সঙ্গী নির্বাচন করা খুবই জরুরী

in hive-129948 •  3 years ago  (edited)

pexels-photo-5709231.jpeg

https://www.pexels.com/photo/crop-cheerful-asian-women-looking-at-houseplants-on-market-stall-5709231/

আমরা আমাদের চলার পথে বিভিন্ন ধরনের লোকজনের সঙ্গে মিশি। সেই ছোট বেলা থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত যে কত ধরনের লোকজনের সঙ্গে সঙ্গ দিয়েছে তার কোন ইয়ত্তা নেই। লোকজনের সঙ্গে সঙ্গ দেওয়ার ক্ষেত্রে সঙ্গী নির্বাচন করাটা সবচেয়ে জরুরি।কারণ কথায় আছে- "সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ"। আমাদের ঘনিষ্ঠ সঙ্গী বা বন্ধুদের আচার আচরণের প্রভাব আমাদের মধ্যে পরিলক্ষিত হয়।

pexels-photo-2529174.jpeg
https://www.pexels.com/photo/black-and-white-photography-of-a-man-holding-guitar-2529174/

বিভিন্ন লোকজন সবাই ভিন্ন ধরনের। কেউবা আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে।বিভিন্ন ধরনের উপদেশ মূলক কথা বার্তা এবং ইতিবাচক মন্তব্য প্রদান করে কাজের প্রতি উদ্দীপনা বাড়িয়ে দেয়। এধরনের লোকজনের কথাবার্তা আমাদের সামনে চলার পথে অনেক সহায়ক ভূমিকা পালন করে থাকে। এ ধরনের ইতিবাচক মন মানসিকতার লোকজনরা নিজেদের নিয়েই শুধু ভাবে না, বরং সমাজের লোকজনদের কিভাবে উপরে উঠানো যায় তা নিয়ে ও তারা বিভিন্ন ধরনের পরিকল্পনা করে। আমাদের সবার উচিত এ ধরনের লোকজনদের সঙ্গে সঙ্গ দেওয়া।

আমাদের চারপাশে যে শুধু ইতিবাচক মন মানসিকতার লোকজন রয়েছে তা নয়। আমাদের চারপাশের পরিবেশ ইতিবাচক লোকজনের লোকজনের পাশাপাশি রয়েছে নেতিবাচক মানসিকতার লোকজনও। ইতিবাচক মনমানসিকতার লোকজন গুলোর কথা বার্তা আমাদের মনকে যতটা চাঙ্গা করে তোলে, এসব নেতিবাচক লোকজনের দেয়া খোটা গুলো আমাদের কনফিডেন্স কিংবা আত্মবিশ্বাস লেভেল ঠিক ততটাই নিচে নেমে দেয়। কোন একটি কাজ শুরু করার জন্য যে মানসিক শক্তি দরকার এ ধরনের কথাগুলোর কারণে কাজের উদ্দীপনাই হারিয়ে যায়। এ ধরনের নেতিবাচক মনমানসিকতার লোকজনদের সঙ্গ পরিত্যাগ করাই শ্রেয়। এরা তো নিজেদের উন্নতি ঘটাতে পারে না, বরং আশেপাশের লোকজন দের কিভাবে কথা বলার মাধ্যমে দমিয়ে রাখা যাবে তা নিয়েই পরিকল্পনা করে।

pexels-photo-8457969 (1).jpeg
https://www.pexels.com/photo/children-studying-on-the-playground-8457969/

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এই কথাটা একদম সত্যি সঙ্গি নির্বাচন খুবই জরুরী,

আর এই কথাটা একদম হান্ডেট পার্সেন্ট সত্যিকথা যে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ।

অনেক অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর একটা গল্প শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনাকে।

সুন্দর একটি বিষয় নিয়ে লিখেছেন ভাই। আসলে আমাদের জীবনের সবচেয়ে বড় ভূমিকা পালন করে আমাদের সঙ্গী। ধন্যবাদ আপনাকে।তবে আপনার পোস্টে মার্ক ডাউন এর যথেষ্ট ঘাটতি রয়েছে। আমার বাংলা ব্লগ টিউটোরিয়াল সংগ্রহশালা। @(Amar bangla blog Tutorial collection)

আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

ঠিক বলেছেন ভাইয়া আমাদের সবারই উচিত সৎ সঙ্গী খুঁজে বের করা। কিন্তু জীবনে চলার পথে সব ধরনের লোকের সঙ্গে মিশতে হয়। এর মধ্যে থেকে কিছু লোক পাওয়া যায় ইতিবাচক এবং কিছু লোক পাওয়া যায় নেতিবাচক ।নেতিবাচক লোকের সংখ্যাই বেশি থাকে। আপনার উপর নির্ভর করে আপনি কোন ধরনের সঙ্গির সঙ্গে বেশি সময় কাটাবেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি টপিক নিয়ে আলোচনা করার জন্য।

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

বর্তমান যে যুগ আসলেই ভাই সঙ্গি নির্বাচনে আমাদের কে সচেতন থাকতে হবে।একবার ভুল করলেই জীবনে অনেক পস্তাতে হবে।অনেক দারুন একটি বিষয় উপস্থাপন করেছেন।ভাই

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

আমাদের চারপাশে যে শুধু ইতিবাচক মন মানসিকতার লোকজন রয়েছে তা নয়। আমাদের চারপাশের পরিবেশ ইতিবাচক লোকজনের লোকজনের পাশাপাশি রয়েছে নেতিবাচক মানসিকতার লোকজনও

সকল ধরনের মানুষের বসবাস আমাদের এই সমাজে যার কারণে প্রকৃত জ্ঞানী লোকদের সন্ধান করা এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন করা আমরা ভুলেই গেছি। আমাদের এই সমাজে পজিটিভ মন মানসিকতার মানুষ খুবই কম। সবাই চেষ্টা করে সুযোগ পেলেই অন্যকে হেয় করে কথা বলার। অনেক সুন্দর একটি টপিক নিয়ে লিখেছেন ।আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।