নাড়ির টান

in hive-129948 •  3 years ago  (edited)

IMG_20210718_154218.jpg

IMG_20210718_154621.jpg

জন্মভূমি প্রত্যেক মানুষের আজন্ম প্রিয়। মাতৃভূমির প্রতি মানুষের আকর্ষণ আজীবন বিদ্যমান থাকবে। মাতৃভূমির প্রতি টান বা আকর্ষণ কোন কিছুর বিনিময়ে হয় না। প্রত্যেক মানুষের নিজ বাসগৃহের প্রতি মায়া কাজ করে। স্বদেশের প্রতি মানুষের এই আকর্ষণ স্বার্থের বিনিময়ে নয়। নিজের জন্মভূমিতে বসবাস করা কালীন সময় এ আকর্ষণ বোঝা যায় না। যখনই দূরে কোথাও যাওয়া হয় তখনই বোঝা যায় নিজের জন্মভূমি কতটা প্রিয়।

মানুষকে সাধারণত বিভিন্ন কারণে নিজ বাসগৃহ থেকে দূরে থাকতে হয়। সাধারণত লোকজন জীবিকার তাগিদে কিংবা পড়াশোনার চাহিদা মেটানোর জন্য নিজ নিজ গ্রাম থেকে দূরে থাকে। সাধারণত বড় বড় শিল্প প্রতিষ্ঠান, গার্মেন্টস ,ব্যবসা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহ শহর কেন্দ্রিক গড়ে ওঠে। উন্নত জীবন যাপনের আশায় এবং উচ্চ শিক্ষা লাভের তাগিদে গ্রাম ছেড়ে শহরে পাড়ি জমায়। আবার অনেকে বা উন্নত জীবনযাপন এবং সন্তানদের ভবিষ্যতের উন্নতির জন্য নিজ দেশ ছেড়ে চলে যায়। মানুষ নিজ গ্রাম বা নিজ শহর থেকে দূরে থাকলেও নিজ নিজ জন্মভূমির প্রতি সব সময় এক ধরনের ভালবাসা কাজ করে। বড় কোনো অনুষ্ঠান কিংবা উৎসবে সব মানুষ তার নিজ গ্রাম কিংবা বাস গৃহে ফিরে যায়। তার প্রমাণ মেলে দুই ঈদ পূজা কিংবা বড় কোনো ছুটিতে। গণপরিবহন গুলোতে উপচে পড়া ভিড় বিদ্যমান থাকে। সবার একটাই ইচ্ছা এবং একটাই আকাঙ্ক্ষা তা হল নিজ মাতৃভূমিতে অনেকদিন পর নিজ চোখে দেখা, ওই আবহাওয়ায় গিয়ে স্বস্তির নিঃশ্বাস নেওয়া এবংজন্মভূমির লোকজনদের সঙ্গে কিছুটা সময় কাটানো। এই আকর্ষণের কারণে মানুষ শত শত দূর থেকে সবকিছু উপেক্ষা করে ফিরে আসে নিজ বাস গৃহে।

জন্মভূমি থেকে দূরে থাকলেও জন্মভূমির স্মৃতি আঁকড়ে ধরে মানুষ বেঁচে থাকে। জন্মভূমির প্রতি মায়া, মমতা ও ভালোবাসা মানুষকে বেঁচে থাকতে প্রেরণা যোগায়। নিজ গ্রাম বা বাসগৃহের প্রতি এই আকর্ষণ টিকে থাকুক আজীবন।

IMG_20210718_154152.jpg

IMG_20210718_153945.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ঠিক বলেছেন ভাই

ভালোভাবে বাড়িতে যান উৎসব আনন্দ করতে কিন্তু সাবধানে থাকিয়েন। নিজের নিরাপত্তা নিজে নিশ্চিত করিয়েন। ধন্যবাদ।

ভালো লিখেছেন।ধন্যবাদ আপনাকে।

জন্মভূমির প্রতি টান।অসাধারন লিখেছেন