বাংলাদেশ নামক নতুন রাষ্ট্র সৃষ্টি হওয়ার পেছনে যেসব ব্যক্তির অবদান রয়েছে তার মধ্যে অন্যতম হলো শেখ মুজিবুর রহমান। সেই ১৯৪৮ সাল থেকে শুরু হওয়া ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের স্বাধীনতা অর্জন পর্যন্ত সকল ক্ষেত্রেই তিনি ভূমিকা রেখেছিলেন। মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জনের প্রধান ভূমিকা পালনের জন্য তাকে নানান ধরনের স্বীকৃতি দেয়া হয়েছিল। ছাত্র সমাজের কাছ থেকে তিনি কখনও "বঙ্গবন্ধু" আবার কখনো বা দেশের সর্বস্তরের মানুষের কাছ থেকে "বাঙালি জাতির পিতা" উপাধি লাভ করেছিলেন। তৎকালীন পাকিস্তান রাষ্ট্র থাকাকালীন সময়ে বাঙালিদের ওপর যতগুলো অন্যায় দাবি চাপিয়ে দেয়া হয়েছে সব ক্ষেত্রে তিনি প্রতিবাদ জানিয়েছেন। এজন্য অবশ্য শুরু থেকেই অনেকবারই তিনি কারাবরণ করেছিলেন। কিন্তু যে বীর বাঙালির রক্তে অন্যায়ের প্রতিবাদের তেজ চেপে রয়েছে, তাকে আটকে রাখার ক্ষমতা আর কারোই বা রয়েছে। শত কারাবরণ করা সত্ত্বেও তিনি সর্বদা অন্যায়ের প্রতিবাদে সোচ্চার ছিলেন।
আজকে আমি মুজিব গ্যালারি পরিদর্শনের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব।
- উপরোক্ত ফটোগ্রাফিটি ১৯৫২ সালের ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সক্রিয় অংশগ্রহণ এর সময়কার । যদিও পরবর্তীতে আন্দোলনে সোচ্চার হওয়ায় কারাবরণ করেছিলেন।
- উপরোক্ত ছবিটি ১৯৬৬ সালে বঙ্গবন্ধুর ৬ দফা দাবির সময়কার। এটিকে অবশ্য বাঙালি জাতির মুক্তির সনদ হিসেবে আখ্যায়িত করা হয়।
- উপরোক্ত ছবিটি ১৯৬৯ সালে শেখ মুজিবুর রহমানের ছাত্র সমাজের কাছ থেকে বঙ্গবন্ধু উপাধি লাভের সময়কার।
- উপরোক্ত ছবিটি ১৯৭১ সালে ঢাকার রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা কালীন সময়ের। ওই সময় তিনি তার বিখ্যাত ভাষণ দিয়েছিলেন।
- উপরোক্ত ছবিটি বাংলাদেশের স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এর সময়কালীন এর। স্বাধীনতা যুদ্ধের সময়ে তাকে পাকিস্তানের কারাগারে বন্দি রাখা হয়েছিল। পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পরে তাকে সম্মানের সহিত দেশে ফিরিয়ে আনা হয়।
- উপরোক্ত ছবিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের রাষ্ট্রপতি থাকাকালীন সময়ের ছবি। তখন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন তাজউদ্দিন আহমেদ।
- উপরোক্ত ছবিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭৪ সালে জাতিসংঘে বাংলায় ভাষণ প্রদানের সময় কার।
- উপরোক্ত ছবি দুটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে উঠানো।
- উপরোক্ত ছবিটি ১৯৭৫ সালের বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার সময় কার। কতিপয় বিপথগামী কিছু সেনাবাহিনীর ঘৃণ পরিকল্পনায় তাকে হত্যা করা হয়।
ধন্যবাদ সবাইকে।
@mahamuddipu
Photography | @mahamuddipu |
---|---|
Device | Vivo Y19 |
Location | Link |
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। সেই সাথে তিনি আরও অনেক বড় বড় আন্দোলনে অংশ নিয়েছিলেন। বঙ্গবন্ধু গ্যালারীতে সবগুলো সুন্দরভাবে দেওেয়া আছে। সেগুলো খুব সুন্দরভাবে আমাদের সাথে শেয়ার করেছেন। এবং আপনার বিবৃতি টাও ভালো ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার সম্পূর্ণ পোস্টটি পড়ে এত সুন্দর করেন মূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাংলাদেশের ইতিহাস নিয়ে অসাধারণ একটা পোস্ট শেয়ার করেছেন। খুব ভালো লাগলো দেখে। আপনি খুব সুন্দর করে বর্ণনা করেছেন। কিছু ছবি শেয়ার করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে।আপনার জন্যও শুভকামনা রইল ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit