মাস্ক পরিহিত একটি মেয়ের মুখের অবয়ব অংকন||10% beneficiary for shy-fox||

in hive-129948 •  3 years ago 

করোনা কালীন সময়ে মানুষের মধ্যে সবচেয়ে যে বিষয়টি লক্ষ্য করা যেত-তা হল মাস্ক পরিধান। আসলে করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য জনসাধারণ মাস্ক পরিধান করতো। পরবর্তীতে যদিও করোনাভাইরাস এর টিকা আবিষ্কার হওয়ার কারণে লোকজন আর তেমন একটা মাস্ক পরিধান করে নি। কিন্তু শুধু যে করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য মাছ পরিধান করা উচিত তা নয়, ধুলাবালি থেকে নিজেদের সুরক্ষিত রাখার জন্য আমাদের রাস্তাঘাটে চলার সময় মাস্ক পরিধান করা উচিত। এই ভাবনা থেকেই আজকে আমি মাস্ক পরিহিত একটি মেয়ের মুখের অবয়ব অংকন করলাম।

মাস্ক পরিহিত মেয়ের মুখের অবয়ব অঙ্কনের পদ্ধতি গুলো ধাপ আকারে উপস্থাপন করা হলো:

আমার আজকের পোস্টের সমগ্র বিষয়বস্তু:

IMG_20211226_193832.jpg

প্রয়োজনীয় উপকরণ:

received_451653549825193.jpeg
  • অফসেট পেপার।
  • পেন্সিল।
  • রাবার।
  • কাটার।

প্রথম ধাপঃ

received_884951838790526.jpeg

প্রথমেই মেয়েটির মাথার কাঠামো অংকন করে নেই।

দ্বিতীয় ধাপ:

received_1120461948689933.jpeg

এরপর মেয়েটির চোখের কাঠামো অংকন করে নেই।

তৃতীয় ধাপঃ

received_953080245622153.jpeg

এ ধাপে চোখের পাতা, পাতার উপরিপৃষ্ঠ এবং চোখের ভ্রু অংকন করে নেই। এরপর নাকের কাঠামো অঙ্কন করার জন্য ভ্রু থেকে মুখের নিচের অংশের দিকে একটি সরলরেখা একে নেই।

চতুর্থ ধাপ:

received_922091301756959.jpeg

এ ধাপে ভ্রুর ভেতরের অংশ পেন্সিলের কালো রং দিয়ে ভরাট করি। মাস্কের সম্পূর্ণ অংশ পরিপূর্ণ করার জন্য মুখের নিচের দিকে একটি বক্ররেখা আঁকি।

পঞ্চম ধাপঃ

received_517176362729828.jpeg

এধাপে মেয়েটির মাথার দু'পাশের চুলের অংশ অংকন করে নেই। কান অঙ্কন করে কানের দুল আঁকি। ফলে আমার অংকন করার চিত্রটি পরিপূর্ণ হবে।

ষষ্ঠ ধাপঃ.

received_277169720953085.jpeg

এ ধাপে আমার অংকন করা চিত্রের নিচে আমার স্টিমিট আইডি নাম যুক্ত করে দেই।

উপরোক্ত ধাপগুলো অনুসরণ করে আমি আমার অংকন করা চিত্র টি সম্পন্ন করলাম। আপনাদের সবার কেমন লাগলো তা অবশ্যই মন্তব্য করে জানাবেন।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
আসলে এই মাক্স টা করোনার পর থেকে প্রচুর দেখা যায় আগে তেমন দেখা যেত না। যাই হোক আপনার ছবি অংকন টা অসাধারণ ❣️❣️❣️❣️। চেষ্টা করুন আরো ভালো হবে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

আপনার অঙ্কন করা চিত্রটি অনেক সুন্দর হয়েছে।চিত্র অঙ্কন করা পদ্ধতিগুলোরও খুব সুন্দরভাবে বিবরণ দিয়েছেন।শুভকামনা রইলো আপনার জন্য।

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

আপনার অঙ্কনটি খুবই ভাল হয়েছে। তবে আরো একটু ডিপ কালার হলে অনেক বেশি ভালো লাগতো ,অনেক বেশি ফুটে উঠত। লাস্টের ছবিটা সোজা করে দিলে দেখতে আরও বেশি ভালো লাগতো ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আপনার আর্ট টি শেয়ার করার জন্য।

আপু পরবর্তী সময়ে আমি আমার ভুলগুলো সংশোধন করে নেয়ার চেষ্টা করবো।আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্য করার জন্য।

  • ভাই মাস্ক পরিহিত একটি মেয়ের ছবিটা অসাধারণ হয়েছে খুব সুন্দর করে বর্ণনা করেছেন খুব সুন্দর উপস্থাপনা করেছেন আমাদের মাঝে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর মন্তব্য করার জন্য।

  • ভাই মাস্ক পরিহিত একটি মেয়ের ছবিটা অসাধারণ হয়েছে খুব সুন্দর করে বর্ণনা করেছেন খুব সুন্দর উপস্থাপনা করেছেন আমাদের মাঝে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর মন্তব্য করার জন্য।