মানুষ তার জীবদ্দশায় বিভিন্ন স্থানে অবস্থান করে। স্থানভেদে একজন মানুষকে বিভিন্ন স্থানে গিয়ে পরিবেশের সঙ্গে মানিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে হয় এবং ওই কাজের সঙ্গে নিজেকে মানিয়েও নিতে হয়। বিভিন্ন স্থানে নিজেকে অভিযোজিত করে খাপ খাইয়ে নেওয়ার নামই হলো জীবন।
আমাদের জীবন সংসার টিকে থাকতে হলে বিভিন্ন পরিবেশে জীবন অতিবাহিত করতে হয়। আবার এসব ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন কাজ করতে হয়, ভিন্ন কালচারের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে হয়। একজন মানুষ যখন গ্রামে অবস্থান করে তখন তাকে গ্রামীণ কালচার অনুযায়ী চলতে হয় এবং গ্রামীণ পেশায় জীবিকা নির্বাহ করতে হয়। আবার যখন শহরে অবস্থান করেন তখন তাকে ওই কালচারের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে ওই ধরনের কাজই করতে হয়। গ্রামীণ পরিবেশে গিয়ে শহরে কার্যকলাপ সম্পন্ন করলে বিষয়টা বেমানান হয়ে যায়। আবার শহরে পরিবেশে গিয়ে গ্রামীণ কার্যকলাপ নিয়ে পড়ে থাকলেও বিষয়টা ভিন্ন রকম দেখায়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে স্থানভেদে আমাদের একটি নির্দিষ্ট পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হয়। যারা বিভিন্ন পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে তারাই জীবন সংগ্রামে টিকে থাকে। আর যারা খাপ খাইয়ে নিতে পারে না তারা কালের বিবর্তনে বিলীন হয়ে যায়। এটাই প্রকৃতির নিয়ম। প্রকৃতির নিয়ম চলতে পারলে নিজের সার্থকতা রয়েছে। এজন্য আমাদের প্রকৃতির নিয়ম অনুসারে সময়ের পরিবর্তনের সাথে সাথে একটি নির্দিষ্ট পরিবেশে খাপ খাইয়ে নিতে হয়।
আমরা বিভিন্ন সময় বিভিন্ন পরিবেশে অবস্থান করি। যত দ্রুত নিজেকে অভিযোজিত করে ওই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারব,আমাদের জীবনের জন্য তা ততই মঙ্গল জনক হবে। সুতরাং পরিশেষে বলা যায় যে, জীবন যেখানে যেমন।
জায়গা বিশেষ পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়ানো ই হচ্ছে জীবন।বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে নিজেকে খাপ খাইয়ে নিতে হয়।
আপনার জন্য শুভকামনা রইলো।বেশ ভালো লিখেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit