ক্যাম্পাস ফটোগ্রাফি (পর্ব-৪) || 10% beneficiaries for shy-fox ||

in hive-129948 •  3 years ago 
রাজধানী ঢাকার মধ্যে হয় বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় অবস্থিত। এসব বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যদি সৌন্দর্যের দিক থেকে রেংকিং করা হয় তবে তার প্রথমদিকেই স্থান পাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ঢাকা বিভাগের সুদূর সাভার অঞ্চলে এ বিশ্ববিদ্যালয় অবস্থিত। এ বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে যেকোনো প্রকৃতিপ্রেমীদের। ফলে প্রতিবছর ঢাকার অনেক মানুষই সময় কাটাতে এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে হয় এখানে ঘুরতে আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভেতরে রয়েছে নানান ধরনের গাছ এবং বিল। এসব বিলগুলোতে মাছের পাশাপাশি অনেক ধরনের পাখিও বসে। আবার বিলগুলোতে মৌসুমের সময় শাপলা ফুল ফুটে থাকে। বিলগুলো যখন শাপলা ফুল দিয়ে পরিপূর্ণ হয়ে ওঠে,তখনই বোধহয় সৌন্দর্যটা সবচেয়ে বেশি ফুটে ওঠে।

আজকে আমি আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রকৃতির সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো আপনাদের সামনে শেয়ার করব।

ফটোগ্রাফি-১

20211220_145313.jpg

ফটোগ্রাফি-২

20211220_145316.jpg

ফটোগ্রাফি-৩

20211220_150000.jpg

ফটোগ্রাফি-৪

20211220_150123.jpg

  • উপরোক্ত ফটোগ্রাফি গুলোতে ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্যের নিদর্শন প্রকাশ পেয়েছে। সাধারণত প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনেক ধরনের গাছ রয়েছে। আমাদের ক্যাম্পাসে তুলনামূলক অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে গাছ-গাছালির পরিমাণ একটু বেশিই। গাছ গুলোর জন্যই প্রতিবছর আমাদের ক্যাম্পাসে বিভিন্ন দেশ থেকে নানান ধরনের অতিথি পাখির আগমন ঘটে। অর্থাৎ অতিথি পাখিগুলোর আশ্রয়স্থল এসব গাছগাছালি। আবার গাছগুলো পুরো ক্যাম্পাসকে ছায়া প্রদান করে। হলে গাছ-গাছালির নিচে শিক্ষার্থীদের এবং বহিরাগতদের বসার জন্য বিভিন্ন ধরনের ছাউনি এবং স্টিলের বেঞ্চ বসানো হয়েছে।

ফটোগ্রাফি-৫

20211220_150251.jpg

ফটোগ্রাফি-৬

20211220_150229.jpg

ফটোগ্রাফি-৭

20211220_150854.jpg

ফটোগ্রাফি-৮

20211220_150256.jpg

  • উপরোক্ত ফটোগ্রাফিগুলো আমাদের ক্যাম্পাসের লেকের। এই লেকগুলোতে নানান ধরনের তরুলতা এবং শাপলা ফুল জন্মে। শাপলা ফুলগুলো লেকের সৌন্দর্য বৃদ্ধি করে। এছাড়াও লেকগুলোতে নানান ধরনের মাছও জন্মে। তবে ক্যাম্পাসের এই লেকগুলো থেকে মাছ ধরার নিষেধাজ্ঞা রয়েছে। অতিথি পাখিরগুলোর খাওয়ার জন্যই এসব মাছ সংরক্ষিত রয়েছে। তবে লেকগুলোতে শিক্ষার্থীরা এবং বহিরাগতরা বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা এবং পলিথিন দ্রব্যাদি ফেলায় লেকগুলোর সৌন্দর্য কিছুটা নষ্ট হয়ে যাচ্ছে। ক্যাম্পাসের প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে এ বিষয়ের উপর গুরুত্ব দেওয়া উচিত।

ধন্যবাদ সবাইকে।

@mahamuddipu

Photography@mahamuddipu
DeviceVIVO Y19
Locationলিংক

আমি মাহমুদ দিপু। আমি বাংলাদেশের বগুড়া জেলায় অবস্থান করছি।আমি পেশায় একজন ছাত্র। বিজ্ঞান বিভাগের ছাত্র হলেও লেখালেখি করতে আমার খুব ভালো লাগে। বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানো এবং বিভিন্ন ধরনের খাবার খাওয়া আমার সখ। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে অনেক ভালোবাসি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাহ ভাই আপনি ফটোগ্রাফি গুলো বেশ দারুন করেছেন। আপনার ফটোগ্রাফি গুলোর মধ্য প্রকৃতির অপার সৌন্দর্য ফুটে উঠছে। আপনার করা প্রতিটি ফটোগ্রাফি একদম স্পষ্ট বোঝা যাচ্ছে এবং ফটোগ্রাফি গুলো আপনি অসাধারণ ভাবে করতে সক্ষম হয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ।আপনার জন্য শুভকামনা রইল।

আপনার এত সুন্দর প্রশংসাভরা মন্তব্য শুনে খুব ভালো লাগলো।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আপনাদের ক্যাম্পাসের অনেক সুন্দর কিছু আলোকচিত্র আমাদের মাঝে শেয়ার করেছেন এর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ভাইয়া। আপনাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস টা সত্যিই অনেক সুন্দর এবং বড় আকৃতির। আপনি যে আলোকচিত্রগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন তার মধ্যে লাল শাপলা ফুলের পুকুরটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

এত সুন্দর গঠনমূলক একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

ঢাকা শহরের শুরুতেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এবং সত্যি বলেছেন ভাই এর প্রাকৃতিক পরিবেশ যে কাউকে সহজেই আকৃষ্ট করবে। এটা সত্যি ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। ক‍্যাম্পাসের ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে ভাই। এবং লেকটা তো দারুণ লাগছে। ধন্যবাদ এতো সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।।

এত সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

ওয়াও আপনার ক্যাম্পাসটা দেখেছি খুবই সুন্দর। ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ভাবে ক্যাপচার করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো ।লেকের ছবিগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে ।শুভকামনা রইল আপনার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।আপনার জন্য শুভকামনা রইল।