে এই বিষয় গুলো নিয়ে কাউকে লিখতে দেখি নাই।শুভ কামনা রইল ভাই আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মন্তব্যের জন্য।আপনার জন্যও শুভকামনা রইলো ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit