মুহূর্তগুলো স্মৃতির পাতায় থেকে যাক

in hive-129948 •  3 years ago 

IMG_20210918_193817.jpg

IMG_20210918_191450.jpg

IMG_20210918_190607.jpg

মানুষ তার জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের সঙ্গে সময় কাটায়। কাটানো এই সময় গুলোর মধ্যে কিছু কিছু মুহুর্ত খুব বেশি আনন্দদায়ক এবং স্মরণীয় হয়ে থাকে। এই মুহূর্তগুলোকে একজন মানুষ সাধারণত তার ডায়েরিতে লিখে রাখে। যাতে করে সুন্দর এই মুহুর্তগুলোর স্মৃতি মানুষের মনে সব সময় থেকে যায়।

করোনাভাইরাস এর প্রাদুর্ভাব প্রায় শেষ। লকডাউন ও আর নেই। সকল প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হলেও, এখনো খোলা হয়নি স্নাতক এর প্রতিষ্ঠানসমূহ। তবে সরকার কর্তৃক ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী এ মাসের শেষের দিকে প্রতিষ্ঠানগুলো চালু করা হবে। আমার কাছের বন্ধুগুলো যে যার মত ব্যস্ত হয়ে পড়বে।আমার খুব কাছের একজন বন্ধু শান্ত।চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে এখন পড়াশোনা করছে। কিছুদিন পর আমরা সবাই যে যার মত চলে যাব নিজ নিজ বিশ্ববিদ্যালয় এ। গন্তব্যে যাওয়ার পূর্বের এই মুহূর্তগুলো স্মরণীয় করে রাখতে সময়গুলোকে ভালোভাবে কাজে লাগালাম। গতকাল সন্ধ্যায় আমি শান্ত এবং আমাদের আরো একজন বন্ধু তাহের মিলে সুন্দর একটি সন্ধ্যা কাটালাম। কোনো পরিকল্পনা ছাড়াই সবাই একত্রিত হলাম। একত্রিত হওয়ার পর আমরা বগুড়ার বিভিন্নস্থানে ঘুরে বেড়ালাম। এরপর আমরা তিনজন মিলে রানার প্লাজা তে অবস্থিত একটি রেস্তোরাঁয় বসলাম। সেখানে অনেকটা সময় অতিবাহিত করলাম। সবাই সবার নিজ নিজ প্রতিষ্ঠান সমূহের খোজ খবর নিলাম এবং বিভিন্ন ধরনের আলাপচারিতায় মেতে উঠলাম।

গল্পগুজব এবং আড্ডা শেষে খাওয়া-দাওয়া করে ওখান থেকে চলে আসলাম। ওখান থেকে আসার পর যে যার মত নিজ নিজ বাসায় চলে গেল। এই করোনা কালীন সময়ে আমরা সবাই একত্রে থেকে অনেক সুন্দর সময় কাটিয়েছি। কারন সবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় নিজ নিজ শহর বগুড়ায় অবস্থান করেছে। এরপর আবার কবে দেখা হবে তা সঠিক জানা নেই। আমাদের এই বন্ধুত্ব টিকে থাকুক হাজার বছর। দিনশেষে সবাই যে যার মত ভালো থাকো এটাই কামনা।
IMG_20210918_193856.jpg

IMG_20210918_193901.jpg

IMG_20210918_191511.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি খুব সুন্দর মুহূর্ত পার করেছেন আর এত সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ছবিগুলো কিন্তু খুব সুন্দর ছিল

ধন্যবাদ আপনাকে

আপনি অনেক সুন্দর একটি সময় পার করেছিলেন।খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনি।সম্পূর্ণ পোস্ট খুব ভালো হয়েছে।

তবে সরকার কর্তৃক ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী এ মাসের শেষের দিকে প্রতিষ্ঠানগুলো চালু করা হবে।

ভার্সিটি গুলো আগে খোলা উচিত ছিল, স্কুল কলেজের থেকে সেখানে জমায়েত অনেকটা কম। কিন্তু কেন যে ভার্সিটি খুলছে না বুঝতে পারছি না।

জি ভাই। গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

আসলে মুহূর্তটি অসাধারণ ছিল। আপনি একটা কথা বলেছেন যে সবকিছু ঠিক স্মৃতি থেকে যায় আসলে কেউ কারো জন্য থেমে থাকে না। একটা সময় নিজেকেই নিজের এর পথ বেছে নিতে হয়। সত্যি অসাধারন ছিল আপনাদের মুহূর্তগুলো দোয়া রইল

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ভাই।